Mortal Kombat 2021 Movie Spoiler Review:
.
![](https://trickbd.com/wp-content/uploads/2021/04/24/60846551ca270.jpeg)
Honestly মুভিটা Enjoyable ছিল। অনেক Fun ছিল, Blood, Violence আর Fatality ছিল।
এই মুভির বেস্ট পার্টগুলা ছিল এশিয়ান চাইনীজ-জাপানীজ কাস্টিং, Flawless Victory, ভায়োলেন্ট অ্যাকশন, ব্যাকগ্রাউন্ড মিউজিক স্কোর, Sub-Zero, Kano, Kung Lao, Scorpion, Liu Kang আর Raiden।
![](https://trickbd.com/wp-content/uploads/2021/04/24/608465523f0d8.jpg)
শুরুটা কিন্তু ভালোই ইমোশনাল জার্নি দিয়ে শুরু হয়েছিল, মানে Scorpion আর Sub-Zero এর যে মধ্যকার শত্রুতাটা।
ডিরেক্টর আসলে Mortal Kombat গেইমের মর্মটা বুঝার কিছুটা চেষ্টা করছে যেখানে ব্লাড, ব্রুটাল, ভায়োলেন্স থাকতেই হবে।
সেটাই লাইভ অ্যাকশনে আনার যথেষ্ট চেষ্টা করছে, and Thats Ok for Me। আর Easily আমার Favourite Fatality ছিল ওই Kung Lao তার মাথার ধারালো টুপি দিয়ে Nitara কে দুই টুকরা করে দেওয়ার সিনটা, সেটাই বেস্ট সুপার মুভ ছিল।
![](https://trickbd.com/wp-content/uploads/2021/04/24/60846561b108e.jpg)
যেন ভিডিও গেইম থেকেই তুলে আনছে মনে হবে। আর Joe Taslim এর Sub-Zero নিয়ে আর কি বলবো, পুরা Bloody Scary Acting, Such a Perfect Sub-Zero?।
এটা তো এখন Clear যে, Video Game এর মতই হুবহু মুভিতে ঠিক Scorpion এখানে Bi-Han/Sub-Zero কে মার্ডার করছে। এটার থেকে বুঝা গেছে পরের পার্টে এই Bi-Han কে Noob Saibot হয়ে ফিরে আসতে দেখা যাবে।
ওয়ার্নার ব্রাদার্স অলরেডী ঘোষণা দিছে তারা আরো চারটা Mortal Kombat মুভি আনতে চলেছে। তাই এখন তো সবে মাত্র শুরু, তাই কোনমতে Ok, আর শেষের দিকে পোস্টারে Mortal Kombat এর ফ্যান ফেভারিট মেজর কেরেক্টার “Johnny Cage” এর হিন্ট দিছে। তাহলে হয়তো পরের পার্টেই Johnny Cage কে বেশী ফোকাস করা হবে।
আর মুভিতে Kano চরিত্রটাই বেশী বিনোদন দিছে। মেইন ভিলেন বলতে গেলে Shung Tsung আর Sub-Zero রাই ছিল। অন্তত লাইভ অ্যাকশনে আবারো Shung Tsung এর গেইমের মতো “Your Soul is Mine” আইকনিক সিনটা দেখতে পেলাম।
![](https://trickbd.com/wp-content/uploads/2021/04/24/608465521979a.jpg)
3 thoughts on "Mortal Combat 2021 মুভি রিভিউ + লিংক"