দ্য মঙ্ক হু সোল্ড হিজ ফেরারি বই রিভিউঃ
বর্তমান সময়ের আন্তর্জাতিক সেরা একজন লেখক রবীন শর্মা। পৃথিবীর প্রতিটা ব্যাক্তির ই কোনো না কোনো প্রতিভা রয়েছে, এই বইটি আপনার ভিতরে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভা কে দেখতে সাহায্য করবে।
গল্পটা মূলত এক যুবক কে নিয়ে। তার টাকা পয়সা, বাড়ি, গাড়ি কিছুই অভাব ছিলো না। শুধু তার জীবনে সুখ ছিলো না। তাই সুখের সন্ধানে সে সব ছেড়ে সন্নাসীদের কাছে চলে যায় এবং তার প্রিয় ফেরারি গাড়ি টি ও বিক্রি করে দেয়। সন্ন্যাসীরা তাকে জীবন সম্পর্কে অনেক গাইডলাইন দিয়েছিলো। সেই গাইডলাইনগুলো তার জীবনে সুখ শান্তি ফিরে পেয়েছিলো। খুবই চমৎকার একটি মোটিভেশনাল বই। এ বইটি যে কোন মানুষের জীবনে পরিবর্তন, সুখ, শান্তি বয়ে আনতে সাহায্য করবে।
দ্য মঙ্ক হু সোল্ড হিজ ফেরারি বইয়ের সূচিপত্রঃ
অধ্যায় ১ঃ জাগরনী।
অধ্যায় ২ঃ এক রহস্যময় সাক্ষাপ্রার্থী।
অধ্যায় ৩ঃ জুলিয়ন ম্যান্টেলের হঠাৎ অত্যাশ্চার্য পরিবর্তন।
অধ্যায় ৪ঃ সিভানার সন্ন্যাসীদের সঙ্গে জুলিয়নের সাক্ষাৎ
অধ্যায় ৫ঃ সন্ন্যাসীদের কাছ থেকে আধ্যাত্মবাদের শিক্ষা লাভ।
অধ্যায় ৬ঃ নিজেকে ভেঙে একেবারে বদলে ফেলার জ্ঞান।
অধ্যায় ৮ঃ জ্বালাে আপন প্রাণের আলাে।
অধ্যায় ৯ঃ আত্মপরিচালনার প্রাচীন কৌশল।
অধ্যায় ১০ঃ সুশিক্ষা আর সুশৃঙ্খলতার শক্তি।
অধ্যায় ১১ঃ জীবনের এক অত্যধিক মূল্যবান বস্তু।
অধ্যায় ১২ঃ জীবনের অতি চরম উদ্দেশ্যে।
অধ্যায় ১৩ঃ চিরন্তন আনন্দের ও সুখের কালােত্তীর্ণ নীতিসমূহ।
জ্ঞানালােকদীপ্ত জীবনধারণের সাতটি কালাতীত গুণাবলি।
রবিন এস শর্মার ব্যক্তিগত শিক্ষণ পরিষেবা।
দ্য মঙ্ক হু সােল্ড হিজ ফেরারী প্রশংসাজ্ঞাপক ম্যাসেজ।
বিশ্বসেরা আত্মউন্নয়নমূলক বইয়ের তালিকা।
বইয়ের নামঃ দ্য মঙ্ক হু সােল্ড হিজ ফেরারী
বইয়ের লেখকঃ রবিন এস শর্মা
অনুবাদকঃ রুদ্র বাইয়ান
পৃষ্ঠা সংখ্যাঃ ১৬০ টি।
বইয়ের ধরনঃ আত্ম-উন্নয়নমুলক
পিডিএফ সাইজঃ ১২ মেগাবাইট প্রায়।
আরো পড়ুনঃ ১। ছেলে সন্তান পেটের কোন দিকে থাকে | ছেলে সন্তান পেটের কোন দিকে নড়ে?
২। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নামগুলো অর্থসহ | জান্নাতি মহিলা সাহাবীদের নামগুলো
আমার ওয়েবসাইটটি ভিজিট করার আমন্ত্রণ রইলো www.puretrick99.com
বিয়ের প্রথম দশ রাত – মুফতি মিযানুর রহমান pdf এই বইটি দিতে পারবেন?