Trickbd.com এর সকল সদস্যদের স্বাগতম ! ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন !
আমি সোহাগ আবারো Trickbd.com এ হাজির হলাম আপনাদের মাঝে অন্য একটি পোষ্টে, আজকের পোস্ট শুরু করা যাক !
•••
•••
কারো সাথে বিরক্তিকর সময়ে আঁটকে গেছেন ? আপনি চাচ্ছেন যেন সামনের জনকে কোনো বাহানা দেখিয়ে চলে আসতে ? অথবা কারো সাথে Prank করতে চান ? তাহলে Call Assistant অ্যাপ আপনার জন্য উপযুক্ত।
Call Assistant হলো একটি Fake Call অ্যাপ। এটা দিয়ে আপনি Video Fake Call, Audio Fake Call করতে পারবেন।আমি জানি ফেক কল অ্যাপ নিয়ে ইতিমধ্যেই ট্রিকবিডিতে পোস্ট আছে। কিন্তু তবুও করা কারণ এতে আমি নতুন কিছু দেখেছি তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি।
এই কল অ্যাসিস্টেন্ট – ফেক কল অ্যাপের সাহায্যে আপনি যা যা করতে পারবেন: ↓
Call Assistant – Fake Call আপনাকে আপনার সেট করা সময়/দিন এ ফেক তৈরি করতে সাহায্য করবে। এটা দিয়ে আপনি শর্টকাটেও মাত্র ১ ক্লিকে ফেক কল তৈরি করতে পারবেন। Features:
✓ Video Fake Call এবং Audio Fake Call তৈরি করতে পারবেন।
✓ আপনার সেট করা নির্দিষ্ট সময়ে নতুন ফেক কল করতে পারবেন।
✓ নতুন ফেক কল করার জন্য নাম, ফোন নাম্বার, প্রোফাইলের ছবি নিজের মতো করে কাস্টমাইজড করতে পারবেন।
✓ ৩৬ টির বেশি Fake Call Layout ব্যবহার করতে পারবেন।
✓ Fake caller history check করতে পারবেন।
✓ Fake Incoming call এবং Received করলে আসল কলের মতো Experience পাবেন।
✓ কোনো Internet connection ছাড়াই ব্যবহার করতে পারবেন।
✓ Background এবং Foreground এ Fack call করতে পারবেন।
✓ নিজের ভয়েস রেকর্ড করে সেট করতে পারবেন। এতে ফেক কল রিসিভ করলে আপনার রেকর্ড করা ভয়েস শুনতে পাবেন।
✓ Contacts থেকে আপনি fake caller information সেট করতে পারবেন।
✓ Fake call ringtone, vibration এবং voice প্রয়োজন অনুযায়ী Customized করতে পারবেন।
✓ এই অ্যাপে Dynamic shortcut এবং pinned shortcut ব্যবহার করতে পারবেন।
✓ Flashlight চালু/বন্ধ করতে পারবেন, যখন ফেক কল রিসিভ করবেন তখন ফ্ল্যাশ লাইট জ্বলে উঠবে।
✓ Fake call Ring volume, Media volume ইচ্ছা মতো কাস্টমাইজড করতে পারবেন।
এই ফিচারগুলো আপনার যথেষ্ট বলে আমি মনে করি। এবার অ্যাপের ব্যবহার সম্পর্কে জেনে নিন।
অ্যাপের ব্যবহারঃ
প্রথমে অ্যাপ ওপেন করে প্রয়োজনীয় পারমিশন গুলো দিয়ে দিন। তারপর + আইকনে ক্লিক করে Video Call করবেন নাকি Audio Call করবেন সেটা বাছাই করে ক্লিক করুন।
এরপর আপনার পছন্দ মত ফেক কলার এর
নাম, নাম্বার, ছবি,
কতক্ষণ পর/কখন/কবে কল করাবেন,
কলের লেআইউট,
কোনো রেকর্ড করা ভয়েস সেট করবেন কিনা,
রিংটোন পরিবর্তন করবেন কিনা,
কল রিপিট করবেন কিনা,
এসব সেট করার পর SCHEDULE CALL এ ক্লিক করুন।
ব্যাস ! তারপর আপনার ফেক কল চলে আসবে।
যেমনটা আগেই বলেছি যে কলের লেআইউট পরিবর্তন করতে পারবেন। তাই চাইলে আপনার পছন্দ মত লেআউট সেট করে নিন।
আপনি চাইলে ফেক কলের জন্য শর্টকাট তৈরি করতে পারবেন। কিন্তু এর জন্য আপনাকে এই অ্যাপের প্রো ভার্সন কিনতে হবে ! যদি আপনার শর্টকাটের দরকার হয় তাহলে আপনি Lucky Patcher দিয়ে অ্যাপ এর In-app purchases hack করে প্রো ভার্সন কিনতে পারবেন, অথবা গুগল থেকে মোড ভার্শন ডাউনলোড করুন।
শর্টকাট তৈরি করার পর সেটা আপনার ফোনের হোম স্ক্রীনে চলে আসবে। আপনি সেই শর্টকাটে একটা ক্লিক করলেই ফেক কল চলে আসবে।
এছাড়াও আপনি আরো ভালো অভিজ্ঞতা পেতে চাইলে, অ্যাপের সেটিংস এ গিয়ে :
Flashlight,এগুলো ব্যবহার করতে পারবেন প্রো ভার্সন না কিনেই। বিশেষ করে Flashlight অপশন চালু করলে যখনই আপনার কাছে ফেক কল আসবে তখন ফোনের টর্চ বা ফ্ল্যাশ লাইট জ্বলে উঠবে।
আর Go home after ended call এটা চালু করলে প্রত্যেকবার ফেক কল রিসিভ করে কেটে দেওয়ার পর আপনাকে আপনার ফোনের হোম স্ক্রীনে নিয়ে যাওয়া হবে।
এরপর আপনি Fake video call অপশনে গেলে আগে থেকেই ৫ টা উদাহরণ পেয়ে যাবেন।
Jethalal – ভারতীয় Sony Sab টিভি চ্যানেলের ধারাবাহিক নাটক তারাক ম্যাহতা কা উল্টা চাশমা এর একজন অভিনেতা।এবং এগুলোর প্রত্যেক টাতেই আগে থেকেই ভিডিও দেওয়া আছে, এগুলোর ফেক ইনকামিং কল করলেই দেখতে পাবেন।
এরপরেও আপনি চাইলে নিজেও ফেক ভিডিও কল তৈরি করতে পারবেন, এর জন্য ADD VIDEO CALLER অপশনে ক্লিক করুন। তারপর আপনার ইচ্ছা মত সেট করে নিন।
সেট করা হয়ে গেলে আবার ADD VIDEO CALLER অপশনে ক্লিক করুন।
এরপর আপনার পছন্দ মত সময়, রিংটোন, লেআউট, রিপিট সেট করে SCHEDULE VIDEO CALL ক্লিক করুন।
এছাড়াও ভিডিও কলের আইকনে ক্লিক করলেই ফেক কল চলে আসবে।
আপনার সেটিং শেষ। এখন আপনি যাকে নিয়ে খুশি ফেক কল তৈরি করতে পারবেন।
এছাড়াও যদি আপনি শর্টকাট তৈরি করেন তাহলে সেটা ফোনের লক স্ক্রীনে পাবেন না। যদি আপনি এই অ্যাপের ব্যাকগ্ৰাউন্ডে চলার অনুমতি বন্ধ করেন তাহলে অ্যাপ থেকে বের হওয়ার পর, ফোনের স্ক্রীন লক করার পর এই অ্যাপ কোনো কাজ করবে না।
নিচে অ্যাপের ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে ডাউনলোড করে নিন। ↓
Download from PlayStore ↓
°°°
এই পোষ্ট এতটুকুই ! এতক্ষণ সময় নিয়ে Trickbd.com এ পোস্ট পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। ?
You must be logged in to post a comment.
Learn somthing new. Thanks
অনেক আগে ব্যাবহার করেছিলাম এমন একটি অ্যাপ। ভালো কোনো কার্যকরী অ্যাপ নিয়ে পোস্ট করুন।
আরে এটা তো কাজে লাগাতে হবে দেখছি
ধন্যবাদ কাজে লাগবে ভবিষ্যতে