আসসালামু আলাইকুম।
আসা করি ভালো আছেন।
গত পোস্টে একটা GCam শেয়ার করেছিলাম। সেটা অনেকের ফোনে সাপোর্ট করেছে আবার করেনি।
GCam কেনো Install করবেন৷ আসলে ফোনের ক্যামেরা থেকে GCam এর ফটো / ভিডিও কোয়ালিটি অনেক অনেক ভালো হয়ে থাকে৷ কিছু ডেমো দেখলেই বুঝতে পারবেন। ফটো গুলো সবই Redmi Note 8 ফোন দিয়ে তোলা & কোনো প্রকার এডিট ছাড়া। Gcam এর সাথে XML ফাইল ব্যাবহার করা হয়েছে। XML ফাইল এর লিংক নিচে দিয়ে দিবো।
আসলে প্রতিটা ফোনের জন্য আলদা আলদা GCam থাকে। সেটা খুজে পেতেও অনেক বেগ পেতে হয়। আজকে দেখাবো কিভাবে আপনার ফোনের জন্য GCam খুজে পেতে পারেন৷
প্রথমেই Play Store থেকে Gcamator App টি Install করে নিন।
GCamator-4.0.6-70 – 11.6 MB
Gcamator Download Link
Download হয়ে গেলে App টি ওপেন করুন৷
ওপেন হওয়ার পর একটু লোড নিবে৷ তারপর আপনি যে ফোন দিয়ে App টি ওপেন করেছেন সে ফোনের নাম দেখাবে।
তারপর এখানে এই Icon টিতে ক্লিক করুন।
এখানে ক্লিক করলে Download বাটন দেখতে পাবেন। তারপর Download বাটন এ ক্লিক করুন।
Download বাটন এ ক্লিক করার পর আপনার কাছে আপনার ফোনের স্টোরেজ পারমিশন চাইবে। Allow করে দিন। এটা ফ্রি app তাই এড দেখাতে পারে৷
Allow বাটন এ ক্লিক করার পর Downloa শুরু হয়ে যাবে। এখানে GCam v8.4 Download হচ্ছে৷ এখান থেকে আপনারা আপনার ফোনের লেটেস্ট Gcam Download করতে পারবেন৷
এই এ্যাপে ডাউনলোড স্পিড একেবারে স্লো। মানে প্রচুর স্লো। কিছু করার এই এভাবে ডাউনলোড করতে হবে।
IPhone?13 Pro Max.xml
IPhone?14.xmlxml
কোথাও কোনো সমস্যা হলে আমাকে টেলিগ্রামে ম্যাসেজ করতে পারেন ।
Message me on Telegram
টেলিগ্রাম Movie Download Channel এ জয়েন হতে পারেন৷ ডিরেক্ট মুভি ডাউনলোড লিংকের সুবিধা। তাছাড়াও যেকোনো মুভি বা সিরিজের জন্য রিকুয়েষ্ট করতে পারবেন।
এখকার জন্য একটুকুই।
আল্লাহ হাফেজ।
Shudhu matro sd er sob soc and mt er kicu kicu soc bade onno kono soc te gcam support kore na.
Onekei download korar por jhamelay portecen