Magic Rampage review
DETAILS
Name:Magic Rampage
Develooper: Asantee
Genre:Adventure,Arcade, Action,Single Player, multiplayer,online, Offline,Casual, Premium
Language: English
Price: 0 USD/{in-app purchases}
Rating: 4.7/5[editor choice]
Size:100mb
এটি হলো আর্পিজি অ্যাকশনের কম্বাইন্ড ভার্সন।যেখানে কারেক্টআর কাস্ট- মাইজেশন,হরেক রকমের অস্ত্র ও মেজিক সরঞ্জাম পাবেন।প্রত্যেক টা ধাপ আপনাকে নতুন ও শক্তিশালী শত্রুর চেলেঞ্জ এর সম্মুখীন করবে।
সাথে থাকছে অনলাইন মাল্টিপ্লেয়ার খেলার সুবিধা।যা এই গেমটির একটি অন্যতম ফিচার।
ডেভেলপার রা গেমটিতে সেই পুরনো আমলের কনসোল ফিল দিতে সক্ষম হয়েছেন।এর জন্য তারা
জয়স্টিক,কিবোর্ড,গেমপেড সাপোর্ট যুক্ত করেছেন ।
⭐CAMPAIGN: সোজা বাংলায় স্টোরি মড।যেখানে আপনি একজন নিনজা , আপনি একটি রাজ্য ও রাজার অনুসারী।কিছু দুষ্ট ছায়া প্রাসাদে হানা দিয়েছে।এখন যে করেই হোক রাজা কে বাঁচাতে হবে।পথে রাজার সব সন্য দের ওই দুষ্ট শক্তি নিজের কবলে করেফেলেছে। তাই ওরা আপনাকে আক্রম করতে আসবে।সব জম্বি ও সৈন্যকে মেরে আপনার রাজাকে বাঁচাতে হবে।
⭐COMPETITIVE: মাল্টি প্লেয়ার মড।আপনার বন্ধুদের সাথে অনলাইনে খেলতে পারবেন।
⭐WEAKLY DUNGEON: এটি একটি নতুন মড।যেটি প্রত্যেক সপ্তাহে অনুষ্ঠিত হয়।এটি খেলে অনেক পইন্ট পেতে পারেন।
⭐CHERACTER CUSTOMIZATION: আপনি এখানে আপনার কারেক্টঅর,অস্ত্র নিজের মত করে সাজাতে পারবেন।
⭐SURVIVER MODE:আপনার দক্ষতা পরীক্ষার জন্য এই মড টা অনেক ভাল।আপনাকে শত্রুরা আক্রমণ করতে থাকবে ও আপনি কতক্ষন বাঁচতে পারেন সেটাই দেখার বিষয়
⭐THE SHOP: কেরেক্তারের ড্রেসে,অস্ত্র সব কিছু এখন থেকে কিনতে পারবেন।
⭐LOCAL VERSUS MODE: আপনার যদি আন্ড্রয়েড টিভি থাকে তাহলে গেমপেড লাগিয়েই এই মড টি খেলতে পারবেন।
Review:কম এমবি ও ইউনিক স্টোরি মিলে এটি একটি কমপ্লিট প্যাকেজ।জত লেভেল পার হয় তত কঠিন হোতে থাকে গেমটি।অনেক সময় এনিমি লুকিয়ে থাকে।তখন খুজে খুজে মারতে হয়,যেটা আমার অনেক মজা লেগেছে।কম এমবির হওয়ায় আমার পুরনো ফোনেও অনেক ভালো চলেছে। আর গ্রাফিক্সের কথা কি বলব, অনেক ভালই গ্রাফিক্স বলা চলে।কন্ট্রোল মোটামুটি ঠিকঠাক বলা চলে।
এ গেমের মিউজিক, সাউন্ড ইফেক্ট গুলা অনেক সুন্দর ।খেলার সাথে আলাদা একটা ফিল দে। তাই চাইলে আপনারাও ইনস্টল করে খেলে দেখতে পারেন মজার এই গেম টি l আপনার টাইম লস হবে না গেরান্টি দিলাম ।
এখন গেমের কিসু ডেমো দেখে নিন।
SCREENSHOTS
নাকি মোড (Mode) ??
বানান খেয়াল রাখেন, আপনি একজন অথর হয়ে এমন ভুল করতে পারেন না।
আশা করি পরের পোস্টে আপনি বিষয়টা নজরে রাখবেন।
Good luck.