আপনারা সবাইকেমন আছেন, আশা করি খুব ভাল আছেনএবং আগামি তে যেন সব সময় ভালো থাকেন Trickbd.com এর পক্ষ থেকে এই কামনা রইলো।
প্রথমেই নিচের লিনক থেকে App টি নামিয়ে নিন।
দিন যতো যাচ্ছে প্রযুক্তি ততো উন্নত হচ্ছে।
আর সেই উন্নত প্রযুক্তির ফল হচ্ছে এন্ড্রয়েড
ফোন। এন্ড্রয়েড ফোন দিয়ে আমরা অনেক
কাজ সহজে করতে পারি এমন কি পড়াশোনা
গেলেন কিন্তু আপনি আপনার সাথে বই নিয়ে
যাবেন?? নিয়ে গেলেও কয়টা বই নিয়ে
যাবেন। চিন্তার কোন কারণ নেই NCTB App
টা আপনার ফোনে থাকলে আপনি যে কোন
সময় আপনার পছন্দমত বই পড়ে নিতে পারেন।
এই App এ আপনি ক্লাস ১ থেকে ক্লাস ১২
পর্যন্ত যে কোন বই ডাউনলোড করে নিতে
পারবেন। যারা ক্লাস ৯-১০ এবং ১১-১২ তে
পড়েন তারা তাদের বিভাগ অনুযায়ী বই
ডাউনলোড করতে পারবেন।
আমার সাইট Trickmela.com ঘুরে আসবেন আশা করি ভাল লাগবে।
One thought on "আপনার এন্ড্রয়েড ফোনের জন্য দরকারি একটা App নিয়ে আবার হাজির হলাম আপনাদের সামনে। আমি বলতে পারি প্রত্যেক শিক্ষার্থী ভাই – বোনের জন্য এটা অনেক প্রয়োজনীয় Apps"