আসসালামু আলাইকুম !
ট্রিকবিডির সকল সদস্যদের স্বাগতম ! ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন !
আমি সোহাগ আবারো হাজির হলাম আপনাদের মাঝে অন্য একটি পোষ্টে, আজকের পোস্ট শুরু করা যাক !
কেমন হবে যদি আপনার ফোনের ওয়াল পেপার নড়াচড়া করে? মানে আপনি আপনার ফোন যেদিকে ঘোরাবেন আপনার ফোনের ওয়াল পেপার ও যদি সেদিকে ঘোরে তাহলে কেমন হবে?
পাশাপাশি আপনার ফোনের 3D এর জন্য ফোন টা আরো আকর্ষণীয় লাগবে দেখতে৷
এর জন্য আপনাকে ছোট্ট একটা অ্যাপ ডাউনলোড করতে হবে৷ যার নাম: 3D Wallpaper Parallax
অ্যাপ ডাউনলোড করে প্রথমে ওপেন করে নিন, তারপর আপনি অনেক থ্রী ডি ওয়ালপেপার পেয়ে যাবেন৷ আপনার যেটা ইচ্ছা সেটা সেট করে নিন৷
অথবা আপনি আপনার পছন্দমত সার্চ করতে পারবেন৷
আপনার বাছাই করা ওয়ালপেপার প্রথমবার ডাউনলোড করতে হবে (1-2 mb)
তারপর নিচের মতো ব্যাটারি সেভার লেখা আসলে NEVER ASK AGAIN করে দিবেন৷
তারপর আপনি ওয়ালপেপার সেট করে নিন, আপনি ইচ্ছা করলে Home Screen অথবা Home and Lock screen সেট করতে পারবেন৷
তো এই ছিলো আমার আজকের ছোট্ট পোস্ট৷ নিচের লিংক থেকে অ্যাপ টা ডাউনলোড করে নিন৷
Download 3D Wallpaper Parallax
আরো পড়ুনঃ ↓↓↓
Robi Free Internet Offer 26GB-30GB Data
দারাজ থেকে পণ্য কেনার নিয়ম এবং দারাজ ১১ ১১ সম্পর্কে বিস্তারিত
এই পোষ্ট এতটুকুই ! এতক্ষণ সময় নিয়ে পোস্ট পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। ?
কোনো সমস্যা অথবা কোনো প্রয়োজন হলে আমার ↓
Facebook I’d
11 thoughts on "আপনার ফোন যেদিকে ঘোরাবেন, ফোনের Wallpaper সেদিকে ঘুরবে!"