আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই। আশা করি সবাই ভালো আছে। ২ দিন আগে থেকে বিশ্বকাপ শুরু হয়ে গিয়েছে। এই বার এর বিশ্বকাপ কোয়ালিফায়ার্স রাউন্ড এ বাংলাদেশ এর মোট ৩টি খেলা রয়েছে। তার একটি ম্যাচ আলরেডি অনুষ্ঠিত হয়ে গিয়েছে। তাছাড়া অনান্য দলেরো ম্যাচ রয়েছে।
উক্ত ম্যাচ গুলো আপনার ফোনে কিভাবে দেখবেন।
বাংলাদেশ এ এই বার গাজি টিভি YouTube এ রাবিটহোল এর সৌজন্যে খেলা প্রচার করার কোন অনুমোদন পাই নি। কারণ ICC নীতিমালা স্পষ্ট ভাবে লিখা আছে যে কেউ YouTube লাইভ করার রাইট পাবে না। তাই GTV YouTube লাইভ না করে Rabbitholbd তে ৯৯ টাকা ১ মাস এর সাবক্রিপশনে খেলা দেখার আয়োজন করেছে। আমাদের মত মধ্যবিত্ত দেশ এর মানুষ যারা দিন আনে দিন খায়, তাদের কাছে ৯৯টাকা সাবক্রিপশন অনেক বড় একটি যন্ত্রণাদায়ক সাথে MB খরচতো আছেই। । তাছাড়া তারা কোয়ালিটি অপশন ও রাখে নি। তাই হুর হুর করে অনেক mb খরচ হয়ে যাবে। তাদের বাংলাদেশ এ রাইট থাকার স্বত্ত্বেও তারা তাদের ভিডিও তে ওয়াটার মার্ক ব্যবহার করছে। তা সত্যি অপেশাদারিত্ব। যেখানে hotstar সাবক্রিপশন এ বাংলা সহ অনান্য ভাষায় ওয়াটার মার্ক ছাড়া লাইভ দেখাচ্ছে সেখানে GTV 99tk নিয়ে উলটা টা করছে।
যাই হোক এত কথা বাদ দিয়ে যে ভাবে ৯৯টাকা সাবক্রিপশন ছাড়া ফ্রিতে বাংলাদেশ এর খেলা দেখবেন সেই কথায় আসি।
প্রথমে Link থেকে DurbinLIVE আপ্পস টি ডাউনলোড করে নিন লিংকঃ
Download link
তারপর ইন্সটল করার পর ভিতর থেকে উপরের ICC T20 লিখায় ক্লিক করে খেলা দেখতে পারবেন। নিচের স্কিনশর্ট এর মতো।
দেখতে পারবেন বিভিন্ন কোয়ালিটি তে তার জন্য
প্রথমে চ্যানেল প্লে করে নিচের দেখানো স্থানে ক্লিক করুন
তার পর দেখবেন কোয়ালিটি যে টা ভালো লাগে সেটা সিলেক্ট করুন
অথবা যারা পিসি চালান তারা নিচের ওয়েবসাইট থেকে ও লাইভ খেলা দেখতে পারবেন।৷ লিংকঃ
ICC world Cup link
এবং
GTV Link
নিশ্চন্তে খেলা দেখুন। আর বাংলাদেশ এর জন্য সবাই দোয়া রাখবেন।
ধন্যবাদ।
কোন প্রভলেম হলে টেলিগ্রাম এ অভিযোগ করুনঃ
এটা আমার লাইসেন্স সোর্স, তাই প্লেস্টোর apps দিতে পারছি
This app is not available for any of your devices
ভাইসব সবাই এই এপ থেকে দুরে থাকুন।
আর বিদেশি কত apps কত কিছু চুরি করে তাতে সমস্যা নাই।
ভাই এটা ১০০% নিরাপদ,, ট্রিকবিডিতে আমি খারাপ কিছু পোস্ট করি না।
আর ওমর দা আপনি আপনি তাহলে স্বীকার করছেন যে এই এপ তথ্য চুরি করে তাই তো?
লাইভ টিভি দেখার জন্য বাংলাদেশ থেকে HD Stremz এপ এর জুড়ি নেই।
Open Challenge
আর HD stream ডাটা চুরিতে উস্তাত। সেই আপস ফোনের ডাটা তো নেই, সেই ফোন দিয়ে ক্রিপটো মাইনিং করে। তাই দুই দিন পর পর apps হামফুল দেখায় ?
reported.
Are you stealing data?
Because there is no need for storage permission in streaming apps.
And apps are not launched without permission.
soo…..??
No scope any personal data,..