হ্যালো ব্রো, স্বাগতম, সবাইকে, আমার আজকের আরেকটা নতুন টিউটোরিয়ালে । আশা করি সবাই খুবই ভালো আছেন। ভালো তো থাকারই কথা, কারন trickbd র সাথে থাকলে সবাই খুব ভালো থাকে । আর ভালো থাকার জন্যই মানুষ ট্রিকবিডিতে আসে। অনেকদিন পর আজকে পোস্ট লিখতে বসলাম। চলুন শুরু করা যাক।
তো, আজকে আমি এই পোষ্টে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ফোনের মেসেন্জার ও ফেসবুকের সকল নটিফিকেশন অফ করে রাখতে পারবেন। আমরা অনেকসময়েই ইউটুব চালানো, ক্লাস করা, মিটিং করা, ইত্যাদি নানা কাজের সময় মেসেন্জারের নটিফিকেশনের জ্বালায় পাগল হয়ে যাই। তাই আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনি আপনার মেসেন্জার ও ফেসবুক এর নটিফিকেশন অফ করবেন।{তবে একটা কথা বলে রাখা ভালো যে এই সিস্টেমে আপনার মেসেন্জার এর কলিং সিস্টেম চালু থাকবে। তাই নো চিন্তা।}
আচ্ছা যাই হোক, চলুন কথা না বাড়িয়ে আমরা main পোষ্টে চলে যাই।
আপনি প্রথমে আপনার মোবাইলের সেটিং এ যান। সেটিং থেকে এপস সিলেক্ট করুন।
তারপর মেসেন্জার অপশনে ক্লিক করুন।
তারপর নোটিফিকেশন অপশনে ক্লিক করেন।
এরপর আমি যেভাবে যেভাবে যেই আইকনগুলা চালু রেখেছি , আপনিও সেভাবে সেভাবেই আইকনগুলা চালু করে দিন।
ব্যাস, আপনার কাজ শেষ। এবার ডাটা অন থাকলেও পপ আপে কোন মেসেজ আসবে না। শুধুমাত্র কল ছাড়া। এভাবে আপনার এমবিও বেচে যাবে।
একইভাবে ফেসবুক আইকনে কি্লক করে সব নোটিীিফকেশন অফ করে দিন।
এভাবে আপনার ফোনের যেকোন এপস এর নোটিফিকেশন আপনি অফ করতে পারবেন।
তো তাহলে আমার আজকের পোষ্ট এই পর্যন্তই।
মানুষ মাত্রেই ভুল হয় , তাই পোষ্টে কোন ভুল থাকলে দয়া করে মাপ করে দিয়েন, আর প্লিজ কমেন্টে লিখে ভুলগুলা শোধরানোর সুযোগ করে দিয়েন।
কোন কিছু না বুঝলে বা কোন কিছু জানার থাকলে, আমাকে কমেন্টে জানান।
আর সাম্প্রতিক বিশ্ব সম্পর্কে জানতে এবং আপনার বিসিএস প্রস্তুতিকে আরো শক্ত করে তুলতে ফেসবুকে আমাদের গ্রুপে জয়েন করুণ।
তাহলে সবাইকে ট্রিকবিডির সাথে থাকার জন্য আমন্ত্রন জানিয়ে আজকে আমি আমার আজকের পোস্ট এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ।
Trickbd the esob abal der author banai kon khankir pola