হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই Trickbd নতুন এই পোস্টে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামীনের অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভাল আছেন।

প্রায় এক বছর যাবত অনলাইনের বাহিরে ছিলাম তাই পোস্ট করতে পারেনি আশা করি এখন থেকে নিয়মিত কিছু না কিছু শিখতে পারব এবং শেখাতে পারবো

আমরা যারা Free fire/Pubg গেম খেলি সবাই কিন্তু Vpn ইউজ করতে হয় WiFi ইউজার ব্যতীত কারন তো একটাই বাংলাদেশ এই দুই গেম ব্যান্ড আছে ।

এখন কথা হল যাদের ফোন কম দামি অথবা 1/2 জিবি রেম দিয়ে গেম খেলি তাদের জন্য VPN ইউজ করা কতটা কষ্টকর সেটা আমি বুঝি ভাই আপনাদের কথা চিন্তা করি অনেক ভালো একটা SYSTEM বের করছি এই দুটি GAME খেলার জন্য।

আমি জানি বিগত দিনে TrickBD এ নিয়ে পোস্ট হয়েছিল কিন্তু এই সিস্টেম ফলো করে যে Free fire/ Pubg এর মতন গেম খেলা যাবে সেটা হয়তো অধিকাংশ player জানে না

তো নিচে কিছু screenshot দিয়ে দিচ্ছি ওইগুলা follow করেন আশা করি 100% আপনারা ভালো নেটওয়ার্কে গেম খেলতে পারবেন VPN Apps ছাড়াই

প্রথমে আপনারা এই ওয়েবসাইটে ভিজিট করেন

VPN Free Website


PPTP VPN Asia নামে যে অপশন দেখতে পারছেন ওই অপশন এ ক্লিক করেন।


এখন একটু নিচে চলে আসেন এখন নিশ্চয়ই Screenshot এর মত অপশন দেখতে পারতেছেন এখানে যে country গুলো রয়েছে যে কোন Country Vpn কানেক্ট করতে পারবেন ।

যেহেতু আমরা Game খেলব তাই আমরা India Vpn কানেক্ট করব কারণ এই County connect করলে নেটওয়ার্ক অনেক ভালো পাওয়া যায় তাই ক্লিক করুন। India (Show)


Create India PPTP account নামে এই অপশন একটু নিচে আসলেই পেয়ে যাবেন এই অপশনে ক্লিক করে দিন।


এখন ঘাবরাবেন না username এবং password খুঁজতে কোথাও যেতে হবে না ।
Username এর জায়গায় আপনার ইচ্ছামত একটা নাম দিয়ে দেন যেমন:- ( Trickbd12, trickbd322) অবশ্যই article এর সাথে নাম্বার থাকতে হবে দুই সংখ্যা কম হলে।

Password এর জায়গায় একই রকম article এর সাথে দুই সংখ্যার Number থাকতে হবে।

পরের যে Box দেখতে পারতেছেন calculator একটু হিসাব করে সংখ্যা বসিয়ে দিন।

সব কাজ শেষ হয়ে গেলে ক্লিক করুন ( Create PPTP Vpn India)


এবার একটু ফোনে setting বাটন ক্লিক করে internet connection এ ক্লিক করে অথবা আমার মতন যদি এরকম আপনারে দেখায় VPN তাহলে ক্লিক করে দিন অথবা খুঁজে বের করুন এই VPN অপশন ।


+ADD VPN অপশনে ক্লিক করে দিন।


এখানে আপনার সঠিক information দিতে হবে আমি যে জায়গাগুলো মার্ক করে দিয়েছে এই গুলার দিকে একটু লক্ষ করুন এবং নিচে আর একটা স্ক্রিনশট দিচ্ছি ওই গুলোর দিকে ফলো করুন তাহলে সঠিক জায়গা গুলোতে সঠিক information বসাতে পারবেন।


এখানে যা information গুলা আছে ওইগুলো ফোনের সেটিং এর Vpn গিয়া সব কাজ গুলো ঠিকঠাক মতো করেন তারপর উপরের Screenshot Follow করুন।


সব কাজ ঠিকঠাক মত হয়ে গেলে তারপর Vpn on করেন দেখেন connect হয়ে যাবে প্রথমবার না হলে দুই একবার Try করলে হয়ে যাবে।

টাইপিং করে যতটুকু বোঝানো সম্ভব আমি চেষ্টা করেছি তাও যদি বুঝতে অসুবিধা হয় নিচে ইউটিউব এর ভিডিও লিংক দিয়ে দিয়েছি আপনারা একটু কষ্ট করে ভিডিও দেখে কাজ করে নিবেন তাহলে আর প্রবলেম হবে না

Video For YouTube

ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

Subscribe Now

   

সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এবং TrickBD আরো এগিয়ে নিতে সাহায্য করুন।

37 thoughts on "VPN ছাড়াই Free fire/Pubg গেইম খেলেন আপনার ফোনে থাকা গোপন সেটিং এর মাধ্যমে।"

  1. Ahmed Afnan Author says:
    ঘুরেফিরে তো একি হলো।
    আর এসব এর স্পিড খুব কম।
    1. Hossain Ahmed Numan Author Post Creator says:
      না ভাই স্পিড অনেক ভালো তবে অনেক সময় খারাপ নেটওয়ার্ক থাকে তখন নতুন করে আরো একটি ইউজার create করলে ভালো নেটওয়ার্ক পাওয়া যায় আমার সব বন্ধুরা এই নিয়মে গেম খেলে
  2. BD TECH Author says:
    ভালো আছি ভাই । ভাই একটা প্রশ্ন স্কিনশট কি দিয়ে এডিট করেন ?
    1. Hossain Ahmed Numan Author Post Creator says:
      PixelLab YD অ্যাপস দিয়ে অ্যাপস আমি ট্রিকবিডি থেকে নিয়েছিলাম একমাস আগে একজন রাইটার এ নিয়ে একটা টিউটোরিয়াল দিয়েছিল তার অ্যাপস দিয়ে এডিট করেছি
  3. MD FAYSAL Contributor says:
    speed বাজে এর থেকে ভালো মানের vpn download করাই ভালো
  4. MD FAYSAL Contributor says:
    speed বাজে এর থেকে ভালো মানের vpn download করাই ভালো
    1. Hossain Ahmed Numan Author Post Creator says:
      উপরের একটা কমেন্টে আমি বলে দিয়েছি ভাই সব সময় স্পিড পাবেন না তবে তাদের phone 1/2 GB Ram তারা ভিপিএন কিভাবে ইউজ করবে এমনিতেই lag করে ফোন তার মধ্যে vpn সেটা কেমন কষ্ট করে সেটা আপনি হয়তো বুঝবেন না
  5. mdhridoy Contributor says:
    Vaiya game to khala jay.! Server error ar jonno ki korta pari???.
    1. Hossain Ahmed Numan Author Post Creator says:
      এটা কোন বড় সমস্যা না দুই তিনবার ট্রাই করলে ঠিক হয়ে যায়
  6. MD Nazmul Islam Contributor says:
    Game a dukha e jay na ?
    1. Hossain Ahmed Numan Author Post Creator says:
      VPN সঠিকভাবে কানেক্ট হলে গেইম এ ঢুকতে পারবেন অন্যথায় ঢুকতে পারবেন না তবে ভিপিএন ছাড়া শুধুমাত্র ওয়াইফাই ইউজাররাই খেলতে পারে
  7. SagorSrkian Author says:
    Ami to kono VPN charay PUBG khelte parsi… ?
    1. Rakib Author says:
      আপনে একা না অনেকে খেলতেছে > wifi & tt sim user রা ??
    2. Hossain Ahmed Numan Author Post Creator says:
      WiFi ইউজাররা সবাই ভিপিএন ছাড়া গেম খেলতে পারে
    3. SagorSrkian Author says:
      ? What a co incident ? amar Wifi and TT sim
    4. KM_Nerob Contributor says:
      অনেক দিন পর লগিন করেছি , ভাবতেও পারিনাই বন্ধু তুই এখনো এই সাইটে এক্টিভ আছিস
  8. MD FAYSAL Contributor says:
    Teletalk sim দিয়া vpn ছারাই এখন গেম চলে অস্থির??
    1. Hossain Ahmed Numan Author Post Creator says:
      যদি সত্যি কাজ করে তাহলে আপনার এই গুরুত্বপূর্ণ তথ্য জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ??
    2. SagorSrkian Author says:
      Teletalk Sim dia PUBG TDM hanger, warhouse khelle gamer er vitor kauke dekha jai na but tara fight korse erokom glich hoy amar. ? Faltu sim for gaming.
  9. K M Faruk islam Author says:
    টাইটেলে বললেন VPN ছাড়া, আবারভপণ কানেক্ট করলেন। ভাই কি নতুন অ্যান্ড্রয়েড ইউজার নাকি?
    1. Hossain Ahmed Numan Author Post Creator says:
      (কমেন্ট দেখে ভালো লাগলো এই প্রথম কেউ আমার কোন পোস্টে পোস্টের বিপক্ষে কমেন্ট করলো)

      মনে হয় আপনি ভালো করে পোস্ট পরেন নাই টাইটেল দেখেই
      কমেন্ট করতে চলে আসছেন

      এখানে পোষ্টের মধ্যে বলা হয়েছে যাদের ফোন কম দামি তাদের জন্য এই টিউটোরিয়াল

      দামি ফোন ইউজ করে তাদের কষ্ট বুঝবেন কিভাবে।

  10. Maruf Author says:
    আমি gp সিম দিয়ে কোন রকম ভিপিএন ছাড়াই পাবজি খেলি
    1. Hossain Ahmed Numan Author Post Creator says:
      এমনটা হওয়ার কথা না তাও আপনার হচ্ছে এটা আপনার কপাল একেবারে আমাদের উঠান এর মতন বড়
  11. Mukhlesur Rahman Author says:
    ধন্যবাদ ভাইয়া অনেক ভালো লাগলো
    1. Hossain Ahmed Numan Author Post Creator says:
      আপনাদের ভাল লেগেছে দেখে সত্যিই আনন্দিত ধন্যবাদ
  12. ariful islam kosto Contributor says:
    Vay amar south korea vpn lagba kintu oikhane nay daksi
    1. Hossain Ahmed Numan Author Post Creator says:
      এ সম্পর্কে যথেষ্ট কম আইডিয়া আছে আমার আশা করি অন্য কেউ আপনাকে সাহায্য করতে পারবে
  13. K M Faruk islam Author says:
    আগে টাইটেল ঠিক করেন। টাইটেল সাথে পোস্টের মিল নাই। ভিপিএন ছাড়া নয়। বলেন থার্ড পার্টি ভিপিএন অ্যাপ ছাড়া।

    ভুল করে আবার দোষারোপ করেন।

    1. Hossain Ahmed Numan Author Post Creator says:
      দিনরাত কষ্ট করে পোস্ট লিখব আর সেটা যদি কেউ না পড়ে তখন পোস্ট করতে কি আর মন চায় আলহামদুলিল্লাহ যতগুলা পোস্ট করেছে সবগুলাই Hot পোস্টে এসেছে আজ পর্যন্ত যতগুলো করেছি একটাও বাদ নেই।

      টাইটেল এর মধ্যে মিথ্যা কিছু বলি নাই জাস্ট কথা একটু উল্টো ভাবে বলেছি

  14. Juel Contributor says:
    Nice post Ask2Ans এ স্বাগতম, যেখানে আপনি প্রশ্ন করতে পারেন এবং গ্রুপের অন্যান্য সদস্যদের কাছ থেকে উত্তর পেতে পারেন। Ask2Ans
    1. Hossain Ahmed Numan Author Post Creator says:
      কমেন্টের মধ্যে লিংক শেয়ার করবেন না এতে কমেন্টের সৌন্দর্য নষ্ট হয় আশা করি বুঝতে পারছেন ভাইয়া
  15. imriyad Contributor says:
    edaning 1111 onek valo korce, kono latency nai
    1. Hossain Ahmed Numan Author Post Creator says:
      এইটা ভালো তবে আপনি আপনার টিমমেট এর সাথে অনেক সময় কথা বলতে পারবেন না কথা বললে সাউন্ড যাবে না কারো কাছে
  16. K M Faruk islam Author says:
    ধুর মিয়া আপনাকে তো বোঝানোই মুশকিল। সত্য মিথ্যা কে বলেছে। আপনি বলছেন ভিপিএন ছাড়া, তাই তো?

    কোন থার্ড পার্টি অ্যাপ কানেক্ট করলেও সেটা ভিপিএন আবার ফোনের ডিফল্ট সেটিংস থেকে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করলেও সেটা ভিপিএন। এই দুইটার মধ্যে শুধু একটা ফোনের ডিফল্ট সেটিংস আর অন্যটি থার্ড পার্টি অ্যাপ। যেভাবেই কানেক্ট করেন না কেনো, সেটা কে ভিপিএন বলে।

    এর পরেও যদি না বুঝতে পারেন, তাহলে করার কিছু নাই।

    1. Hossain Ahmed Numan Author Post Creator says:
      বুঝতে পারছি ভাই যাই বলেন এগুলা নিয়ে এত চিন্তা ধারা করি নাই তবে যাদের কম দামি ফোন আমার আশেপাশের মানুষগুলো আছে সবাই ভাল পারফরম্যান্স পাচ্ছে এটাই অনেক এখন ভিপিএন আর ভিপিএন না এগুলা নিয়ে তো আর তর্ক করে লাভ নাই একজনও যদি উপকৃত হয় তাহলে আমার কাজে আমি সার্থক
  17. K M Faruk islam Author says:
    সব ক্ষেত্রে আবেগ কে প্রাধান্য দিবেন না। আপনার সাথে তর্ক করতে কে চাচ্ছে শুনি?
    শুধু আপনার ভুল টা ধরিয়ে দিয়েছি। আপনাকে বোঝাতে চেয়েছি, একটু ভুল করেছেন। অন্যায় করেননি। ভুল হতেই পারে।

    আজব মানুষ তো আপনি….আরও জানার আছে আপনার।

  18. Zihan Ahmed Contributor says:
    পোস্ট ভিউয়ের জন্য টাইটেল এমন দেয়া উচিৎ হয়নি পার্সোনালি আমি expect করেছিলাম হয়তো ভিপিএন এর বিকল্প হবে বাট ঘুরে ফিরে একি তো হলো? যাইহোক টাইটেল টা একটু খেয়াল রাখবেন ধন্যবাদ পোস্ট করার জন্য

Leave a Reply