আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি।

আমি সোহাগ আবারো হাজির হলাম আপনাদের মাঝে অন্য একটি পোষ্টে, আজকের পোস্ট শুরু করা যাক !

যদি আপনার কাছে কোনো পেনড্রাইভ অথবা মেমোরি কার্ড থাকে আর সেটাতে যদি কোনো ডিফেক্ট থাকে তাহলে আপনি হয়তো ভাবেন যে সেটা হয়তো খারাপ হয়ে গেছে, Corrupt হয়ে গেছে। এবং হয়তো আপনি সেটা ফেলেও দেন।

আপনার কাছে যদি এরকম কোনো Corrupt হয়ে যাওয়া মেমোরি কার্ড এবং পেনড্রাইভ থাকে তাহলে আপনি সেটা ২ টি উপায়ে ঠিক করতে পারবেন।

সবার প্রথমে আমি একটা Corrupt হয়ে যাওয়া পেনড্রাইভ ঠিক করে দেখাবো।

Method 1




Command Promot


 

দেখুন আমার এই Corrupt Pen Drive কোনো কিছুই দেখাচ্ছে না। এবং Please insert a disk into Removable Disk (F:). বলছে !

আপনি আপনার Corrupt Memory Card/Pen Drive কম্পিউটারে লাগাবেন।

Corrupt Pen Drive লাগানোর পর প্রথমে আপনি Command Mode এ যাবেন।

এরপর আপনি Command Mode কে Select করে নিন Run as a Administor করুন।

এরপর আপনি diskpart Type করে Enter Press করুন।

এরপর আপনি list disk Type করে Enter Press করুন।

এখানে আমাকে দুইটা লিস্ট দেখাচ্ছে। disk 0 হলো আমার কম্পিউটার এর হার্ড ডিস্ক এবং disk 1 হলো আমার Corrupt Pen Drive

আপনার Corrupt Pen Drive বা Memory Card Select করুন। আমার Corrupt Pen Drive হলো disk 1 তাই আমি এটা Select করছি।

আপনি আপনার Corrupt Pen Drive কে Select করতে select disk Type করার পর তার Number Type করে Enter Press করুন।

Corrupt Pen Drive/Memory Card Select করার পর clean Type করে Enter Press করুন।

Clean হয়ে গেলে exit Type করে Enter Press করুন এবং আবার exit Type করে Enter Press করুন। মানে পরপর দুই বার exit Type করে Enter Press করতে হবে।

এরপর আপনাকে আপনার Corrupt Pen Drive/ Memory Card কম্পিউটার থেকে বের করে আবার লাগাতে হবে।

কম্পিউটার থেকে বের করে আবার লাগানোর কিছুক্ষণ পর অটোমেটিক আপনার Corrupt Pen Drive/ Memory Card ঠিক হয়ে কম্পিউটারে Show করবে।

ঠিক হয়ে যাওয়ার পর সেটা Open করলে কিছুই পাবেন না। মানে আপনার Corrupt Memory Card / Pen Drive পুরোপুরি Format হয়ে গেছে‌। এখন আপনি সেখানে Data Store করতে পারবেন।

এভাবেই আপনি আপনার Corrupt Memory Card এবং Pen Drive ঠিক করতে পারবেন।

Method 2




HPUSBDisk Software


 

এবার আমি একটা Corrupt Memory Card ঠিক করে দেখাবো।

প্রথমে একটি Corrupt Memory Card কম্পিউটারে লাগাবেন।

এবার আপনার একটা সফটওয়্যার দরকার হবে যার নাম: HPUSBDisk

এখন HPUSBDisk সিলেক্ট করুন।

এবার এটাকে Run as Administor করে দিন।

দেখুন আমার Memory Card আগে থেকেই সিলেক্ট হয়ে আছে, আপনার টা ও থাকবে।

এবার আপনি Start লেখায় ক্লিক করে Data Access করার জন্য Yes লেখায় ক্লিক করুন।

কিছুক্ষণ পর আপনার মেমোরি কার্ড বা পেনড্রাইভ ফরম্যাট হয়ে যাবে।

দেখুন আমার Corrupt Memory Card ফরম্যাট হ‌ওয়ার পর ঠিক হয়ে গেছে।

এখন এটাকে আপনি Normal Memory Card এর মতো Data Store করার জন্য ব্যবহার করতে পারবেন।

HPUSBDisk Software Download করার জন্য নিচে দুইটা ডাউনলোড লিঙ্ক দেওয়া হলো। ডাউনলোড লিঙ্ক এ ক্লিক করে কয়েক সেকেন্ড অপেক্ষা করুন তারপর অটোমেটিক ডাউনলোড করার অপশন পেয়ে যাবেন। প্রথম লিঙ্ক কাজ না করলে দ্বিতীয় লিঙ্ক দিয়ে চেষ্টা করুন।

Download Link 1


 
HPUSBDisk 1

Download Link 2


 
HPUSBDisk 2

এই ছিলো আজকের পোস্টের মূল বিষয়বস্ত‌।

আরও পড়ুনঃ আনন্দমোহন কলেজে অনার্স ভর্তির যোগ্যতা ২০২২

আরও পড়ুনঃ Gp free internet offer

এই পোষ্ট এতটুকুই ! এতক্ষণ সময় নিয়ে পোস্ট পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। ?

কোনো সমস্যা অথবা কোনো প্রয়োজন হলে আমার Facebook I’d

30 thoughts on "Corrupt Memory Card এবং Corrupt Pen Drive ঠিক করুন ২ টি উপায়ে !"

  1. IMRAN GAZI Contributor says:
    “the disk is write protected” এই সমস্যা টা এই প্রোসেস টা করলে মেমরি ফরমেট হবে?
    1. Sohag21 Author Post Creator says:
      চেষ্টা করে দেখতে পারেন। আমি এরকম সমস্যার সম্মুখীন হয়নি তাই সঠিক বলতে পারছি না।
    2. Rafi Contributor says:
      আমারও কয়েকটা মেমোরি কার্ড এ একই সমস্যা!
      ঠিক করার কোনো ওয়ে জানতে পারলে জানায়েন প্লিজ!
  2. abir Author says:
    অনেক আগের প্রসেস।
    1. Sohag21 Author Post Creator says:
      হয়তো। যারা জানে না তাদের কাছে নতুন।
  3. Jibon Contributor says:
    memori card a kisu chaynis vairas ase jeta format dia hosse na. eta ki thik hobe
    1. Sohag21 Author Post Creator says:
      এই ২ পদ্ধতি ব্যবহার করে দেখুন ইনশাআল্লাহ কাজ হবে।
  4. Prince? ?? Contributor says:
    এগুলো অনেক পুরনো পদ্ধতি, ৫% কিছু সংক্ষক মেমোরি/ প্রেনড্রাই ফরমেট কাজ করে এই পদ্ধতিতে!
    1. Sohag21 Author Post Creator says:
      হয়তো। আমি যে কয়েকটা তে চেষ্টা করেছি সেগুলো তে কাজ হয়েছে। Thanks for feedback
  5. Nayon Bond Contributor says:
    Windows unable to format ase direct format dile… আপনার এইভাবে আগে দেখেছি কিন্তু হয়না… কার্ড ফরমাট হয়না স্পিড ঠিক আছে… কার্ডের কিছু ডিলিট হয়না
    1. Sohag21 Author Post Creator says:
      Extended Format করতে হবে বোধহয়। আপনার মতো সমস্যা আমার হয়নি তাই বিষয়ে বেশি কিছু জানি না
  6. MD Musabbir Kabir Ovi Author says:
    এই ট্রিক যদি আমি আগে জানতাম তাহলে আমার

    মেমোরি ফেলে দিতে হতো না

    1. Sohag21 Author Post Creator says:
      বিষয়টি খুবই দুঃখজনক! ? এবার শিখলি ভবিষ্যতে হয়তো কাজে লাগবে।
  7. Habib Contributor says:
    অনেক পুরাতন টিপস। বেশিরভাগই কাজ করেনা
    1. Sohag21 Author Post Creator says:
      হয়তো কিন্তু আমি যে কয়টাতে চেষ্টা করেছি সবটাতেই হয়েছে। Thanks for feedback
  8. palok Contributor says:
    Amr ekta card er kono kisu delete hoyna+ kono kisu paste o hoyna.ki problem vai eta?
    1. Sohag21 Author Post Creator says:
      Write Protected ! মনে হয়। এই পদ্ধতিগুলো অনুসরণ করে দেখুন কাজ হয় কিনা।
  9. Shahinur Islam Contributor says:
    Pen drive computer এ লাগালে পেনড্রাইভের আলো ব্লিংক করে আবার চলে যায়। This pc এর ভেতরেও একবার দেখায় আবার চলে যায়। আর শো করে না। এটা কি ঠিক করা সম্ভব?
    1. Sohag21 Author Post Creator says:
      Sensitive Question ? হা বোধক বলবো নাকি না বোধক বলবো? এটার সমাধান অনেকটা Luck by Chance এর মতো। কোনো নিশ্চয়তা নেই হতেও পারে নাও হতে পারে। কিন্তু চেষ্টা করা ভালো। আমার পোস্টের পদ্ধতি অনুসরণ করে যদি কাজ হয় তাহলে আলহামদুলিল্লাহ। আর না হলে আমি আন্তরিক ভাবে দুঃখিত কোনো সমাধান পেলে আপনাকে অবশ্যই জানাবো।
  10. Shakib Expert Author says:
    notun packet e purano content, Take love ?
    1. Sohag21 Author Post Creator says:
      ধন্যবাদ ভাই। আজকাল তো আমার পোস্ট আপনার চোখেই পড়ে না মনে হয় খুব একটা মানসম্মত হয় না তাই। যাইহোক আপনার Feedback দিয়েছেন এতেই খুশি ?
  11. Nayon Bond Contributor says:
    64GB Pendrive olpo kicu load dewar por theme jay abar load hoy but speed thake 20-25MB/s…ektu por por theme jawa off kora jabena?
    1. Sohag21 Author Post Creator says:
      Units issue mone hoy. Quick clean kore dekhen
    2. Nayon Bond Contributor says:
      Clean korci kaj hoyna
    1. Sohag21 Author Post Creator says:
      Thank you
  12. Ultimate Arzu Contributor says:
    ভাই আমার বাটন ফোনে একটি মেমোরি ব্যবহার করতাম অনেকদিন ধরে। তারপর একদিন ওটা খুলে এন্ড্রয়েডে লাগালে দেখি মেমোরি সহ পুরো ফোনটা স্লো হয়ে গেছে। কিছুক্ষনের মধ্যে পুরো ফোনটি হ্যাং হয়ে যায়, আর কাজ করেনা। তখন মেমোরি খুলে পিসি তে লাগালাম ফরম্যাট করার জন্য। তাও আর হচ্ছেনা। পিসি ও স্লো হয়ে যাচ্ছে। এটাকে কিভাবে ঠিক করতে পারি?
    1. Sohag21 Author Post Creator says:
      পোস্টে দেখানো পদ্ধতি অনুসরণ করুন
  13. Nishat Contributor says:
    amar memory ta to thik hocce na

Leave a Reply