Movie: No Mercy (2010)
IMDB: 7.5
Cast: Frank M. Ahearn,Hye-jin Han,Nam Kyung-eub
Genre: Crime, Drama, Thriller
আমার জীবনে দেখা সেরা একটি মুভি। এ মুভি নিয়ে অসংখ্য রিভিউ লেখা হয়ে গেছে। কিন্তু এমন একটা মুভির হাজার হাজার রিভিউ লেখা হলেও এটাকে সঠিকভাবে বিশ্লেষণ করা সম্ভব নয়। কারণ মুভিটা অনিন্দ্যসুন্দর! একটা পারফেক্ট মুভির যত গুনাগুণ থাকা প্রয়োজন তার সবই এ মুভিতে বিদ্যমান। চমৎকার ডিরেকশন,পাওয়ারফুল স্টোরিলাইন এবং সবশেষে কাপাকাপি অভিনয়। নিজেই নিজেকে প্রশ্ন করি মুভি কিভাবে এতো সুন্দর আর চমৎকার হয়!
মুভির শুরুতেই দেখা যায় যে নদীতীরে একটি মেয়ের দেহের বিভিন্ন অংশের খণ্ডিত লাশ পাওয়া যায়। সাউথ কোরিয়ান গোয়েন্দা সংস্থার একজন ফরেন্সিক ডাক্তার এবং তারই স্টুডেন্ট ও একই গোয়েন্দা সংস্থার একজন জুনিয়র ডিটেকটিভ এই লাশের কেস নিয়ে কাজ করছে। লাশের অটোপসির পরে তারা কিছু প্রমাণ সংগ্রহ করতে সমর্থ হয় এবং এর ভিত্তিতে তারা একজন অপরাধীকে গ্রেফতার করে। অপরাধী প্রথমে সবকিছু অস্বীকার করলেও পরবর্তীতে কিডন্যাপ ও খুনের দায় স্বীকার করে। কিন্তু ব্যাপারটা কি আসলেই এতো সিম্পল! অপরদিকে ঐ একই সময়ে ডাক্তারের মেয়ে ১৩ বছর পরে আমেরিকা থেকে পড়াশুনা শেষে কোরিয়াতে ফেরার কথা থাকলেও সে এয়ারপোর্টে আসে না। বরং ডাক্তার সেখানে একটা চিঠি পায়। এর পর থেকেই মুভিটা ভিন্নমাত্রা নেয়া শুরু করে। বের হয়ে আসতে থাকে একের পর এক জঘন্য ও অবর্ণনীয় সত্য!
অনেকের কাছে মনে হতে পারে আমি মুভিটার অনেককিছু বলে ফেলেছি, তাই হয়তো দেখে মজা পাবেন না! কিন্তু একবার দেখলেই বুঝবেন যে মুভিটা কেবল ওখান থেকেই শুরু! এর পরে শুধু একের পর এক ধাক্কা খাওয়ার মতো টুইস্ট! ক্লাইমেক্স পার্ট পুরাই মাথানস্ট! যতই চেষ্টা করেন মুভির শেষ ২০ মিনিটের আগে টুইস্ট গেস করতে পারবেন না। মুভিতে সাধারনত মূল অভিনেতার কারণে ভিলেন আড়ালে ঢাকা পড়ে যায়।কিন্তু এই মুভিতে এমন কিছুই হবে না। বরং ভিলেনটাকে আমার একটু বেশিই ভালো লেগেছে। সে যখন বারবার লাঠি দিয়ে ফ্লোরে আঘাত করছিল তখন আচমকাই কেন জানি আমার মনে এক অদ্ভুত উত্তেজনা আর ভয় কাজ করছিল। সাধারণত খুব কম মুভিতেই অভিনেতাদের অভিনয়কে অনুভব করা যায়!
কিন্তু এই মুভির মূল অভিনেতা আর ভিলেনের অভিনয়কে আমি অনুভব করতে পেরেছি! প্রতিশোধের আগুন যে কতোটা জ্বালাময়ী হতে পারে তা এ মুভি না দেখলে কেউ বুঝবেন না! মুভিতে নায়কের জন্য আপনার খারাপ লাগবে,আবার ভিলেনের জন্যও লাগবে! এ মুভি না দেখলে জীবনে অনেক বড় একটা মিস করবেন। এ মুভিটা দেখার পর হয়তো কিছুদিন আপনার অন্যান্য মুভি ভালো নাও লাগতে পারে! মুভির নাম রাখা হয়েছে-“নো মার্সি”।আসলেই মুভিতে কেউ কাউকে ক্ষমা করেনি, এমনকি নিজেকেও না!
বি.দ্র.-প্রাপ্তবয়স্ক ও সবলচিত্তের মানুষ ব্যতিত অন্যদের এ মুভি না দেখাই ভালো।কারণ মুভিতে অতিমাত্রায় ভায়োলেন্স রয়েছে।
Download Link: এখান থেকে মুভিটি ডাউনলোড করুন
এখান থেকে মুভিটির বাংলা সাবটাইটেল ডাউনলোড করুন
One thought on "এখুনি দেখে নিন আমার দেখা কোরিয়াম বেস্ট No Mercy মুভিটি [সাথে আমার দেওয়া রিভিউ]"