হ্যালো ট্রিকবিডির দর্শকেরা কেমন আছেন সকলে?
আশা রাখছি অনেক বেশি ভালো আছেন।আর যারা ভালো নেই তারাও এই পোস্ট দেখে ভালো হয়ে যাবেন ইন শাহ আল্লাহ। আজকের পোস্টটাই এমন।বেশি ফালতু বক বক না করে চলুন শুরু করি কাজের কথা।
টাইটেলে তো নিশ্চ্য়ই আপনারা দেখেছেন আজকের পোস্ট টি কি বিষয়ে। আজ আপনাদের মাঝে এমন একটি এ্যাপ শেয়ার করবো যেই app ব্যবহার করে আপনারা অটোমেটিক কল option চালু করতে পারবেন। কিছুটা robot program এর মতো। আপনি যত বার কারো নাম্বার এ কল দিতে চান অটোমেটিক সেই নাম্বার এ ততবার কল যাবে।[ যাই হোক আমি তাদের জন্য পোস্ট লিখি না যারা আলতু ফালতু মন্তব্য করে।আমার পোস্ট দেখে উপকৃত হয়ে লাইক করে আর সুন্দর কমেন্ট করে তাদের জন্য মূলত পোস্টটি বানানো।আশা করি সকলেই একটি করে ‘Like’ করবেন ইনশাল্লাহ ]
প্রথমেই দিয়ে দিচ্ছি এ্যাপ টির ডাউনলোড লিংক:
এখানে ক্লিক করে সরাসরি play store থেকে ডাউনলোড করে নিন।
এ্যাপটি ডাউনলোড হয়ে গেলে এ্যাপটি ওপেন করে নিন।যা যা permission চাইবে allow করে দিন।
যেই নাম্বার এ কল দিতে চান সেই নাম্বার টি বসান।
আপনার ফোনে একাধিক সিম থাকলে যেই সিম থেকে কল দিতে চান সেই সিম select করুন।
এখানে press করুন। তারপর যতবার কল দিতে চান ততো লিখুন।
এখন কল দেওয়ার পালা। Start এ press করলেই কল যাওয়া শুরু হয়ে যাবে।
আশা করি পোস্ট টি আপনাদের অনেক ভালো লেগেছে। এতো কষ্ট করে আপনাদের জন্য পোস্ট লিখি। একটা লাইক আশা রাখছি। পোস্টটি ধৈর্যসহকরে পড়ার জন্য ধন্যবাদ।
সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন। শীঘ্রই আপনাদের মাঝে নতুন পোস্ট নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ আল্লাহ যদি তাওফিক দান করেন।
প্রযুক্তি এবং আরো নিত্যনতুন বিষয় সম্মদ্ধে আপডেট পেতে ট্রিকবিডির সাথে থাকুন।
…………..আল্লাহ হাফেজ।ফি আমানিল্লাহ।…………..
ফেসবুকে আমি:For any problem
অথবা যেকোনো সমস্যার সমাধান পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল এ জয়েন হতে পারেন:
Telegram Channel
5 thoughts on "ফোনের কাছে থেকে বার বার ডায়াল করার দিন শেষ।যেকোনো নাম্বার এ অটোমেটিক কল করুন যত ইচ্ছে তত বার।"