ওরা টোকাই কেন বই রিভিউঃ
আমাদের সমাজের অধিকাংশ মানুষ ঠিকমতো বস্ত্র পরিধান করতে পারেনা, ঠিকমতো নিজের চিকিৎসা করতে পারেনা। ৩ বেলার ২ বেলা খেয়ে, পরের বারে খাবার মতো অন্ন থাকেনা; আশ্রয়ের জন্য ভালো একটি ঘর তৈরি করতে পারেনা শুধুমাত্র টাকার অভাবে।
তাদের এই অভাব সমাজব্যবস্থার ফল, কারন আমাদের সমাজব্যবস্থায় মানুষ মানুষকে শোষণ ও জুলুম করেই চলেছে। জুলুম ও শোষণকারীরের সাহায্য করছে রাজনৈতিক পরিস্থিতি। অনেক বেদনাবোধ নিয়ে লেখিকা এই বইটি লিখেছেন। বইটিতে ৬ টি ঘটনা রয়েছে, প্রতিটি ঘটনাই অনেক সুন্দর করে নিজের মতো করে তুলে ধরেছেন।
বইয়ের নামঃ ওরা টোকাই কেন
পৃষ্ঠা সংখ্যাঃ ৮০ টি।
বইয়ের ধরনঃ রাজনীতি বিষয়ক বই
পিডিএফ সাইজঃ ৭ মেগাবাইট প্রায়।
ডাউনলোডঃ Read Online / Download
আরো পড়ুনঃ ১। ছেলে সন্তান পেটের কোন দিকে থাকে | ছেলে সন্তান পেটের কোন দিকে নড়ে?
২। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নামগুলো অর্থসহ | জান্নাতি মহিলা সাহাবীদের নামগুলো
আমার ওয়েবসাইটটি ভিজিট করার আমন্ত্রণ রইলো www.puretrick99.com
বইঃ মন ও মানসিকতা
লেখকঃ ডঃ মেহতাব