» আগামীকাল ৭৫ লক্ষ ডোজ টিকা ইউনিয়ন পরিষদ,উপজেলা পরিষদ,সিটি কপারেশনে টিকা ক্যাম্পেইনের মাধ্যমে ১ম ডোজ ২৫ বয়সোধ নাগরিকদের দেওয়া হবে ।
» টিকা পেতে এনআইডি কাড এবং টিকা কাড সাথে নিয়ে যেতে হবে । অথাৎ ব্যাক্তির জাতীয় পরিচয় পত্র এবং টিকাকাড সাথে নিয়ে যেতে হবে । ২৫ বছরের কম নাগরিকদের টিকা দেওয়া হবে না ।
» সারাদেশে টিকা কাযক্রম ক্যাম্পেইন সকাল নয়টায় শুরু হবে এবং টিকা শেষ না হওয়া পযন্ত টিকা দেওয়া হবে ।
» সকাল ৯টা থেকে ১১টা পযন্ত ৫০ বয়সোধ নাগরিক,প্রতিবন্ধি,নারীদের অগ্রাধিকার রয়েছে । অথাৎ তারা আগে আগে টিকা নিতে পারবেন ।
» গভাধারী ও দুগ্ধদানকারী নারীদের টিকা দেওয়া হবে না । তাই তারা টিকা কেন্দ্রে যাবে নি ।
» সবাইকে অবশ্যয় মাক্স পরিধান করতে হবে । মাক্স ব্যাতীত কাউকে টিকা দেওয়া হবে না । এমনকি সাস্থ্য অধিদফতর জানিয়েছে টিকা গ্রহণের সময়ও মাক্স পরে যেতে হবে ।
» এসএমএস-এর মাধ্যমে রেজিস্টারকৃত ব্যাক্তির টিকা কেন্দ্র নিশ্চিত করে দেবে । অথাৎ মেসেজে ব্যাক্তির নাম ও টিকা গ্রহনের তারিখ এবং টিকাকেন্দ্র উল্লেখ করা দেওয়া হবে । মেসেজে যে টিকা কেন্দ্র দেওয়া থাকবে ঠিক সেই টিকা কেন্দ্র থেকে ব্যাক্তি টিকা গ্রহণ করবে ।
» আগামীকাল ১ম ডোজের টিকা দেওয়া হবে । ২য় ডোজের টিকা পরবতী মাসে ক্যাম্পেইন করে দেওয়া হবে ।
–সূত্র:-স্বাস্থ্য অধিদফতর ।
যেমন: এসাইনমেন্ট পোস্ট, বিভিন্ন নিউজ।
অর্থাৎ, মানে ঘাটতি থাকলে এগুলোতে কোনো রিওয়ার্ড এড হবেনা।
আর যারা ভালো পোস্ট করবে তাদের পোস্টে এসব পোস্টের টাকাও এড হয়ে যাবে।
অর্থাৎ, ভালো লেখকরা তাদের ন্যায্য সম্মানী পাবে।
পাশাপাশি T-Expert-রা লেখার মানের বিচারে মাঝেমাঝে বোনাস ও পাবেন।
নোটিশটি পরিচিত লেখকদের সাথে শেয়ার করুন।