আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি।
আমরা বর্তমানে প্রায় সবাই লেনদেন করি ব্যাংক এর মাধ্যমে। বলতে গেলে প্রায় সবার ব্যাংক একাউন্ট আছে।
এই ব্যাংক একাউন্ট এর জন্য প্রতিটি ব্যাংক আমাদের ডেবিট কার্ড প্রদান করে।
বাংলাদেশে ব্যাংকিং সেক্টরে ডাচ বাংলা ব্যাংক এগিয়ে রয়েছে।
বাংলাদেশে প্রায় প্রতিটি জেলা উপজেলায় তাদের শাখা এবং উপশাখা রয়েছে।
তাদের সারা দেশব্যাপী ? সুবিধা রয়েছে। যার মাধ্যমে সহজেই টাকা লেনদেন করা যাচ্ছে।
অনেক সময় দেখা যায় আমাদের কার্ড একাউন্ট এ ব্যালেন্স শেষ হয়ে যায়, তখন আমাদের ব্রাঞ্চে যেতে হয় টাকা রিলোড করতে।
এবং সেখানে টাকা অ্যাড করতে দিলে 24 ঘণ্টা সময় লাগে টাকা কার্ডে অ্যাড হতে ।
যা, রীতিমত ঝামেলা এর কাজ, যদি আপনার একটি রকেট একাউন্ট থেকে আপনাকে কষ্ট করে ডাচ বাংলা ব্যাংকের অফিস থেকে টাকা রিলোড করতে হবে না।
আপনি চাইলে সরাসরি আপনার রকেট একাউন্ট থেকে আপনার ডাচ বাংলা ব্যাংকের একাউন্ট এ টাকা পাঠাতে পারবেন সাথে সাথেই।
কিভাবে টাকা পাঠাবেন দেখে নিন:
প্রথমত আপনি রকেট অ্যাপস টি ওপেন করুন।
এরপর আপনি “Bank Transfer” লেখাতে ক্লিক করুন।
DBBL/AC লেখাতে ক্লিক করুন।
DBBL CBS Nambar: এইখানে আপনি আপনার ডেবিট কার্ড এর একাউন্ট নাম্বার টি লিখুন। নিচে Amount লিখুন। এইবার SUBMIT করুন।
তারপর পিন নাম্বার দিয়ে Tap করে ধরে থাকুন। টাকা চলে যাবে আপনার ডেবিট কার্ড একাউন্ট এ।
টাকা গেলে এমন এসএমএস পাবেন আপনার ফোনে।
এইভাবে আপনারা ব্রাঞ্চে না গিয়ে সহজেই আপনার ডেবিট কার্ড একাউন্ট এ টাকা পাঠাতে পারবেন সাথে সাথেই ।
তো, বন্ধুরা এই ছিল বিস্তারিত ধন্যবাদ সবাইকে আমার পোস্ট টি পড়ার জন্য,, সব সময় আপডেট তথ্য পেতে TRICKBD এর সাথেই থাকুন।
যেকোনো প্রয়োজনে আমাকে পাবেন এই লিংকে
15 thoughts on "রকেট থেকে সরাসরি আপনার ডাচ বাংলা ব্যাংকের একাউন্ট এ টাকা পাঠাবেন যেভাবে জেনে নিন!!"