আসসালামু আলাইকুম ট্রিকবিডিবাসী। আশা করি, আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি একটা অসাধারণ ও কার্যকরী ট্রিকস শেয়ার করবো যেটা ব্লগারদের জন্য খুবই উপকারী হবে।

প্রতিনিয়ত যারা ব্লগার বা ওয়েবসাইট নিয়ে কাজ করে এমন ব্যক্তিদের কিওয়ার্ড রিসার্চ করতে হয়। বর্তমানে ফ্রী কীওয়ার্ড রিসার্চ করার কোনো ভালো টুলস নেই। এ জন্য প্রতি মাসে অনেক পরিমান টাকা মানুষকে গুনতে হয়। আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজে কৌশল খাটিয়ে Ubbersuggest এর সকল টুলস ব্যবহার করতে পারবেন। এখন আমরা দেখব কিভাবে কিওয়ার্ড রিসার্চ করার জন্য ফ্রী টুলস ব্যবহার করে আনলিমিটেড কিওয়ার্ড রিসার্চ করতে হয়।

এজন্য আপনাকে ধাপে ধাপে নিচের স্ক্রীনশটগুলো অনুসরণ করতে হবে।

প্রথমে আপনাকে নিচের দেওয়া লিংকে ক্লিক করে প্রবেশ করতে হবে।

Click here : Ubbersuggest

তারপর নিচের মত আসবে। Enter Keyword এর জায়গায় আপনার পছন্দমত কিওয়ার্ড দিন। এরপর নির্দিষ্ট দেশ ও ভাষা সিলেক্ট করে সার্চ দিন।

এভাবে আপনি প্রতিদিন তিনবার ফ্রী কীওয়ার্ড রিসার্চ করার সুযোগ পাবেন। আপনাকে আনলিমিটেড ব্যবহার করতে হলে একাধিক ব্রাউজার ব্যবহার করতে পারেন অথবা প্রতি তিনবার ব্যবহার করার পর ব্রাউজারের ডাটা ক্লিয়ার করে পুনরায় আপনাকে এভাবে ব্যবহার করতে হবে। এভাবে আপনি আনলিমিটেড ব্যবহার করতে পারবেন।

এরকম আরও দরকারী ও কার্যকরী ট্রিকস ও টিপস খুঁজে পেতে আমার সাইটে ভিজিট করতে পারেন।
সৌজন্যে : Bongotuner.com

ধন্যবাদ শেষ পর্যন্ত পড়ার জন্য! ?

7 thoughts on "এখন থেকে Ubbersuggest দিয়ে আনলিমিটেড Keyword রিসার্চ করুন ফ্রীতে!"

  1. Md Forhad Islam Author says:
    ৩ বার লিমিট ?
    1. Abrar Shahriar Author Post Creator says:
      ব্রাউজারের ডাটা ক্লিয়ার করে চেষ্টা করুন, এছাড়া ভিপিএন ব্যবহার করতে পারেন। ১০০% working bro….
  2. Browser er data clear korar kono proyojon nei. Cookies delete korlei abar 3 bar use kora jai. Na hole check korte paren.
    1. Abrar Shahriar Author Post Creator says:
      ধন্যবাদ তথ্য দিয়ে সহায়তা করার জন্য ?
  3. marajulislam Contributor says:
    কিন্তু এতে সবগুলো ফলাফল দেখা যায় না।
  4. Levi Author says:
    প্রিমিয়াম নেয়ার ট্রিক চাই।

Leave a Reply