আশা করি আল্লাহ্ সকলকে ভালো রেখেছেন।
সীমাহীন আকাশ আর তার মাঝে ভেসে থাকা অসংখ্য গ্রহ, নক্ষত্র, উপগ্রহ, কতই না সুন্দর। তবে খালি চোখে আমরা এর কিছু মাত্র দেখতে পাই, আবার যা দেখতে পাই তা খুবই খুদ্র আকারে।
এমন সৌন্দর্য মন্ডিত গ্রহ, নক্ষত্র, উপগ্রহ, আরেকটু কাছ থেকে দেখার ইচ্ছাতে যুগে যুগে আবিষ্কৃত হয়েছে অনেক মেশিন, যন্ত্র, প্রযুক্তি। আর এই প্রযুক্তির একটি উন্নত সংষ্করণ হচ্ছে আধুনিক টেলিষ্কপ।
টেলিষ্কপ এর মাধ্যমে অনেক দূরে থাকা গ্রহ, নক্ষত্র, উপগ্রহ গুলোকেও খুব কাছে থেকে পর্যবেক্ষণ করা যায়।
আমারা বাংলাদেশে বসবাস করি, আমাদের দেশের বেশিরভাগ মানুষের ইচ্ছা থাকলেও ১০/২০ লক্ষ টাকা দিয়ে ভালো মাণের টেলিষ্কপ কেনা সম্ভব নয়।
আপনার ফোনের ক্যামেরা যত ভালো হবে আপনি তত ভালো ছবি দেখতে পাবেন।
এই App দিয়ে শুধু দেখা নয়, আপনি চাইলে এটিতে ভিডিও রেকর্ড এবং ছবি তুলে সংরক্ষন ও করে রাখতে পারবেন।
আপনি হয়তো এর আগেও এমন অনেক App দেখতে পারেন তবে এই App টি প্রিমিয়াম ভার্সন।
এই App এ কোন এড দেখার ঝামেলা নেয় এবং এতে রয়েছে Auto Focus, Color Change, Compass, Sun Moon Loc, Location System, Brightness control এর মতো আরো বিশেষ কিছু ফিচার।
অনেক কথা হলো এখন চলুন App টি ডাউনলোড করে ফেলি।
Download Link: App টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
Download Link: Download Telescope pro app
এই App এর একটি ফ্রি ভার্সন ও আছে যেটি আপনি প্লে স্টোর এ পেয়ে যাবেন।প্লে স্টোর থেকে এপ টি ডাউনলোড করতে Telescope লিখে Search করুন।
ধন্যবাদ।
ভবিষ্যতে এরকম কাজ আর না করার অনুরোধ রইলো।
নতুবা ব্যান খাইবেন?
Application parsing error ase
আমি মাত্র আবারো ডাউনলোড দিয়ে install করলাম, সব ঠিক আছে।
SS টি দেখুন https://trickbd.com/wp-content/uploads/2015/08/Screenshot_20220611-180223.png
ফ্রী তে যা পায়ছি,তাই অনেক???
Over slower download speed
6 mb file download time chay 44 minutes
ধন্যবাদ পরামর্শ এর জন্য। পরের বার থেকে অবশ্যই।