হ্যালো ব্রো, স্বাগতম, সবাইকে, আমার আজকের আরেকটা নতুন টিউটোরিয়ালে । আশা করি সবাই খুবই ভালো আছেন। ভালো তো থাকারই কথা, কারন trickbd র সাথে থাকলে সবাই খুব ভালো থাকে । আর ভালো থাকার জন্যই মানুষ ট্রিকবিডিতে আসে।
চলুন শুরু করা যাক।
আমাদের যাদের samsung new version এর phone গুলো আছে, তারা তাদের সব apps গুলো তাদের internal storage থেকে মেমরি card এ নিতে পারি খুব সহজেই l ( অন্য company এর android users রাও try করে দেখতে পারেন)l এতে করে আপ্নার ফোন process হবে তাড়াতাড়ি l free fire, pubg এর মত high grafix কোনো গেম বা apps oparate করতে গেলে ফোনের উপর চাপ কিছুটা হলেও কম থাকবে l lagging অনেকটা কমে যাবে l ফোন এর smoothness বেড়ে যাবে l আমি নিজেও এই ভাবে free fire খেলি, কিন্তু ফোন leg করে না কখনোই l
তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে apps গুলো memory তে নিবেন:
2. booster লিখে সার্চ করুন l তারপর storage booster এ যান l
3. move apps to sd card select করুন l
4. এখান থেকে আপনি যেই যেই apps গুলো মেমরি এ নিতে চান ওগুলো on করে দিন l কিছুক্ষণ অপেক্ষা করলেই apps টি memory te চলে যাবে l এই রকম করে বাকি apps গুলো memory তে নিতে পারবেন l তবে free fire, pubg এর মত ভারী apps memory তে না নেওয়াই ভালো l আমি নিজেও নেই নি l আমার free fire internal storage এই আছে l
আশা করি tricks টি আপনার কাজে লাগবে।
তো তাহলে আমার আজকের পোষ্ট এই পর্যন্তই।
trickbd তে আমার আরেকটি পোস্ট দেখুন: android users, যাদের browser close করলেই download pause হয়ে যায়, তাদের এই সমস্যার সমাধান দেখে নিন l বিস্তারিত পোস্টে
মানুষ মাত্রেই ভুল হয় , তাই পোষ্টে কোন ভুল থাকলে দয়া করে মাপ করে দিয়েন, আর প্লিজ কমেন্টে লিখে ভুলগুলা শোধরানোর সুযোগ করে দিয়েন।
তাহলে সবাইকে ট্রিকবিডির সাথে থাকার জন্য আমন্ত্রন জানিয়ে আজকে আমি আমার আজকের পোস্ট এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ।
2 thoughts on "samsung ইউজাররা দেখুন কিভাবে আপনার ফোনের apps গুলো internal storage thake memory তে নিবেন"