হ্যালো ভিউয়ার্স আমি অনামিকা,
কেমন আছেন সবাই? জানি ভালই আছেন, তবে আমি ভালো ছিলাম না তবে এখন আবারও ভালো হয়ে গেলাম আপনাদের মাঝে ফিরে আসতে পেরে।
গত দুই মাসে একটিও পোস্ট করতে পারি নাই কারণ আমি একটু পার্সোনাল প্রবলেমে ছিলাম তার জন্য। আল্লাহর রহমতে মোটামুটি প্রবলেম সলভ।
আশা করছি এরপর থেকে নিয়মিত পোস্ট করতে পারবো।
জনপ্রিয় ল্যাপটপ নির্মাতা Acer এবার বাজারে নিয়ে এসেছে হাই কনফিগারেশনের গেমিং ল্যাপটপ Acer nitro 5 চলুন জেনে নিই কি আছে এই ল্যাপটপটিতে ।
অসাধারণ বিল কোয়ালিটির এই গেমিং ল্যাপটপ টি বাংলাদেশের আগে ভারতের বাজারে ছাড়া হয় গেমিং আর গ্রাফিক্সে এর কথা মাথায় রেখেই মূলত এই ল্যাপটপটি কনফিগার করেছে Acer,
ঝকঝকে ছবি ফেম drop-হিন গেমিং আর ব্রাউজিংয়ের জন্য নাইট্রো ফাইভে আছে হাই স্পিড আইএসপির ফুল এইচডি ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 165Hz
ইলেভেন জেনারেশনের ইন্টেল কোর আই ৭ প্রসেসরের শক্তির এই নোটবুক বাজারে অন্যান্য নোটবুক এর থেকে একটু এগিয়ে রাখবে, নাইট্রো ৫ এ যুক্ত করা হয়েছে , ৩২ জিবি ddr4 র্যাম,
এছাড়াও গ্রাফিক্সের জন্য দেয়া হয়েছে Nvidia GeForce RTX 3060 এর জিপিইউ,
স্টোরেজের ঝামেলাকে দূর করতে নাইট্রো ফাইভে দেয়া হয়েছে দুটি টিভি স্তরেজ আর নাইট্রো ফাইভে দেয়া হয়েছে ২ টেরাবাইট বা ২,০০০ জিবি স্টোরেজঃ।
এবং এর সাথে থাকছে ২৫৬ জিবি এসডি কার্ড।
এছাড়াও এই ল্যাপটপটিতে ওয়াইফাই ৬, ব্লুটুথ ৫, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, ইউএসবি টাইপ এ পোর্ট, 3.2 তো থাকছেই।
ভিডিও কলের সুবিধার জন্য আছে ৭২০ পিক্সেল এর অত্যাধুনিক ওয়েব ক্যাম, আর প্রসেডিং পারফরম্যান্স ঠিক রাখতে যুক্ত করা হয়েছে টুয়েলভ ফ্যান।
১০ ঘণ্টার দুর্দান্ত ব্যাটারি ব্রেক-আপের জন্য নাইট্রো ফাইভ এ আছে ৫৭.৫ ডাব্লু এইচ ব্যাটারি।
তবে Acer nitro 5 2021 মডেলটি শুধু মাত্র কালো রঙ এই বাজারে পাওয়া যাবে।
এই ল্যাপটপটার ফুল মডেল কোডটা বলেন তো প্লিজ!