অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে লিখতে যাচ্ছি । আজ আমি আপনাদের সাথে আসমানি কিতাব সমূহের বিষয়বস্তু নিয়ে আলোচনা করতে যাচ্ছি । আশা করি সকলে আমার আজকের পোস্ট পড়বেন । ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন ।
কিতাব শব্দের অথ হলো লিখিত বা সংরক্ষিত বস্তু । এ আরও অনেক অথ রয়েছে । যেমন :-গ্রন্থ,পুস্তক বা বই । আর আসমানি কিতাব বলতে ঐ সকল বই বা পুস্তককে বোঝায় যা আল্লাহ তায়ালার কাছ থেকে অবতীণ হয়েছে ।
আল্লাহ তায়ালা মানবজাতির হিদায়াতের জন্য দিকনিদেশনা স্বরুপ আসমানি কিতাব নাযিল করেছেন । আল্লাহ তায়ালা ফেরেশতা জিবরাইল (আ) এর মাধ্যমে রাসুলগণদেরকে কিতাব প্রেরণ করেছেন ।
আসমানি কিতাবসমূহের বিষয়বস্তু :-
আল্লাহ তায়ালা আসমানি কিতাবসমূহে নানা বিষয়ের আলোচনা উপস্থাপন করেছেন । তার কয়েকটি উদাহরণ নিচে দেখানো হলো :-
১। আল্লাহ তায়ালার সত্তাগত পরিচয়
২। আল্লাহ তায়ালার নাম এবং গুণাবলির বণনা
৩। নবি এবং রাসুলগণের বননা
৪। পূববতী জাতিসমূহের বিবরণ
৬। আখিরাত বা মৃত্যুর পরবতী জীবন সম্পকে স্পষ্ট বিবরণ
৭। আকিদা ও তাওহিদ সম্পকে বননা
৮। ইসলামি শরিয়তের বিধি-বিধান সম্পকে বিবরণ
৯। ন্যায় বিচার এবং আইন সংক্রান্ত সকল বিষয়ের বিবরণ
১০। একটি মানুষের প্রয়োজনীয় জীবন বিধান সংক্রান্ত বিবরণ
১১। অবাধ্য মুসলিম ও কাফিরদের পরিণতি সম্পকে বিবরণ ইত্যাদি । আসমানি কিতাব সমূহের সংখ্যা :-
মানবজাতির হিদায়াতের জন্য যুগে যুগে আল্লাহ অনেক নবি রাসুল পাঠিয়েছেন । আর পাঠিয়েছেন আসমানি কিতাবও । আল্লাহ তায়ালা সবমোট ১০৪টি আসমানি কিতাব নাযিল করেছেন । এর মধ্যে ৪টি বড় ও প্রসিদ্ধ আসমানি কিতাব । আর ১০০টি ছোট আসমানি কিতাব । ছোট আসমানি কিতাবগুলোকে সহিফা বলে । বড় আসমানি কিতাবগুলো ও এ কিতাবগুলো কোন কোন নবির উপর নাযিল হয়েছিল তা নিচে দেখানো হলো :-
১। তাওরা – হযরত মুসা (আ)
২। যাবুর – হযরত দাউদ (আ)
৩। ইঞ্জিল – হযরত ঈসা (আ)
৪। কুরআন – হযরত মুহাম্মদ (স)
ছোট আসমানি কিতাবগুলো মোট চারজন নবির উপর নাযিল হয়েছিল । যথা :-
১। হযরত আদম (আ) । তাঁর উপর ১০টি সহিফা নাযিল হয়েছিল ।
২। হযরত শিষ (আ) । তাঁর উপর ৫০টি সহিফা নাযিল হয়েছিল ।
৩। হযরত ইবরাহিম (আ) । তাঁর উপরও ১০টি সহিফা নাযিল হয়েছিল ।
৪। হযরত ইদরিস (আ) । তাঁর উপর ৩০টি সহিফা নাযিল হয়েছিল ।
তো আজ আমার পক্ষ থেকে আপনাদের জন্য এতটুকুই ছিল । আশা করি সকলের পোস্টটি ভালো লেগেছে । আমার আজকের এই পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ । সকলে সুস্থ থাকুন । ভালো থাকুন ।
2 thoughts on "আসমানি কিতাবসমূহের বিষয়বস্তু এবং প্রসিদ্ধ আসমানি কিতাব ও সহিফা"