আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি।
আপনার বড় ডিসপ্লের ফোন ব্যাবহার করতে আপনাকে দুই হাত ব্যাবহার করতে হয়। যদি আমি বলি আপনার ফোন এক হাতে ব্যবহার করতে পারবেন, মাউস দিয়ে কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করেন যেভাবে।
এটা সম্ভব ! বাড়তি কোনো মাউস এর প্রয়োজন নেই, OTG ব্যবহার করার প্রয়োজন নেই, ফোনে OTG সাপোর্ট না করলেও ব্যবহার করতে পারবেন। এক হাতে আপনার বড় স্মার্টফোন নিয়ন্ত্রণ করতে এটি কার্সার হিসেবে ব্যবহার করতে পারবেন। আপনার বড় স্মার্টফোনটিকে এক হাতে নিয়ন্ত্রণ করতে কম্পিউটারের মতো কার্সার/পয়েন্টারের মতো ব্যবহার করতে পারবেন।মাত্র ২ এমবির একটি ছোট অ্যাপ দিয়ে এটা করতে পারবেন। অফলাইনে ! কোনো ইন্টারনেট ব্যবহার করতে হবে না।
অ্যাপের নাম:- Smart Cursor : One-Handed Mode ব্যবহার করা সহজ:1. স্ক্রিনের নীচের অর্ধেক থেকে বাম বা ডান মার্জিন থেকে সোয়াইপ করতে হবে।
2. নীচের অর্ধেকের এক হাত ব্যবহার করে ট্র্যাকারটি টেনে কার্সার দিয়ে স্ক্রিনের উপরের অর্ধেক পর্যন্ত পৌঁছাতে পারবেন।
দ্রষ্টব্য: যেসব বোতাম ক্লিক করা যাবে, হাইলাইট করা লেখা বা অপশন এসবে সঠিকভাবে কাজ করবে। রেগুলার ব্যবহার করেন যেসব অ্যাপ সেগুলোতে কাজ করে, গেমে ঠিকভাবে কাজ নাও করতে পারে !
এবার দেখুন কিভাবে এই অ্যাপ ব্যবহার করবেন :
এই অ্যাপ এখন আপনার ব্যবহার করার ইচ্ছা হলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন।
এই পোষ্ট এতটুকুই ! এতক্ষণ সময় নিয়ে পোস্ট পড়ার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ?
উদাহরণ :
[b]অ্যাপের নাম:- Smart Cursor : One-Handed Mode[/b]
[img id=780404]
এভাবে।