বর্তমান সময়ে বাংলাদেশে লেনদেন করার জন্য মোবাইল ব্যাংকিং সেবাগুলি বেশ জনপ্রিয়তা লাভ করেছে। ২০১০ সাল থেকে বাংলাদেশে মোবাইল ব্যাংকিং সেবা চালু হওয়ার পর থেকে অনেকগুলো মোবাইল ব্যাংকিং সেবা চালু হয়। তবে এর মধ্যে হাতেগোনা কয়েকটি বেশ ভালো অবস্থানে রয়েছে। আর এগুলোতে এখন ধনী গরিব, ছোট বড় অর্থাৎ প্রাপ্ত বয়স্ক বলতে গেলে সকলেরই এখন মোবাইল ব্যাংকিং এর অ্যাকাউন্ট রয়েছে। হাতেগোনা কয়েকটির মধ্যে বাংলাদেশের রাষ্ট্রয়ত্ত্ব মোবাইল ব্যাংকিং সেবা নগদ এখন বেশ ভালো অবস্থানে আছে। আর আপনাদের মধ্যে যাদের এই নগদ অ্যাকাউন্ট রয়েছে তাদের জন্য আমি আজকে একটি সুখবর নিয়ে এসেছি। যা হয়তো পোস্টের শিরোনাম দেখে অনেকে বুঝে গিয়েছেন।

পোস্টের শিরোনামে যা পড়েছেন তা সত্যি। এখন থেকে আপনি নগদের মাধ্যমে ২০ টাকা রিচার্জ করে ১০ টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন তাও আবার একবার বা দুইবার নয় এক মাসের মধ্যে মোট চারবার। তাই চলুন আর দেরি না করে এই ক্যাশব্যাক অফারটি নিতে কি কি করা লাগবে এবং আপনার কি কি যোগ্যতা থাকতে হবে তা জেনে নেই।

অফারের শর্তাবলীঃ

এই ক্যাশব্যাক অফারটি পেতে চাইলে আপনার নিজের একটি নগদ অ্যাকাউন্ট থাকতে হবে। আর ঐ অ্যাকাউন্ট থেকে আপনার নিজ নম্বরে রিচার্জ করতে হবে অন্য কোনো নম্বরে রিচার্জ করলে হবে না।

আপনার নগদ অ্যাকাউন্ট থেকে আপনার প্রিপেইড বা পোস্টপেইড নম্বরে ২০ টাকা বা তার অধিক টাকা রিচার্জ করতে হবে। করার পর আপনি সাথে সাথে ১০ টাকার তাৎক্ষণিক ক্যাশব্যাক পেয়ে যাবেন।

আপনি এই অফারটি নগদ অ্যাপ এবং ডায়াল পদ্ধতি দুটোই ব্যবহার করে নিতে পারবেন।

অফারের শর্তাবলী পূরণ করে আপনি সপ্তাহে একবার (সপ্তাহ রবিবার থেকে শনিবার পর্যন্ত বিবেচিত হবে) এবং মাসে চারবার (ক্যালেন্ডার মাস বিবেচনা করা হবে) এই অফারটি নিতে পারবেন।

“এই অফারটি নিতে হলে আপনাকে অবশ্যই প্রতিদিন ৭.০০ ঘটিকা থেকে ৮.০০ ঘটিকার মধ্যে নিতে হবে। অন্যথায় এই অফারটি আপনি পাবেন না।”

মনে রাখবেন এই অফারটি প্রতিদিনের প্রথম এক লক্ষ রিচার্জকারী গ্রাহকরা পাবেন। তাই আপনি এর আওতাধীন হতে হবে তা-না হলে পাবেন না।

আর এই ছিলো মূলত আমার আজকের এই টপিক। আপনি যদি উপরের শর্তাবলী পূরণ করতে পারেন তাহলে উক্ত ক্যাশব্যাক অফারটি পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারবেন। তাহলে আর কি এক মাসের মধ্যে মোট চারবার সপ্তাহে একবার করে ২০ টাকা রিচার্জ করে ১০ টাকা ক্যাশব্যাক নেওয়ার প্রস্তুতি গ্রহণ করুন।

আপনাদের সুবিধার্থে আমি আমার টিপস এন্ড ট্রিকসগুলি ভিডিও আকারে শেয়ার করার জন্য একটি ইউটিউব চ্যানেল তৈরি করেছি। আশা করি চ্যানেলটি Subscribe করবেন।

সৌজন্যে : বাংলাদেশের জনপ্রিয় এবং বর্তমান সময়ের বাংলা ভাষায় সকল গুরুত্বপূর্ণ বিষয়ক টিউটোরিয়াল সাইট – www.TutorialBD71.blogspot.com নিত্যনতুন বিভিন্ন বিষয়ে টিউটোরিয়াল পেতে সাইটটিতে সবসময় ভিজিট করুন।

25 thoughts on "প্রতি সপ্তাহে ২০ টাকা রিচার্জ করে ১০ টাকা ক্যাশব্যাক নিয়ে নিন নগদে।"

  1. JM Sujon Contributor says:
    কেউ পাবে কি না সন্দেহ ?
  2. Rakib Author says:
    যে কেন পরিমাণ নাকি ২০+
    1. Sadaq Contributor says:
      ২০+
    2. Mahbub Pathan Author Post Creator says:
      ২০ টাকা অথবা তার উপরে সেটাতো পোস্টে বলে দিলাম
    3. Rakib Author says:
      কই আর ক্লিয়ার বললেন- উপরে স্কিনশটে যেকোন পরিমান – নিচের টাই ২০৳
    4. Mahbub Pathan Author Post Creator says:
      আরে ভাই সহজ কথাকে প্যাচান কেন? আপনার কথাই ধরলাম যে আপনি স্ক্রিনশট দেখে বলতেছেন। কিন্তু এরপরও তো একটি স্ক্রিনশট রয়েছে সেটি কি আর দেখেন না? এরপর লিখেও দিলাম। প্রথম স্ক্রিনশটটি হচ্ছে নগদের অফারের ব্যানার তারা এইভাবেই তৈরি করেছে।
    5. Rakib Author says:
      আজব!! কি প্যাচাইলাম? ২ স্কিনশটে ২ টা লেখা তাই জিগাইছি সহজ ভাবে রিপ্লে দিতে পারেন না।
  3. ᏝᎥᏦᏂᎧᏁ Author says:
    কালকে করছিলাম পাইছি।
    1. Mahbub Pathan Author Post Creator says:
      খুব ভালো।
  4. ᏝᎥᏦᏂᎧᏁ Author says:
    ভাই এইটা কি এক মাসে সর্বোচ্চ ৪ বার নেওয়া যাবে? ধরেন আমি কালকে নিয়েছি তাহলে কি আবার ১ সপ্তাহ অপেক্ষা করে নিতে হবে?
    1. Mahbub Pathan Author Post Creator says:
      জ্বী ভাই। মাসে চারবার নিতে পারবেন। অর্থাৎ এক সপ্তাহে একবার।
  5. abrno34 Author says:
    এইভাবে নিতে গেলে আমি ফকির হবে যাবো।
    1. Mahbub Pathan Author Post Creator says:
      হা হা হা। তাহলে আপনি টাকা জমিয়ে রেখে বড় লোক হয়ে থাকেন।
  6. abrno34 Author says:
    গুড পোস্ট
  7. Mahbub Pathan Author Post Creator says:
    ধন্যবাদ
  8. ᏝᎥᏦᏂᎧᏁ Author says:
    ধন্যবাদ ভাই❤️
    1. Mahbub Pathan Author Post Creator says:
      স্বাগতম আপনাকে
  9. MD Musabbir Kabir Ovi Author says:
    আমি একবারও ক্যাশব্যাক পাইনি??
    1. Mahbub Pathan Author Post Creator says:
      খুবই খারাপ কথা
    1. Mahbub Pathan Author Post Creator says:
      ?
  10. shohagabdullah Contributor says:
    আমি পাইছি
    1. Mahbub Pathan Author Post Creator says:
      ভালো

Leave a Reply