আসসালামু-অলাইকুম, আজ আমি দেখাবো কিভাবে অনলাইনে প্রিমিয়ার ব্যাংকে একাউন্ট খুলতে হয় এবং কিভাবে প্রিমিয়ার ব্যাংকে ইন্টারনেট ব্যাংকিং বা pmoney একাউন্ট রেজিষ্ট্রেশন করতে হয়। তার আগে প্রিমিয়ার ব্যাংক নিয়ে কিছু তথ্য জেনে নেওয়া যাক –
প্রিমিয়ার ব্যাংকঃ
প্রিমিয়ার ব্যাংক লিমিটেড একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক যার নিবন্ধিত অফিস বনানী, ঢাকা, বাংলাদেশের। ড. এইচ.বি.এম. ইকবাল চেয়ারম্যান এবং শফিকুর রহমান এই ব্যাংকের অন্যতম প্রতিষ্ঠাতা ও পরিচালক। এম. রিয়াজুল করিম, এফসিএমএ বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা।
প্রতিষ্ঠিত: 1999
কর্মচারীর সংখ্যা: 1,947 (2019)
রাজস্ব: 12.95 বিলিয়ন BDT (2019)
মোট সম্পদ: 26.19 ট্রিলিয়ন BDT (2019)
সদর দপ্তর: 42 কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা, বাংলাদেশ
অবস্থানের সংখ্যা: 118টি শাখা, 10টি উপ-শাখা, 186টি এজেন্ট আউটলেট
সাবসিডিয়ারি: প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, দ্য প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, অ্যাসেট ম্যানেজমেন্ট আর্ম
ওয়েবসাইটঃ প্রিমিয়ার ব্যাংক
প্রিমিয়ার ব্যাংক একাউন্ট খুলতে কি কি লাগবেঃ
- একাউন্টহোল্ডারের জাতীয় পরিচয়পত্র,
- পাসপোর্ট সাইজের ছবি,
- একটি সচল মোবাইল নাম্বার,
- নমিনীর জাতীয় পরিচয়পত্র,
- নমিনীর পাসপোর্ট সাইজের ছবি,
- নমিনীর একটি সচল মোবাইল নাম্বার,
- ইন্টারনেট ব্যাংকিং করার জন্য একটি ইমেল।
অনলাইনে ব্যাংক একাউন্ট খোলার জন্য প্রথমেই এই লিংকে গিয়ে Account Open এ ক্লিক করুন-
Permanent address info
Name: নমিনীর নাম, ( NID অনুযায়ী)
যেকোন প্রয়োজনে যোগাযোগ করুনঃ
IQBAL CENTRE,42 Kemal Ataturk Avenue, Banani, Dhaka-1213
Tel: 16411(Mobile) or 09612016411(Overseas & Land Phone)
Fax: 880-2-9820808 ; 880-2-9820849
SWIFT Code: PRMRBDDH
E-mail: [email protected]
Web: www.premierbankltd.com
পূর্বে প্রকাশিতঃ এখানে
8 thoughts on "অনলাইনে প্রিমিয়ার ব্যাংক একাউন্ট খোলার নিয়ম"