আজকের আলোচনার বিষয়টি হলো কিভাবে ২টি ফন্ট মার্জ করবেন।
আমরা তো স্টাইলিশ ফন্ট ব্যবহার করি।কিন্তু সমস্যা তো রয়েই যায়।বাংলা স্টাইলিশ ফন্ট ব্যবহার করলে ইংলিশ ডিফল্ট ফন্ট থেকে যায়।ইংলিশ স্টাইলিশ ফন্ট ব্যবহার করলে বাংলা ডিফল্ট ফন্ট থেকে যায়।তবে এর সমাধান হিসেবে আমি আগের টিউনে দেখিয়েছিলাম যে কিভাবে বাংলা + ইংলিশ স্টাইলিশ ফন্ট একই সাথে ব্যবহার করবেন।কিন্তু আমার শেয়ার করা ফন্ট ফাইল ছিল একটি।সীমাবদ্ধতা থেকেই যায়।
কিন্তু আজ আপনাদেরকে শিখাবো কিভাবে আপনি নিজেই ইংলিশ + বাংলা স্টাইলিশ ফন্ট মার্জ করে তা এপ্লাই করে একই সাথে বাংলা এবং ইংলিশ স্টাইলিশ ফন্ট ইউজ করতে পারবেন।
প্রথম পার্ট :
নিয়ে নিন বাংলা+ইংলিশ ফন্ট একসাথে।
How to merge two fonts?
প্রথমেই আপনার দরকার হবে zfont tools অ্যাপটির।ডাউনলোড করে নিন প্লে স্টোর থেকে।
এখানে ক্লিক করে ডাউনলোড করে নিন lipishree + paicifico ফন্টের জিপ ফাইল
তারপর অ্যাপটি ওপেন করুন
পারমিশন চাইবে,Allow করে দিবেন
তারপর Font Merger এ ক্লিক করুন
তারপর ক্যাপচা আসবে, ক্যাপচা Solve করে Ok তে ক্লিক করুন
তারপর Choose Font 1 এ ক্লিক করুন
তারপর আপনার পছন্দের ইংলিশ স্টাইলিশ ফন্টটি সিলেক্ট করে Ok তে ক্লিক করুন
তারপর Choose Font 2 তে ক্লিক করুন
তারপর আপনার পছন্দের বাংলা ফন্ট সিলেক্ট করে Ok তে ক্লিক করুন
তারপর এখানে ক্লিক করুন
তারপর আপনি চাইলে ফন্টের নাম,ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে পারেন।কিন্তু Overlap on font : 2 সিলেক্ট করতে হবে।তারপর merge font এ ক্লিক করুন
তারপর দেখুন মার্জ হচ্ছে
দেখুন।মার্জ সাকসেসফুল।আপনি ফাঁকা বক্সে বাংলা এবং ইংলিশ লিখে প্রিভিউ দেখতে পারবেন।ফন্টটি এপ্লাই করতে Open In Zfont এ ক্লিক করুন।Zfont অ্যাপটি আপনার ফোনে ইন্সটল থাকা লাগবে।Zfont অ্যাপটি ইনস্টল না থাকলে ডাউনলোড করুন প্লে স্টোর থেকে
দেখুন,আমার ফন্ট চেঞ্জ হয়ে গেছে।
আপনি চাইলে এই মার্জ করা ফন্টটি ডাউনলোড করতে পারেন।ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
আজকের মত এত টুকুই।আগামীতে আরো ভালো টিউন নিয়ে আসার চেষ্টা করবো।ভুল – ত্রুটি ধরিয়ে দিতে ভুলবেন না।আসসালামু আলাইকুম।ভালো থাকবেন।সুস্থ থাকবেন।আল্লাহ হাফেজ।
এপ্পুভ হচ্ছে না কেন?
Tobuo tnx
অনেক ধন্যবাদ ভাইয়া!
অসংখ্য ধন্যবাদ ভাই
❤️❤️ Take Love ❤️❤️
অনেক ধন্যবাদ ভাই?
Device: Samsung A51