বিগত বছরগুলোতে সাউথে অনেক সাসপেন্স থ্রিলার আর ড্রামা এর ভিড়ে কিছুটা হলেও ওভার শ্যাডো হয়ে যাচ্ছে সাউতের ভালো রোমান্টিক সিনেমা গুলো এক ধরনের সিনেমা দেখার একঘেয়েমিতা কাটাতে রোমান্টিক সিনেমার বিকল্প প্রায় নেই বললেই চলে।
মূলত এমনই কিছু রোমান্টিক সিনেমার লিস্ট নিয়ে আমাদের আজকের আয়োজন। বলে রাখা ভাল সিনেমাগুলো ইউটিউবে রয়েছে এবং দেখার লিংক সহ শেয়ার করছি।
হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ট্রিকবিডি!
৫। গীতা গোবিন্দম এর পর বিজয় দেবরকোন্ডা আর রেস্মিকা মান্দানা জুটির আরেকটি ভালো মানের রোমান্টিক সিনেমা হল *এই ডিয়ার কমরেড* সিনেমাটির গল্প.
একজন পরোপকারী আন্দোলন প্রিয় ছেলে এবং একজন ক্রিকেট প্রিয় মেয়েকে নিয়ে সিনেমাটি মুক্তির আগে ভালোই হাইপের মাঝে ছিল এমনকি সিনেমাটির রিমেক রাইটস মুক্তির আগে কারান জোহার কিনে সিনেমাটির হাইপ আরো বাড়িয়ে দিয়েছিল।
তবে এত হাইপ থাকা সত্ত্বেও সিনেমাটিক বক্সঅফিসের ব্যর্থ হয় তবে এর হিন্দি ডাবিং রিলিজের পর সিনেমাটি নতুন করে আবার আলোচনায় আসে।
সত্যি বলতে সিনেমাটি আর কয়েকটা সাউথ ফিল্ম এর মতই তবে এর অভার অল উপস্থাপনার জন্য সিনেমাটি একবার তো অবশ্যই দেখা যায়।
সাউথ লাভার দের জন্য এটি একটি ডিসটেন্স ওয়াজ ফিল্ম।
৪। একটি হাই স্কুল লাইফ টিনেজ রমান্টিক ড্রামা থেকে আপনি যেসব এলিমেন্ট আশা করে থাকেন তার পুরোটাই আপনি পাবেন বয় নামক এই সিনেমায় অন্তত আমার কাছে তো তাই মনে হয়েছে
সিনেমাটি দেখার সময় অল্প সময়ের জন্য হলেও আপনি সেই স্কুল লাইফের আনন্দময় মধুর স্মৃতিতে ফিরে যাবেন।
এই সিনেমার একটি বিশেষত্ব বোধ হয় এটিই যে সিনেমাটি সবাইকে নস্টালজিক করে দিতে সক্ষম। অংকে ভয় শিক্ষক ভীতি স্কুল লাইফের ক্রাশ এরকমই আরো নানান বিষয়ে সিনেমাটিতে দেখানো হয়েছে খুব সাবলীলভাবে।
এছাড়া সিনেমাটিকে মোটামুটি রিয়ালিস্টিক ভাবে উপস্থাপন করা হয়েছে তেলেগু এর মত ইন্ডাস্ট্রিতে.
এমন সিনেমা খুব কমই হয়।
পরিচালক অমর বিশ্বরাজ রাজ তার সিনেমা হিসেবে সিনেমাটি কে যথেষ্ট ভাল ভাবেই হ্যান্ডেল করেছেন ।
সিনেমা দেখার সময় মাঝে মাঝে রিপ্লেসমেন্ট টাইপ সিনেমা দেখতে চাইলে বই সিনেমাটি আপনার জন্য।
৩। ২০১৭ সালে সাউথ ইন্ডিয়ান রোমান্টিক জঞ্জার অন্যতম আলোচিত সিনেমা গুলোর মাঝে একটির নাম ফিদা।
বক্স অফিসে ব্যাপক সাফল্যের পাশাপাশি সিনেমাটি আলাদাভাবে দর্শকদের ও ব্যাপক পছন্দ হয়েছিল।
ফিদা সিনেমা নিয়ে কথা বললে প্রথমে ই আসে সিনেমার অসাধারণ মিউজিক এর কথা দারুন দারুন সব গান দর্শকমহলে সাড়া ফেলেছিল।
মূলত বিয়ে বাড়ির ব্যাকড্রপে একটি সাধারণ লাভ স্টোরি উঠে এসেছে এই সিনেমায়।
আর ফিদা সিনেমা টির বড় একটি বিশেষত্বওই হলো এই সিম্প্লিসিটি যেটি দর্শকদের দারুন লেগেছিল।
সাধারণ ও সারল্যে ভরা এই প্রেমের গল্পের মাঝে মিশে থাকা নানা উপাদান সিনেমা দেখা ব্যক্তিদের রিপ্লেসমেন্টের জন্য যথেষ্ট।
তেলেগু টিপিক্যাল গল্পের থেকে সামান্য বাইরে গিয়ে তৈরি এই সিনেমা যদি এখনও আপনার দেখা না হয়ে থাকে তাহলে দেখতে ভুলবেননা ফিদা।
২। নিলাকাশাম পাচাকাদাল চুভান্না ভূমি একটা স্বচ্ছ সুন্দর আর আবেগী ভালোবাসার গল্প দুই বন্ধু বাইক নিয়ে বেরিয়ে পড়ে অজানার পথে সেখান থেকেই শুরু হয় তাদের দারুণ অ্যাডভেঞ্চার যারা ট্রাভেল টাইপ সিনেমা পছন্দ করেন সিনেমাটি তাদের জন্য মাস্টওয়াচ।
দুলকার সালমান এর ক্যারিয়ারের ভালো কাজগুলোর মাঝে এই সিনেমাটি অবশ্যই থাকবে কারণ সিনেমাটির পুরো উপস্থাপনা এবং এর ন্যারেশন যেভাবে এগিয়েছে তাতে দর্শকদের সাথে সিনেমাটিক কানেক্ট হতে ব্যাপক সুবিধা হয়।
এবং একবার দেখার পর অনেকেই সিনেমাটা প্রিয় তালিকায় স্থান করে নিয়েছে। সিনেমায় দেখানো নজরকাড়া প্রাকৃতিক দৃশ্যের এতটা আধিপত্য শুধুমাত্র মালায়লাম সিনেমাতেই বোধহয় সম্ভব। সব মিলিয়ে দেখতে গেলে পারফেক্ট সিনেমা ফর রিফ্রেশমেন্ট।
১। *প্রেমাম* আমি যদি খুব ভুল না হই তাহলে এই সিনেমাটি মালায়লাম এর কাল স্ট্যাটাস পাওয়ার সিনেমা গুলোর মাঝে একটি পুরো ভিন্ন আঙ্গিকে দেখানো একটি দারুন রোমান্টিক স্টোরি দর্শকদের এতই ভালো লেগেছিল যে সিনেমার দৃশ্যাম এর মত ইন্ডাস্ট্রি হিট সিনেমার রেকর্ড প্রায় ব্রেক করে ফেলেছিল।
একটুর জন্য সক্ষম হয়নি। এক ঝাঁক নতুন ট্যালেন্টদের নিয়ে এই সিনেমাটি তৈরি হয়েছিল এবং সবাইকে এই একটা সিনেমায় রাতারাতি সুপারস্টার বানায়া দেয়।
বলা হয় দৃশ্যাম চারর্লি আর প্রেমাম সিনেমা মালায়লাম ইন্ডাস্ট্রির ব্যাপক খ্যাতি আনতে বড় ভূমিকা পালন করেছে।
তিনজন মেয়ে এবং একজন ছেলের ভিন্ন রকম এক গল্প দেখানো হয়েছে এই সিনেমাতে তেলেগুতে এই সিনেমাটির একটি রিমেক ও রয়েছে যার নাম ও প্রেমাম।
সাউথ সিনেমা প্রেমিক কারোরই বোধহয় এই সিনেমাটি দেখা বাকি নেই। তবে যদি এখনো কারো দেখা না হয়ে থাকে তাহলে অবশ্যই সিনেমাটি দেখে নিবেন।
শেষ করছি আমাদের আজকের আয়োজন পোস্ট টি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এই টপিক আরো পোস্ট চাইলে আমাদের কাছে কমেন্টে জানাতে পারেন।
এই ফেসবুক পেজ দিয়ে তোমরা যে কোন গেম এর কারেন্সি টপ আপ করতে পারবে খুবই রিজেনেবল প্রাইস এ। পেজ লিংকঃ:
https://bit.ly/35স্ক্যামZr
পেজটি খুবই ট্রাস্টেড বলেই বলেই শেয়ার করলাম। ✅
ফিরে আসছি পরবর্তী পোস্ট এ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন।❤️❤️❤️
4 thoughts on "চলুন দেখি সাউথের সেরা ৫ টি রোমান্টিক মুভি | Top 5 South Movies | Bangla Review | দেখার লিংক সহ।"