আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালোই আছেন।
এই পোস্টে আমরা আলোচনা করবো এমন ১০ টি Survival Type Games নিয়ে যেগুলো আপনারা যারা Adventure ও survival games lover রয়েছেন তারা খুব enjoy করবেন।
তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের টপিক।
1) GAME NAME : Game Name : Radiation Island
Game Developer : Atypical Games
Game Size : 2 GB
Required OS : 5.0+
Released Date : December 7,2017
Game Type : Offline
Game Link : Playstore/ ApkVision
https://apkvision.org/games/action/radiation-island-4872/
এটি একটি অনেক বড় Open World Game। এখানে আপনি আদিবাসীদের মতো জীবনযাপন করবেন। আমি এমন গেম খুব কমই পেয়েছি যেখানে আমার Actual Expectations Fulfill করতে পেরেছে কিছুটা হলেও।
কেন এমনটা বলছি? তাহলে শুনুন। এই গেমে bugs আছে। বিশেষ করে গেমের control + touch response এ। তা না হলে এই গেমটাকে আমি 1 number position এই রাখতাম। গেমটিকে এখনো অনেক আপডেট করা হচ্ছে। তবুও কিছু সমস্যা আছে।
তাই বলে কি খেলবেন না? অবশ্যই খেলবেন। Android এ এমন গেম খুব কমই পাবেন যেখানে আছেঃ
1) Beautiful Graphics (60 Fps Option)
2) Day + Night Vision (রাত ও দিন মানে ২৪ ঘন্টার সম্পূর্ণ সময়টাই এখানে দেখতে পাবেন real life এর মতো)
3) First Person viewing experience (এখানে আপনার মনে হবে আপনি নিজেই গেমের ক্যারেক্টারে আছেন সত্যি সত্যিই)
4) Night Stars + Moon + Astronomical View (রাতের আকাশটাকে এখানে যেভাবে Portray করা হয়েছে এতে আমি এখানে ১০/১০ দিবো।
5) Day Sky Viewing experience এও আমি একে ১০/১০ দিবো। কার এখানে সকাল + বিকাল + সন্ধ্যা + মেঘাচ্ছন্ন আবহাওয়া মানে সবধরনের আবহাওয়ায় দিনের আকাশটাকে কেমন দেখায় এখানে সবকিছুই Accurate Detail এ দেওয়া আছে।
6) Animals + Ocean সহ বিভিন্ন Objects যেমনঃ Trees, Grass, Flowers, Fruits, Sticks ইত্যাদি এগুলোকেও ভালোভাবেই Animate করতে পেরেছে Developer রা। যদিও মাঝে মাঝে কিছু Bugs দেখা যায়।
এছাড়াও আরো অনেক কিছুই আছে বলার মতো। কিন্তু আমি পোস্টটিকে বেশি বড় করতে চাচ্ছি না। তাই বাকীটা আপনি খেলে দেখলেই বুঝতে পারবেন। আর আমি স্ক্রিনশট তো দিয়েই দিবো। সেগুলোতেই দেখে নিবেন।
আমি জানি গেমটি নিয়ে আমি আগের পোস্টেও লিখেছি। কিন্তু Survival Games এর কথা আসলে এই গেমটি আমার priority list এ সবার আগেই থাকবে। তা এটিকে রাখলাম।
গেমটির কিছু স্ক্রিনশটসঃ
02) Game Name : Dan The Man
Game Developer : Halfbrick Studios
Game Size : 80 MB
Required OS : 4.4+
Game Released Date : October 4, 2016
Game Version : 1.10.41
Game Link : Playstore
Action Game এর কথা হচ্ছে আর এই ধরনের 2D Action Game এর কথা বলবো না তা কি করে হয়?
এটি একটি Retro Pixel Indie গেম যেখানে আপনি Action + Arcade + Adventure তিনটিরই স্বাদ পাবেন। শুরুতেই বলে দিই এখানে আপনি ভালো একটি স্টোরিলাইন পাবেন।
তার সাথে এখানে পাবেন বিভিন্ন Guns, Skins, Skills, Upgrades, Special Attacks ইত্যাদি। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের Game Mode পাবেন। যেমনঃ Campaign Mode, Endless Survival Mode, Adventure Mode, Multiplayer Mode।
এটি একটি Offline গেম। তাই আপনি গেমটির Offline Mod Version Download করে খেলতে পারবেন। Rexdl/Revdl এ এর Mod version পেয়ে যাবেন।
গেমটির mod version না খেললে এর মজা পাবেন না। কারন এখানে প্রচুর পরিমানে upgrades আছে। যা unlimited money ছাড়া possible না করা।
তাই গেমটির আসল মজা উপভোগ করতে চাইলে অবশ্যই এর mod version টি ডাউনলোড করে খেলবেন।
এবার আসি এর কন্ট্রোল + গেমপ্লে তে। গেমটি আপনি যেকোনো মোবাইলেই অনায়াসেই smoothly খেলতে পারবেন। যেহেতু এটি একটি 2D Retro Pixel Type Game। তাই এক্ষেত্রে কোনো অসুবিধা হবে না।
গেমপ্লে স্মুথই আছে আর তার সাথে এখানে location + details এর কোনো ঘাটতি নেই। এক কথায় অসাধারন একটি গেম। যারা 2D Games পছন্দ করেন তারা অবশ্যই গেমটি খেলে দেখবেন।
নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ
03) Game Name : Overdrive
Game Developer : GEMMOB Adventure
Game Size : 58 MB
Required OS : 5.0+
Game Released Date : November 4, 2017
Game Version : 1.8.4
Game Link : Playstore
Overdrive 2 গেমটিও প্লে-স্টোরে আছে। তবে সেটা আমার কাছে ভালো লাগেনি। ঐটার কন্ট্রোল + গেমপ্লে কোনো কিছুই ভালো লাগেনি আমার। Normal একটি গেম। Special কিছুই নেই। তাই ঐটা নিয়ে কোনো কথা বললাম না।
যাই হোক, এই গেমটির Story mode আমি নিজে Over দিয়েছি। First To Last Over দেওয়ার পর গেমটি আমার কাছে এক কথায় Masterpiece লেগেছে।
কারন এই গেমটিকে এত সুন্দরভাবে ডেভেলপ করা হয়েছে যে গেমটি খেলে আপনি মুগ্ধ না হয়ে থাকতে পারবেন না।
গেমটিতে অনেকগুলো ক্যারেক্টার পাবেন খেলার মতো। গেমটিতে আছে Epic Heroes, Epic Boss Fights, Endless Survival Mode, Various Game Modes (Defense, PVP, Survival, Campaign Etc)।
এই গেমের গ্রাফিক্স আপনাকে মুগ্ধ করবেই। গেমটিতে যে 2D Graphics টি দেওয়া হয়েছে সেখানে আপনাকে HD Quality Graphics দিবে। আপনি বুঝতেই পারবেন না যে আপনি একটি 2D Game খেলছেন।
গেমটিকে এতদিনে অনেক improve + optimize করা হয়েছে। এটিকে একটি Ninja Type Action Game বললেও ভুল হবে না। কেননা গেমটির নাম + কন্সেপ্ট দুটিই এই বিষয়ের উপর ভিত্তি করে বানানো।
গেমটির Colour Grading, Controls, Graphics, Gameplay সবকিছু বিবেচনায় নিয়ে এসে একে ১০/১০ রেটিং দেওয়াই যায়।
গেমটি প্লে-স্টোরে ডাউনলোড হয়েছে ৫০ লক্ষাধিকবারেরও বেশি এবং গেমটির রিভিউ সংখ্যা রয়েছে ৭০ হাজার+ আর সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.4 ★।
নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ
04) Game Name : Endless Nightmare 1
Game Developer : 707 Interactive : Fun Epic Casual Games
Game Size : 133 MB
Required OS : 5.0+
Game Type : Offline
Game Released Date : April 30, 2020
Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod + unlocked apk + data )
Survival games এর কথা আসবে আর horror games এর কথা উল্লেখ হবে না তা কি করে হয়?
আমার খেলা one of the best high graphics horror games এই দুটি। আপনাকে সত্যিকারের hollywood horror movie এর feel দিবে দুটি games ই। আর যারা জানেন না, 707 Interactive games এই কোম্পানিটি অনেক অসাধারন ভালো ভালো গেমস তৈরি করে।
তাদের প্রত্যেকটা গেমেরই Graphics Quality এতটাই High যে ভালো ভালো Mobile ও Hang করে বসে। এতটাই Realistic তাদের গেমগুলোর Graphics।
এক কথায় Masterpiece। একদম Reality এর Feel দেয়। আপনার যদি সাহস থাকে তবে আপনি এই দুটি গেমস অবশ্যই খেলে দেখবেন না হলে অনেক বড় কিছু মিস করে যাবেন।
গেমটি প্লে-স্টোরে ডাউনলোড করা হয়েছে ৫০ লক্ষাধিক বারেরও বেশিবার আর গেমটির রিভিউ সংখ্যা রয়েছে ৭০ হাজার+ আর সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.5 ★।
এখানে আপনি Mystery, Horror, Action সবকিছুই দেখতে পাবেন। এই গেমটির কথা বেশি কিছু বলবো না আর।
নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ
05) Game Name : Endless Nightmare 2
Game Developer :
707 Interactive : Fun Epic Casual Games
Game Size : 256 MB
Required OS : 5.0+
Game Type : Offline
Game Released Date : December 13, 2021
Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod + unlocked apk + data )
উপরের গেমটির মতোই এই গেমটিও একটি Horror Type Action Game। এই গেমটি আগের গেমটির Successor যা গত বছরের ডিসেম্বর মাসেই রিলিজ করা হয়। আর এত অল্প সময়েই গেমটি প্লে-স্টোরে ডাউনলোড করা হয়ে গিয়েছে ১০ লক্ষবারেরও বেশিবার।
আর গেমটিকে রিভিউ করা হয়েছে ২১ হাজার+ বার আর সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে আগের গেমটির মতোই 4.5 ★।
আগের গেমটিতে শুরুতে কোনো Action না দেখা গেলেও এই গেমে আপনি শুরু থেকেই বিভিন্ন ধরনের Guns নিয়ে Action করতে পারবেন।
দুটি গেমই আপনি যদি খালি ঘরে কানে Earphone দিয়ে Full volume এ খেলেন তাহলে আপনি ভয় পেতে বাধ্য। আর গেমগুলো আপনাকে Hollywood movie এর Feel দিয়েই ছাড়বে।
এখানে প্রতিটা Concept, Graphics, Controls সবকিছুই এতটা নিখুত ভাবে দেওয়া হয়েছে যে গেমগুলোকে Masterpiece না বলে অন্য কিছু বললেও অপমান হবে।
নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ
06) Game Name : Hungry Shark World
Game Developer : Ubisoft Entertainment
Game Size : 133 MB
Required OS : 5.0+
Game Type : Offline
Game Released Date : May 4, 2016
Game Version : 4.7.0
Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod)
Ubisoft Entertainment এর আরো একটি Masterpiece এই গেমটি। পূর্বের গেমটির মতোই একই কনসেপ্ট এর উপর Based করে বানানো হয়েছে এই গেমটিকে।
কিন্তু এই গেমটিতে পূর্বের গেমটির থেকেও আরো অনেক কিছুই বেশি পাবেন। যেমনঃ গেমটিতে আপনি ৩৮ টির মতো Shark এর Species দেখতে পারবেন আর সেগুলো নিয়ে খেলতে পারবেন।
যেহেতু এটিও একটি Open World Game তাই এখানে আপনি প্রচুর Location পাবেন Explore করার মতো।
গেমটিতে আপনি Pacific Islands, frozen Arctic Ocean, exotic Arabian Sea আর এখন South China Sea ও দেখতে পারবেন। আরো নতুন নতুন লোকেশন এড করা হবে।
গেমটি রেগুলারলি আপডেট করা হচ্ছে এবং নতুন নতুন অনেক কিছুই যুক্ত করা হচ্ছে। গেমটিতে আপনি 3D Graphics এর অনেক সুন্দর ব্যবহার দেখতে পারবেন।
গেমটিতে আপনি ১০০টিরও বেশি ভিন্ন ধরনের Creatures পাবেন যেগুলো আপনার Shark Character খেয়ে বেচে থাকবে যেখানে আপনি Whales, submarines সহ অনেক কিছুই দেখতে পাবেন।
আমি অবশ্যই সাজেস্ট করবো গেমটি Mod version download করে খেলার জন্যে। কারন এখানে কেনার মতো ও আপগ্রেড করার মতো অনেক কিছুই আছে।
mod version না খেললে আসল মজা পাবেননা। গেমটি open world হওয়ায় এখানে দেখার মতো অনেক কিছুই আছে। গেমটির মিউজিক ও সাউন্ড এফেক্টসও অসাধারন।
গেমটি প্লে-স্টোরে Highest ১০ কোটিবারেরও বেশিবার ডাউনলোড করা হয়েছে আর গেমটির রিভিউ সংখ্যা রয়েছে ২০ লক্ষাধিকেরও বেশি। আর সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.2 ★।
রেটিং দেখে Judge করবেন না। গেমপ্লে অসাধারন। আপনাকে হতাশ করবে না।
নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ
07) Game Name : Overdrive
Game Developer : GEMMOB Adventure
Game Size : 58 MB
Required OS : 5.0+
Game Released Date : November 4, 2017
Game Version : 1.8.4
Game Link : Playstore
Overdrive 2 গেমটিও প্লে-স্টোরে আছে। তবে সেটা আমার কাছে ভালো লাগেনি। ঐটার কন্ট্রোল + গেমপ্লে কোনো কিছুই ভালো লাগেনি আমার। Normal একটি গেম। Special কিছুই নেই। তাই ঐটা নিয়ে কোনো কথা বললাম না।
যাই হোক, এই গেমটির Story mode আমি নিজে Over দিয়েছি। First To Last Over দেওয়ার পর গেমটি আমার কাছে এক কথায় Masterpiece লেগেছে।
কারন এই গেমটিকে এত সুন্দরভাবে ডেভেলপ করা হয়েছে যে গেমটি খেলে আপনি মুগ্ধ না হয়ে থাকতে পারবেন না।
গেমটিতে অনেকগুলো ক্যারেক্টার পাবেন খেলার মতো। গেমটিতে আছে Epic Heroes, Epic Boss Fights, Endless Survival Mode, Various Game Modes (Defense, PVP, Survival, Campaign Etc)।
এই গেমের গ্রাফিক্স আপনাকে মুগ্ধ করবেই। গেমটিতে যে 2D Graphics টি দেওয়া হয়েছে সেখানে আপনাকে HD Quality Graphics দিবে। আপনি বুঝতেই পারবেন না যে আপনি একটি 2D Game খেলছেন।
গেমটিকে এতদিনে অনেক improve + optimize করা হয়েছে। এটিকে একটি Ninja Type Action Game বললেও ভুল হবে না। কেননা গেমটির নাম + কন্সেপ্ট দুটিই এই বিষয়ের উপর ভিত্তি করে বানানো।
গেমটির Colour Grading, Controls, Graphics, Gameplay সবকিছু বিবেচনায় নিয়ে এসে একে ১০/১০ রেটিং দেওয়াই যায়।
গেমটি প্লে-স্টোরে ডাউনলোড হয়েছে ৫০ লক্ষাধিকবারেরও বেশি এবং গেমটির রিভিউ সংখ্যা রয়েছে ৭০ হাজার+ আর সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.4 ★।
আশা করছি গেমটি আপনাদের ভালো লাগবে।
নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ
08) Game Name : Hello Neighbour
Game Developer : tinyBuild
Game Size : 1.22 GB
Game Type : Offline
Required OS : 6.0+
Game Released Date : July 25, 2018
Game Link : Playstore
এটি একটি 3D Game যেখানে আপনাকে একটি Character Play করতে হবে। গেমটি প্রতিবেশীকে নিয়ে। গেমটি খুবই কঠিন। কিন্তু আপনি যদি ভালোভাবে গেমের সবকিছু বুঝে যান তবে অনেক মজা পাবেন।
গেমের শুরুটা হয় একটি ছোট ছেলেকে নিয়ে। সে বল খেলতে যায় তার Neighbourhood এ। এবং তার বলটি গিয়ে একজন প্রতিবেশীর বাসায় চলে যায়।
এখন আপনি হচ্ছেন সে ছেলেটি এবং আপনাকে সে প্রতিবেশীর বাসায় গিয়ে বলটি খুজে নিয়ে আসতে হবে।
খুবই সহজ শোনা যাচ্ছে না? আসলে এতটা সহজ না। আপনি যখনই সেই প্রতিবেশীর ঘরে ঢুকবেন তখন খুবই অল্প সময় পাবেন বলটি খোজার জন্যে। না হলে সেই প্রতিবেশী এসে আপনাকে ধরে ফেলবে এবং Game over হয়ে যাবে। আবার শুরু করতে হবে।
আপনি বিভিন্ন উপায়ে সেই প্রতিবেশীর বাড়ি এবং Neighbourhood এর চারপাশে আপনার বুদ্ধি খাটিয়ে ঘুরে ঘুরে দেখে বলটি পুনরুদ্ধার করতে হবে।
এখানে যে Neighbour টি আছে সেটি হচ্ছে একটি Intelligent AI যেটি আপনার Movement গুলো নিজে নিজে বুঝে আপনাকে পাকড়াও করতে পারবে।
তাই আপনাকে নিজের বুদ্ধি খাটিয়ে খেলতে হবে। তবে গেমটি খেলে অনেক মজা পাওয়া যায়। কারন অনেকটা সত্যিকার মানুষের সাথে খেলছি এমন Feel দেয়।
গেমটিতে খুবই সাধারন একটি Storyline আছে। তবে প্রথমে মনে হতে পারে গেমটি খুবই সহজ এবং ছোট। কিন্তু আপনি যখন গেমটি আস্তে আস্তে খেলতে থাকবেন তখনই বুঝতে পারবেন গেমটি কেমন।
আসলে গেমটি ছোটবেলার কথা মনে করিয়ে দেয়। যাদের ছোটবেলায় খেলাধুলার সময় বল প্রতিবেশীদের বাসায় গিয়ে পড়েগিয়েছিল এবং অনেক কষ্ট করে সে বল ফেরত পেতে হয়েছিল তারাই এই গেমটির সাথে শৈশবের স্মৃতিগুলো Relate করতে পারবেন।
গেমটির PC Version ও আছে। Android এ সম্প্রতি ২০১৮ সালে গেমটি রিলিজ করা হয়। রিলিজ এর সময় অনেক সাড়া ফেলেছিলো গেমটি। এই গেমের Beta version এ প্রচুর Player রা অংশগ্রহন করেছিল। আমার মনে আছে ২০১৮ সালে YouTube এ গেমার দের কাছে অনেক সাড়া ফেলেছিলো গেমটি।
প্লে-স্টোরে গেমটি ডাউনলোড করা হয়েছে ১ কোটিবারেরও বেশিবার। গেমটির প্লে-স্টোরে রিভিউ সংখ্যা ৪ লক্ষ ২৫ হাজার ছাড়িয়েছে এবং সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.2 ★।
গেমটির Soundtrack শুনে আপনার কাছে কিছুটা Horror আর Thrilling Feel দিতে পারে। গেমটিতে যে Ferson Person Camera Angle দেওয়া আছে তাতে আপনাকে সত্যিকার চোখে দেখার মতো Feel দিবে।
আশা করছি গেমটি আপনাদের ভালো লাগবে। গেমটিতে 60 FPS এ তেও Play করার সুযোগ পাবেন। Setting এ গিয়ে Change করে নিবেন। আর হ্যাঁ, ভালো একটি ডিভাইস থাকা আবশ্যক।
নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ
09) GAME NAME : THE SCHOOL – WHITE DAY
GAME DEVELOPER : SONNORI
GAME SIZE : 1.60 GB
REQUIRED OS : Android 4.4 and up
GAME RELEASED DATE : May 2, 2018
GAME LINK : https://www.revdl.com/the-school-white-day-apk-download.html/
এটি একটি Korean Horror Based Game। সম্প্রতি গেমটি ডাউনলোড করেছি এবং গেমটির Smoothness দেখে আমি বেশ অবাকই হয়েছি।
গেমটির Graphics, Animation সবই আপনাকে Real Life এর Feel দিবে। Character গুলোকে 3D Animation এর মাধ্যমে এত সুন্দরভাবে Design করা হয়েছে যে আপনাকে মুগ্ধ করে ছাড়বে।
গেমটি Helio G35 Processor এও HD Settings এ একেবারে মাখনের মতো Smooth Gameplay দিচ্ছিলো। গেমটিতে থাকা প্রতিটি Sound Effects ই অসাধারন।
এটি একটি Mystery Based Horror Game। এখানে আপনি শুরুতেই একটি Love Story এর শুরু দেখতে পারবেন একটি ছেলে ও একটি মেয়ের। শুরুতেই গেমের যে অসাধারন Graphics দেখা যায় সেটি আপনার মন কেড়ে নিবে।
গেমটিতে থাকা প্রতিটা character কেই অনেক সুন্দরভাবে design করে হয়েছে + Character Customize ও করা যায়।
গেমটি একেবারে Masterpiece পর্যায়ের একটি গেম। আমার খেলা সেরা গেমগুলোর মধ্যে একটি। কিছুক্ষন খেলার পরই আমার এমন অনুভূতি হচ্ছে।
অনেক দিন পর ভালো একটি গেম পেলাম বলে মনে হচ্ছে খেলার মতো। সবাই অবশ্যই এই গেমটিকে Check out করতে ভুলবেন না।
কারন এই গেমটি আপনাকে Anime এর Feel দিবে অনেকটাই। গেমটিতে কোনো detail এরই কোনো কমতি নেই। সবকিছুই একেবারে 10 ★ রেটিং দেওয়ার মতো করে তৈরি করা হয়েছে।
গেমটির কিছু স্ক্রিনশটসঃ
10) Game Name : The Walking Dead Series
Game Developer : Telltale Games
Game Size : 1.2 GB (All episodes Unlocked ডাউনলোড করলে আরো বেশি হবে। এটা নির্ভর করে প্রত্যেকটি Episode এর উপর। ৫০০-৬০০ MB এর মতো হয় এক একটা Episode)
Game Mode : Offline
Required OS : 2.3.3+
Game Released Date : 2014,2016
Game Link : Rexdl/Revdl/Pdalife
এখানে Full Episodes Unlocked Mod Apk + Data পেয়ে যাবেন।
প্রথমেই বলে দিই এর মোট ৩ টি Season Release করা হয়েছে Android এর জন্যে। এরপরে আর কোনো Season আসবে না Android এ। গেমটির Developer রাই জানিয়েছেন বিষয়টি। বাকী Season গুলো খেলতে হলে আপনাকে PC তে খেলতে হবে।
এবার আসি গেমটি কেমন। যদি আমাকে বলা হয় গেমটি এক কথায় ব্যক্ত করি তবে আমি বলবো এটি একটি Masterpiece। যারা খেলে দেখেছেন তারাই জানেন আমার কথাটি ঠিক না কি ভুল।
যারা খেলেননি তাদেরকে বলবো অবশ্যই গেমটি খেলে দেখবেন। যদিও এটি একটি Horror,Action,Adventure Type গেম তবুও আমি আপনাকে গেরেন্টি দিচ্ছি আপনি হতাশ কিংবা নিরাশ কোনোটাই হবেন না।
Season 1 শেষ করার সাথে সাথে আমার চোখে পানি এসে গিয়েছে। গেমটি আপনাকে Emotionally Attach তো করবেই তার সাথে আপনাকে অনেক কিছুরই শিক্ষা দিবে। শিক্ষাগুলো অবশ্যই বাস্তবিক।
গেমটি আপনার Choice আর Decision এর উপর নির্ভর করে আগাবে। তাই আপনি কোন পরিস্থিতিতে কোন সিদ্ধান্ত নিচ্ছেন সেটা বিবেচনা করে গেমটি আপনাকে খেলে যেতে হবে।
গেমটিতে আপনি খুবই কম সময়ে সিদ্ধান্ত নিতে পারার স্কিলও অর্জন করতে সক্ষম হবেন ??। কেননা Decision গুলো কয়েক সেকেন্ডের ভেতরে নিতে হয়। এতে অবশ্য আপনার Listening + Reading Skill ও বাড়বে। আপনি নিজেই বুঝে যাবেন।
গেমটিকে Horror Tag দিলেও গেমটি এতটাও ভয়ংকর নয়। আমার কাছে লাগেনি। সবারটা জানি না। যাই হোক, গেমটির স্টোরিলাইন আপনার মন ছুয়ে যাবে।
প্রতিটি Season এর প্রতিটি Episode ই আপনাকে গেমটির সাথে আরো Emotionally Attach করবে। গেমটি এতটাই সুন্দর যে আমার বলার আর কোনো ভাষা নেই।
আমি প্রত্যেককেই বলবো গেমটি খেলে দেখতে। অবশ্যই যারা খেলে দেখেননি তাদেরকেই বলছি। Telltale Games এর প্রতিটি গেমই এক একটি Masterpiece। আপনি যখন তাদের গেমগুলো একের পর এক খেলে যাবেন আপনি তখন নিজেও বলবেন সত্যিই Masterpiece।
গেমটির কিছু স্ক্রিনশটস নিচে দেওয়া হলোঃ
11) Game Name : Freeze!
Game Developer : Frozen Gun Games
Game Size : 35 MB
Required OS : 4.0.3+
Game Type : Offline
Game Released Date : November 21, 2012
Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod + unlocked apk + data )
এটি একটি Action, Arcade, Casual Type Game যেখানে আপনাকে আপনার বুদ্ধি খাটিয়ে প্রত্যেকটি লেভেল পার করতে হবে।
গেমটি প্লে-স্টোরে ডাউনলোড করা হয়েছে ৫০ লক্ষাধিক বারেরও বেশি। গেমটি রিভিউ করা হয়েছে ২ লক্ষ ৪২ হাজার+ বার আর সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.2 ★।
এটি আমার দেখা one of the hardest game। গেমটির Control System একটু আলাদা। আপনাকে আপনার মোবাইল এর Screen কে Touch করে Rotate করে বা ঘুরিয়ে
ঘুরিয়ে গেমটির Screen Control করতে হবে।
প্রথমবার একটু জটিল মনে হলেও এক দুইটা লেভেল খেললেই আপনি এর Control Easily বুঝে যাবেন কোনো সমস্যা ছাড়াই।
গেমটির প্রত্যেকটি লেভেলই অত্যন্ত কঠিন। আপনার ঘাম ঝড়ে যাবে এতটা কঠিন এই গেম। আপনার মস্তিস্ককে রীতিমতো ট্রেইন করিয়ে ছাড়বে এই গেমটি।
গেমটির Sound Effects আপনাকে Horror কোনো Movie এর Feel দিবে। আর গেমটা বাহ্যিক দিক থেকে Horror Type এর মনে হলেও গেমটিতে Horror এর তেমন কিছুই নেই।
শুধু এর Concept টা একটু ভীতিকর মনে হতে পারে। গেমটি অনায়াসেই যেকোনো ডিভাইসেই খেলতে পারবেন কোনো সমস্যা ছাড়াই।
নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ
12) Game Name : Limbo
Game Developer : PlayDead
Game Size : 143 MB
Required OS : 4.4+
Game Mode : Offline
Game Released Date : February 21, 2015
Game Link : Rexdl/Revdl ( Playstore এ Paid গেম এটি। আর Demo Version খেলে মজা পাবেন না কারন তাতে Full Game টি আপনি পাবেন না।)
এই গেমটি Android & IOS দুটি Platform এই প্রচুর জনপ্রিয় একটি গেম। আপনি প্লে-স্টোরে এর রেটিং দেখলেই বুঝতে পারবেন। প্লে-স্টোরে ডাউনলোড হয়েছে গেমটি মোট ১০ লক্ষাধিকবারেরও বেশি তবুও এর Paid Version টি যার মূল্য বর্তমান বাংলাদেশী টাকায় ৪২০ টাকা (যদিও ১ দিনের Sell দিয়েছে আর এই Sell এ ৮০ টাকা গেমটির Price দিচ্ছে)।
যাই হোক, গেমটির রিভিউ সংখ্যা ৬২ হাজার+ এবং সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.9 ★! জি আপনি ঠিকই দেখেছেন। এই ৬২ হাজার+ মানুষের কাছে গেমটি এতটাই ভালো লেগেছে যে তাদের সকলের রেটিং মিলিয়ে রেটিং দাড়িয়েছে 4.9 ★।
রিভিউ এর কথা বাদই দিলাম। একটি Platformer Game হিসেবে এটি One of the best android game। কেননা এতে যে Unique আর অসম্ভব সুন্দর Storyline আছে তা সে ই বুঝতে পারে যে গেমটি খেলেছে।
গেমটি অনেকবারই খেলেছি আমি। আমার একটি অনেক প্রিয় গেম এটি। গেমটি সত্যিই খুব ভালো। আশা করছি আপনারাও খেলে দেখবেন।
গেমটি ১০০ টিরও বেশি Award জিতেছে এবং মানুষের কাছ থেকে Masterpiece এর খেতাবও পেয়েছে।
১০০ টির ভিতরে জনপ্রিয় যেসকল Award জিতেছে গেমটি তার কয়েকটার নাম দিয়ে দিলামঃ
Gameinformer’s “Best Downloadable”
Gamespot’s “Best Puzzle Game”
Kotaku’s “The Best Indie Game”
GameReactor’s “Digital Game of the Year”
Spike TV’s “Best Independent Game”
X-Play’s “Best Downloadable Game”
IGN’s “Best Horror Game”
গেমটির কিছু স্ক্রিনশটস নিচে দেওয়া হলোঃ
আশা করছি গেমগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই জানাবেন। যারা জানতেন না পোস্টটি শুধুমাত্রই তাদের জন্যে।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
ট্রিকবিডির সাথেই থাকুন।
ধন্যবাদ।
THIS IS 4HS4N
LOGGING OUT….
I am fish mobile
Ei game niye ekta post koren
Playstore এ নেই। Google এ যেগুলো পেলাম সেগুলো Review করার মতো না। আপনি কোনটার কথা বলতে চাচ্ছেন সেটার Link দিন।
Dekhen ss ace sob ace kintu namanor por onno game?
Eta kono game holo?
Er cheye subway surfers & candy crush o valo
https://calculatoruniverse.com/mixed-number-to-improper-fraction-calculator/