হেলো বন্ধুরা কেমন আছেন সবাই ?

আশাকরি সবাই ভালোই আছেন।বেশ কিছুদিন পরে আপনাদের জন্য নিয়ে এলাম দারুন একটা পোস্ট,আশাকরি পোস্ট টি আপনাদের সবার অনেক কাজে লাগবে।

lock screen protector

পোস্ট এর টাইটেল দেখে তো বুঝেই গেছেন যে আজকের পোস্ট টির বিষয় কি! আজকে আমরা কথা বলবো ফোন লক অবস্থায় কেউ যেন আপনার ফোনটি যেন অফ করতে না পারে।এখন অনেকেরই মনে এই প্রশ্ন থাকতে পারে এই পোস্ট টির দরকার কি? দরকার আছে ভাই,কি দরকার তা বিস্তারিত বলছি।

পোস্ট এর গুরুত্বপূর্ণতাঃ

আমাদের মধ্যে অনেকেই আছেন যারা নিয়মিত যাতায়াত করেন বা বলতে পারেন অনেকেই আছেন যাদেরকে নিয়মিত একটি শিডিউল মেনে চলাফেরা করতে হয়।যেমন ধরেন প্রতিদিন বাড়ি থেকে অফিস,আবার অফিস থেকে বাড়ি।এতে করে প্রায়ই এরকম হয় কারো না কারো ফোন রাস্তায় হারিয়ে যায় বা কেউ ফোনটি চুরি করে নেয়।চুরি করার পরেই তাদের প্রথম কাজ হয় ফোনটি অফ করে দেওয়া।আর অফ করা খুব সিম্পল,পাওয়ার বাটন টা কিছুক্ষণ চেপে ধরে রেখে অফ করে দিলেই হলো।আজকে আমি যে অ্যাপটির কথা বলবো সেটি ইনস্টল করা থাকলে ফোন টা লক থাকা অবস্থায় কেউ অফ করতে পারবে না।(যেহেতু প্রায় সবাই তার স্মার্টফোন এখন সিকিউর করেই রাখে)

এতে করে ফোনটি হারিয়ে বা চুরি হয়ে গেলে অন্তত আপনি কিছু সময় পাবেন Google find my device এর মাধ্যমে ফোনটি কোন এলাকায় আছে তার একটা ধারনা পাওয়ার।চুরি বা হারিয়ে যাওয়া ফোনটি অন্তত ততক্ষণ অফ করতে পারবে না যতক্ষণ না কোন মেকার এর কাছে যেয়ে ব্যাটারী ডিস্কানেক্ট করে নেয়।আর ফোন যদি ওল্ড মডেল মানে রিমুভ-এবল ব্যাটারী হয় তাহলে কিছু করার নেই

আসুন শুরু করিঃ

প্রথমে নিচের দেওয়া লিঙ্ক থেকে অ্যাপ টি ডাউনলোড করে নিন প্লেস্টোর থেকে

অ্যাপ নামঃ Lock Screen Protector

অ্যাপ টা সেটাপ করা খুব সহজ ।ইনস্টল করা হয়ে গেলে ওপেন করুন

How to Recover lost Phone

 

ওপেন করলেই অ্যাপ টি আপনার সামনে বেশকিছু পারমিশন চাইবে।একে একে সব দিয়ে দিন

How to Recover lost Phone

 

তাহলেই অ্যাপটির হোমস্ক্রিন ওপেন হয়ে যাবে। এখন শুধু নিচের অপশন দুইটা চালু করে দেন

How to Recover lost Phone

 

আপনি যদি চান যে কেউ আপনার ফোনে ভুল্ভাল লক স্ক্রিন দিলে এলার্ম বাজবে বা একটা সেলফি উঠে যাবে তাহলে Take Selfie আর Enable Alarm অপশনটি চালু করে রাখতে পারেন।

আশাকরি আপনারা সবাই ভালোভাবে বুঝতে পেরেছেন তারপরও কারো যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে পোস্ট টি আরও একবার পড়ে নিতে পারেন এতে আপনার বুঝতে সুবিধা হবে অথবা আপনি কমেন্ট ও করতে পারেন।

31 thoughts on "হারিয়ে বা চুরি হয়ে যাওয়া ফোনে স্ক্রিন লক দেওয়া থাকলে ফোন টি অফ করতে পারবেনা চোর (ব্যাটারি খুলে নেওয়া ছাড়া)"

  1. MD Musabbir Kabir Ovi Author says:
    নতুন কিছু শিখলাম ধন্যবাদ কাজে দিবে
  2. Levi Author says:
    অসাধারণ পোস্ট।
  3. Sohel26900 Contributor says:
    Vai Ami ata calu korar por to Amar phone ar power off korlam kor kisui to Holo na
    1. Danger Rafi Author Post Creator says:
      Screen lock thaka obosthai power off hobe na,kew power button chepe power off korte parbe na..ar je option gulo enable korte bolechi koren,sob permission den
  4. ZoRD Erin Contributor says:
    যদিও অনেক কষ্ট করে পোস্ট লিখছেন
    কিন্তু একটা কথা জেনে রাখবেন কোনো অ্যাপস দিয়ে ফোন বন্ধ করা থেকে আটকানো যায় না।স্যামসাং ফোনে এই সিস্টেম ইন-বিল্ড আছে তাও তো ২বাটন চেপে ধরলে রিকভারি থেকে ফোন অফ/রিসেট করা যায়?
    ধন্যবাদ।।।
    1. Danger Rafi Author Post Creator says:
      দুইটা বাটন চেপে ধরে রাখলে ফোর্স রিবুট হয় জানি। আমার ক্লিন অ্যান্ড্রয়েড এ লক থাকা অবস্থায় চেষ্টা করে দেখেছি,রিবুট হতে দেয় না।সামস্যাং এ থাকলেও সব ফোনে নাই ভাই, আশাকরি বুঝেছেন।
  5. ZoRD Erin Contributor says:
    হাস্যকর?
    1. Danger Rafi Author Post Creator says:
      জ্বি ভাই, বছরজুড়ে হেসে না থাকলে মন খুলে হাসুন, হাসতে মানা নাই
  6. Cyber Crime Contributor says:
    কোন দরকার ছিল না পোস্ট করার এসব।।এতো বড় সেমসাং পারে নাই।।আর আইছেন এপ্স দিয়া কাহিনি শুনাইতে।।। ??
    1. Danger Rafi Author Post Creator says:
      আপনার সাথে তর্কে যেতে চাই না,
  7. KHSumon Contributor says:
    দুনিয়ার যত এন্ড্রয়েড আছে সবগুলাতেই ফোর্স রিবুট সিস্টেম আছে ইনবিল্ড করা।
    এইটা একটা ফিচার এনড্রয়েডের
    আপনি বুঝেন নাই, না বুঝে এমন পোষ্ট করা উচিত হয়নি

    আর যদি বলেন আপনি টেষ্ট করেই পোষ্ট করসেন যে আপনার ফোন অফ হয়না।
    তবে নক দিয়েন ফেসবুকে আমার ইউজারনেম khsumonz দেখান যে আপনার ফোন হয়না ।

    1. Danger Rafi Author Post Creator says:
      আপনি যেটা ভালো মনে করেন ভাই, আপনার সাথে তর্কে যেতে চাই না।যার দরকার হবে করবে,যার দরকার হবে না করবে না,সিম্পল
  8. mdmamunrahman Contributor says:
    It’s amazing
    It’s working my device Walton primo gh9 10 version
    Try
    1. Danger Rafi Author Post Creator says:
      ধন্যবাদ ভাই।
  9. @QnA Contributor says:
    Apner Whatsapp number daoa jaba
  10. Sanot Roy Contributor says:
    এটা কোনো কাজে লাগবে না ,,,,চোর প্রথম ফোন অফ করে না?,,,,,,,, পিন দিয়ে সিম খোলে ??
  11. Rumen Rana Contributor says:
    এটা যদি আমি ট্রাই করি
    তারপর কিভাবে আনলক করব
  12. MD Hasan Xhmed Contributor says:
    অসাধারণ ট্রিক।
    1. Danger Rafi Author Post Creator says:
      আপনাকে অনেক ধন্যবাদ ভাই
    2. MD Hasan Xhmed Contributor says:
      ওয়েলকাম।
  13. shantomb Contributor says:
    আপনি কোন মডেলে ফোনে চেষ্টা করে সফল হয়েছেন ভাই?
    আমি একজন মোবাইল ফোন টেকনেশিয়ান, আজ পর্যন্ত লক খোলার জন্য ব্যাটারি খুলতে হয় নাই ফোনের। ৮বছরের এক্সপেরিয়েন্স থেকে বলছি।
    1. Danger Rafi Author Post Creator says:
      কোন যুক্তিতে কথা গুলো বললেন ,হতে পারে আপনার এক্সপেরিয়েন্স আছে।সবাই কি আপনার মতো টেকনিসিয়ান?
  14. Tarek Aziz Contributor says:
    অনেক সুন্দর করে লিখছেন, তবে বর্তমানে ফোনগুলো ৩টা বাটন একসাথে কিছুক্ষন চেপে ধরে রাখলে ফোন বন্ধ হয়ে যায়
    1. Danger Rafi Author Post Creator says:
      এই অ্যাপ এ পারমিশন দিয়ে , ফোন লক থাকা অবস্থায় তিনটা বাটন চেপে ধরে রাখতে পারেন ,ট্রাই করে দেখেন কি হয়,জরুরি নয় যে সব ফোনে হবে ,সব ফোনের সিকিউরিটি একরকম নয়্‌, তাছাড়াও পোস্ট এ আমি উল্লেখ করে দিয়েছি আপনি হাতে কিছু সময় পাবেন গুগল ফাইন্ড মাই ডিভাইস দিয়ে চেক করার জন্য ফোন টা কোন এলাকায় আছে,ওই এলাকার পুলিশকে বললে অনেক আগিয়ে যায় বিষয় টা,ট্রিক টা যে একেবারে পার্মানেন্ট তা তো বলিনি
  15. Green Zone Contributor says:
    dur bal sob bal e kora jay
  16. Asif Contributor says:
    ট্রিকটি ভালো কাজের আছে
  17. vromonkal.com Contributor says:
    একবার ট্রাই করে দেখতে হবে।

Leave a Reply