আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। প্রতিবারের মতো আবারো নতুন একটি ফোন রিভিউ নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।

আজকে যেফোন এর রিভিউ নিয়ে হাজির হব, একদম অবাক হয়ে যাবেন এই ফোনের রিভিউ দেখে। 

সপ্ন বাস্তব হতে চলেছে, কেউ কখনো এমন ফোন সম্পর্কে ভাবতেও পারি নি, আজ বিজ্ঞানী সে ফোন মার্কেটে নিয়ে আসছে।

আজকে যে ফোন সম্পর্কে রিভিউ দিচ্ছি, সেফোন হলো ভিভো উরন্ত ফোন, আসলে উরন্ত বলতে ড্রোন ক্যামেরা।
মোবাইল এর ভিতর থেকে ড্রোন ক্যামেরা বের হয়ে যাবে,এবং ছবি তুলে আবার ফোনের ভিতর ফিরে আসবে।

কি চমৎকার! অসাধারণ একটি ফোন লাঞ্চ করতে যাচ্ছে বর্তমানের সেরা মোবাইল কোম্পানি ভিভো।

ভিভো হল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং প্রিয় মোবাইল কোম্পানি। এবং এটাও জেনে রাখুন যে ভিভো হল একটি চীনা প্রযুক্তি কোম্পানি যার সদর দপ্তর ডংগুয়ান,গুয়াংডং যেটি স্মার্টফোন, স্মার্টফোনের আনুষাঙ্গিক, সফ্টওয়্যার এবং অনলাইন পরিষেবাগুলি ডিজাইন এবং বিকাশ করে, যা 2009 সালে চীনের ডংগুয়ানে প্রতিষ্ঠিত হয়েছিল।

অন্যান্য কোম্পানিকে পিছে ফেলে ভিভো অনেক খ্যাতি অর্জন করেছে। 

কেমন হয়? ফোন এর ভিতর থেকে ড্রোন ক্যামেরা বের হয়ে গিয়ে ফটো উঠে আবার ফিরে আসবে, অবাক করা প্রযুক্তি।

আজকে এই Vivo Drone Camera Phone 2022 এর রিভিউ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।

সেই সাথে জানাব, এই ফোনে কি কি থাকছে ও বাংলাদেশে এই ফোনের দাম কেমন হতে পারে।

ভিভো ই এই প্রথম ড্রোন ক্যামরা ফোন লাঞ্চ করতেছে, ভিভো ব্যাবহারকারীদের জন্য এটি খুশির খবর।

এবার জেনে নেয়া যাক, ভিভো ড্রোন ক্যমেরা ফোন দেখতে কেমন ও কি কি ফিচার থাকছে ও মুল্য কতঃ
——————————————————————————-

দেখে নিন, সে স্বপ্নের ফোন –

Brand: Vivo

Model: Vivo Flying Camera Phone

Status: Upcoming

Network: 4G and 5G 

Display: 6.9” Inches Super AMOLED Full Touch Screen Display, which is protected by Corning Gorilla Glass 7.

Processor: Snapdragon 898 5G Mobile Platform.

RAM: 12GB

Internal storage: 256/512 GB

Operating System: Android 12

Rear Cameras: Quad 200MP Flying Drone Camera 32 MP 16 MP 5 MP.

Selfie Camera: Single 64MP

Charging: Fast battery charging (55W)

Battery: Li-Polymer 6900 mAh Non-removable.

· Sensor: Fingerprint, Face ID, accelerometer, gyro, proximity, compass, barometer.

Wireless Charging Supported.

আশা করি এই ফোন এর বিষয়ে সকল রিভিউ দেখেছেন, এবার আসি এই ফোন টির দাম কত হতে পারে বাংলাদেশে।

  • বাংলাদেশে এই ফোনটি লাঞ্চ হলে দাম হতে পারে ১ লক্ষ টাকার মতো।

 আজকে এপযন্ত, আবার কোনো আপডেট নিয়ে হাজির হব, সে পযন্ত ভাল থাকবেন, পরবর্তী আপডেট এর জন্য অপেক্ষা করুন। 

যেকোন প্রয়োজনে ফেসবুকে আমি-

Sk Shipon

ধন্যবাদ।



10 thoughts on "ভিভো ফ্লাইং ড্রোন ক্যামেরা ফোন 2022 মূল্য এবং সম্পূর্ণ বৈশিষ্ট্য[Vivo Flying Drone Camera Phone 2022 Details]"

    1. Sk Shipon Author Post Creator says:
      Thank You
    2. Levi Author says:
      Welcome.
  1. S.M.Virus Contributor says:
    Thank you for sharing
    1. Sk Shipon Author Post Creator says:
      Wlc vai???
  2. 4HS4N Author says:
    Tech কতটা এগিয়ে যাচ্ছে তা মোবাইল কোম্পানিগুলোর এমন এমন invention গুলো দেখলেই বোঝা যায়।
    awesome post vai ??
    1. Sk Shipon Author Post Creator says:
      অনেক ধন্যবাদ আপনাকে??
  3. Minhaj sakib Expert Author says:
    Details Post ?❤️
    1. Sk Shipon Author Post Creator says:
      Thanks ?????

Leave a Reply