আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি।

মানুষ এর জীবনে ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে ব্যাংকিং ব্যাবস্থা। আমাদের নিত্য নতুন কাজের জন্য ব্যাংক এর ব্যাবহার বেশি হয়েছে ।

ব্যাংকে আমাদের যদি একাউন্ট থেকে ব্যাংক আমাদের চেক বই এবং ডেবিট কার্ড/ভিসা কার্ড প্রদান করে থাকে।

অনেক সময় শপিং করা বা অন্যান্য কাজে আমরা কার্ড ব্যাবহার করি
কিন্তু সব ব্যাংক এর কার্ড দিয়ে দেশী বিদেশি পেমেন্ট করা যায় না বা বিদেশে ভ্রমণে অর্থ প্রদান করা যায় না ।

শুধু মাত্র ডুয়াল কারেন্সি ভার্চুয়াল কার্ড এর মাধ্যমেই পেমেন্ট সম্পূর্ন করা যায়।

ডুয়াল কারেন্সি কার্ড আসলে কি:

ডুয়াল কারেন্সি কার্ড হলো এমন একটা ব্যাংকিং কার্ড যার মাধ্যমে আপনি দেশে বিদেশে সব জায়গা তে ব্যাবহার করতে পারবেন।

বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে মানুষ চিকিৎসা এর ক্ষেত্রে অথবা ভ্রমণে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে ভ্রমণে যায়।

সেখানে আমাদের দেশীয় মুদ্রা চলে না এই জন্য আমাদের ডুয়াল কারেন্সি কার্ড করতে হয় যার মাধ্যমে ডলার খরচ করে চলতে হয়।

কোন কোন ব্যাংকের ডুয়াল কারেন্সি কার্ড এর সেবা ভালো:

প্রথমত বাংলাদেশের মানুষ দের কাছে সবচাইতে জনপ্রিয় ব্যাংক হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

এটি গ্রাহকদের সাধারণ কার্ড এর পাশাপাশি ডুয়াল কারেন্সি ভার্চুয়াল কার্ড ও দিয়ে থাকে,যা ভারতে ব্যাপক পরিচিত।

বাংলাদেশে দ্বিতীয় ধাপের ডুয়াল কারেন্সি কার্ড এর সেবা প্রদান করে ইস্টার্ন ব্যাংক।

আপনি চাইলে এই ইস্টার্ন ব্যাংক এর ভার্চুয়াল কার্ড ব্যাবহার করে ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল এর ভিডিও বুস্ট করতে পারবেন খুব সহজে।

এবং বিশেষ করে বাংলাদেশের বাইরে এর সার্ভিস অনেক ভালো ডুয়াল কারেন্সি ভার্চুয়াল কার্ড হিসেবে।

বাংলাদেশের আরেকটি ব্যাংক হলো আইএফআইসি ব্যাংক যা বাংলাদেশী সকল মানুষ এর কাছে বর্তমান সময়ে বেশ জনপ্রিয় ব্যাংক হিসেবে পরিচিত।

এই ব্যাংক এর আইএফআইসি আমার একাউন্ট যদি থাকে আপনি সাধারণ গ্রাহক হয়েও ডুয়াল কারেন্সি সেবা উপভোগ করতে পারবেন ।

বাংলাদেশের আরেকটি ব্যাংক হলো মেঘনা ব্যাংক যা অনেক সময় থেকেই ডুয়াল কারেন্সি সেবা প্রদান করে আসছে।

এটিও মানুষ ব্যাবহার করে ডুয়াল কারেন্সি কার্ড হিসেবে।

আমি ব্যাক্তিগতভাবে সাজেশন দিবো ডুয়াল কারেন্সি কার্ড হিসেবে আপনারা ইস্টার্ন ব্যাংক এ একাউন্ট করে কার্ড নিবেন।

তাদের সার্ভিস সবচাইতে ভালো এই ডলার সংকট এর সময়েও তারা বেশ ভালো সার্ভিস দিচ্ছে ।

ডুয়াল কারেন্সি কার্ড নিতে কি কি করতে হবে:

প্রথমত ডুয়াল কারেন্সি ভার্চুয়াল কার্ড সবাই উপভোগ করতে পারবেন না। এই জন্য অবশ্যই আপনার পাসপোর্ট থাকতে হবে ।

পাসপোর্ট ছাড়া কখনও ব্যাংক ডুয়াল কারেন্সি কার্ড ইস্যু করে না।
যদি পাসপোর্ট থাকে আপনি ব্যাংক এ কথা বললে আপনাকে ডুয়াল কারেন্সি কার্ড দিয়ে দিবে।

ডুয়াল কারেন্সি কার্ড ব্যাবহার করতে আপনার একাউন্ট এ ডলার রাখতে হবে। ডলার ছাড়া আপনি বাইরের দেশে এটি ব্যাবহার করতে পারবেন না।

ডলার রাখলে আপনি বাইরের দেশের ? থেকে টাকা তুলতে পারবেন।

যেমন আমি ভারতে চিকিৎসা এর জন্য গিয়েছিলাম সেখানে ডুয়াল কারেন্সি কার্ড দিয়ে ভারতের কোটাক মাহিন্দ্রা ব্যাংক এর ? থেকে টাকা তুললাম।

এছাড়াও ডুয়াল কারেন্সি কার্ড দিয়ে আপনারা ভারতের AXIX Bank এবং Bank Of India থেকেও টাকা উত্তোলন করতে পারবেন ।

তো, বন্ধুরা এই ছিল বিস্তারিত ধন্যবাদ সবাইকে আমার পোস্ট টি পড়ার জন্য, দেখা হবে নতুন কিছু নিয়ে আপনাদের সামনে ততক্ষণ TRICKBD এর সাথেই থাকুন।

যেকোনো প্রয়োজনে আমাকে পাবেন এই লিংকে

আমার ফেসবুক আইডি

8 thoughts on "ডুয়াল কারেন্সি কার্ড এর জন্য কোন ব্যাংক গুলো সেরা জেনে নিন! কিভাবে পাবেন ডুয়াল কারেন্সি কার্ড জেনে নিন !!"

  1. Md Parvej Contributor says:
    passport cara dey na ami to dheklam dey apni ki sure jene boltecen naki na jenei post korcen
    1. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      আমি সব জেনেই পোস্ট করেছি, কারণ আমি নিজেই ডুয়াল কারেন্সি কার্ড ইউজার আমি পাসপোর্ট ছাড়া কার্ড করতে পারি নি। বাংলাদেশ ব্যাংক এর নিয়ম অনুযায়ী পাসপোর্ট ছাড়া ডুয়াল কারেন্সি কার্ড পাওয়া সম্ভব না
    2. Md Azizur Rahaman Contributor says:
      passport chara neoya jaina eta wrong.

      1.apni jodi university student hon tahole dual currency nite parben.
      2. apni jodi govt registered freelancer hon tahole nite parben. Brac Bank theke

    3. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      হতে পারে হয়তো আমি এই বিষয় এ অবগত ছিলাম না
    1. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      Thank you
  2. Tahasan Tanvir Contributor says:
    Facebook follower kinar valo site ace

Leave a Reply