হ্যালো ব্রো, স্বাগতম, সবাইকে, আমার আজকের আরেকটা নতুন টিউটোরিয়ালে । আশা করি সবাই খুবই ভালো আছেন। ভালো তো থাকারই কথা, কারন trickbd র সাথে থাকলে সবাই খুব ভালো থাকে । আর ভালো থাকার জন্যই মানুষ ট্রিকবিডিতে আসে।
চলুন শুরু করা যাক।

অনেকসময় আমরা ফোনের browser দিয়ে কোনো কিছু download দেওয়ার সময়ে দেখি যে যতটুকু সময় আপনি ব্রাউজার open করে রাখেন, ততক্ষণ পর্যন্ত download হতে থাকে l কিন্তু browser থেকে বের হলেই download stopped/incrurrapted/paused এইগুলা দেখায় l এই সমস্যা সবচেয়ে বেশি হয় uncommon ব্রাউজার গুলো তে l তো আজকে আমি আপনাদেরকে এই সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব l

তাহলে চলুন পোস্টটা দেখে নেওয়া যাক :

এই problem টি মূলত 2 টা কারণে হয়:
1. ফোনে ultra data saving mode/ samsung max vpn on করা থাকলে
2. battery optimisation থাকলে l
3. browser update করা না থাকলে l

☆ 1st problem’s solution:

কিছুই না, জাস্ট ultra data saving mode টি off করে দেন l

☆2nd problem’s solution:
1.প্রথমে settings এ যান l optimize লিখে সার্চ করুন l

2. optimize battery use option এ ক্লিক করুন l

3. dropdown menu থেকে all select করুনl

4. উপরের 3 লাইন এ ক্লিক করুন l

5. এইবার যেই apps টি দিয়ে আপনি download করতে পারছেন না, ওই apps এর নামে search দেন l যেমন আমি chrome, Internet লিখে সার্চ করেছি l আপনার apps টি আশার পরে এই বাটন এ ক্লিক করে off করে দিন l

বাস, কাজ শেষ l আশা করা যায় আপনি এবার আপনার ফোনে ইচ্ছেমতো ডাউনলোড করতে পারবেন l

আশা করি tricks টি আপনার কাজে লাগবে।

তো তাহলে আমার আজকের পোষ্ট এই পর্যন্তই।

trickbd তে আমার আরেকটা post: samsung ইউজাররা দেখুন কিভাবে আপনার ফোনের apps গুলো internal storage thake memory তে নিবেন
মানুষ মাত্রেই ভুল হয় , তাই পোষ্টে কোন ভুল থাকলে দয়া করে মাপ করে ‍দিয়েন, আর প্লিজ কমেন্টে লিখে ভুলগুলা শোধরানোর সুযোগ করে ‍দিয়েন।

আর নিত্য নতুন ট্রিক্স এবং free fire সম্পর্কিত যেকোন আপডেট পেতে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইভ করে সাথেই থাকুন।


আর যেকোন প্রবলেমে ফেসবুকে আমি

তাহলে সবাইকে ট্রিকবিডির সাথে থাকার জন্য আমন্ত্রন জানিয়ে আজকে আমি আমার আজকের পোস্ট এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ।



Leave a Reply