atina biology olympiad 2022.
রেটিনা বায়োলজি অলিম্পিয়াডে অংশগ্রহণ করে জিতে নিন আকর্ষণীয় পুরষ্কার || Ratina biology olympiad 2022.
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা।তোমরা যারা এসএসসি ২০২২ এর পরীক্ষা দিওছো, তাদের জন্য এক দারুণ সুযোগ।রেটিনা মেডিকেল ও ডেন্টাল এডমিশন কোচিং এর পক্ষ থেকে শুরুতে শুভেচ্ছা।তারা আয়োজন করেছে জীব বিজ্ঞানের এমসিকিউ পরীক্ষা।যার সম্ভাব্য তারিখ ২৯ই অক্টোবর, যেটি অফলাইন।অর্থাৎ নির্দিষ্ট কিছু কেন্দ্র অনুষ্ঠিত করা হবে।তবে বাংলাদেশের প্রায় প্রতিটি জেলায় জোন বা কেন্দ্র রয়েছে।আমি নিচে জোনের ছবি দিয়ে দিবো।আপনারা সুবিধা মতো জোন নির্ধারিত করে এক্সামের দিন অংশ নিতে পারবেন।তবে রেজিস্ট্রেশনের শেষ সময় ২৪ শে অক্টোবর, আর মাত্র দুই দিন বাকি।তাই দেরী না করি আজই ফ্রি রেজিস্ট্রেশন করুন নিচের গুগল ফর্ম থেকে।এছাড়া অংশগ্রহণ করলেই পাবেন আকর্ষণী একটি টি শার্ট, উচ্চতর ভর্তি তথ্যকণিকা এবং একটা চাবির রিং।পরীক্ষার সিলেবাস হচ্ছে সরকার কর্তৃক এসএসসি 2022 এর শর্ট সিলেবাস।আরো বিস্তারিত নিচে দেওয়া হলোঃ
” বুকের মাঝে স্বপ্ন হাজার, আকাশসম বড়ো
রুখতে জানি বাঁধার পাহাড়, দূর্বিনীত ঝড়ও। ”
সুপ্রিয় SSC/দাখিল ২০২২ ব্যাচের ভাইয়া-আপুরা!!
কিছু দিনের মধ্যেই তোমার পরীক্ষা শেষ হচ্ছে। শীঘ্রই মাধ্যমিকের সিঁড়ি অতিক্রম করে উচ্চ মাধ্যমিকের অধ্যায় শুরু করতে যাচ্ছো। তীব্র প্রতিযোগিতার এই যুগে অলস সময় কাটানোর সময় নেই। তোমাকে অন্যদের চেয়ে এগিয়ে থাকতে হবে।
লক্ষ্য নির্ধারণ করে, সেই পানে ছুটতে হবে। হাজারো শিক্ষার্থীর ভীড়ে তোমার অবস্থান যাচাই করতে, মেধাকে শাণিত করতে, তোমার আত্মবিশ্বাস কে বুস্ট আপ করতে, এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় তোমাকে অভ্যস্ত করে তুলতে SSC’22 বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য রেটিনা আয়োজন করছে RETINA BIOLOGY OLYMPIAD’22.
তোমাদের জন্য থাকছে ২০ লক্ষ টাকার নগদ শিক্ষাবৃত্তি ও পুরস্কার!!!
#রেজিস্ট্রেশন ফ্রী!
১.রেজিস্ট্রেশনের শেষ সময়ঃ ২৪ অক্টোবর
২. পরীক্ষার সম্ভাব্য তারিখঃ ২৯ অক্টোবর
৩. কারা অংশগ্রহণ করতে পারবেঃ SSC/সমমান ২০২২ এর বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী।
৪. রেজিষ্ট্রেশনের মাধ্যমঃ
অনলাইন গুগল ফর্ম https://forms.gle/TvCFL4VtSByFbF8z7
অফলাইনে সরাসরি ব্রাঞ্চে
যোগাযোগঃ
সামা ভবন, রিয়াজ কাজী লেন,সূত্রাপুর, বগুড়া।
মোবাইলঃ-০১৭১২-০৬৯২২৭,০১৭০০-৫৫৬৮৫৮
সিলেবাসঃ SSC’22 বায়োলজি শর্ট সিলেবাস
জোনভিত্তিক পুরস্কারঃ
★ ১মঃ ১০ হাজার টাকা
★ ২য়ঃ ৭.৫ হাজার টাকা
★ ৩য়ঃ ৫ হাজার টাকা
★ ৪র্থ – ১০তমঃ ২ হাজার টাকা
★ ১১তম – ২০তমঃ ১.৫ হাজার টাকা
★ ২১তম – ৫০ তমঃ ১ হাজার টাকা
কেন্দ্রীয় মেধাতালিকার প্রথম ২০ এর জন্য পুরষ্কারঃ
★ ১মঃ Mac book
★ ৩য়ঃ ipad Air 5
★ ৪র্থ – ১০মঃ Android phone
★ ১১তম – ২০তমঃ Smart watch
বিস্তারিত জানতে জয়েন করুন তাদের অফিশিয়াল ফেসবুক গ্রুপেঃ https://www.facebook.com/groups/772323137402166/?ref=share_group_link
11 thoughts on "এসএসসি ২০২২ শিক্ষার্থীরা বায়োলজি অলিম্পিয়াডে অংশ নিন"