আসসালামু আলাইকুম , কেমন আছেন সবাই ? আশা করি বেশ ভালোই আছেন , সারাদিন কি শুধু ফোন ই ব্যবহার করেন না অন্য কিছুও করেন 

 

অনেকেই আছে সারা রাত দিন বেশির ভাগ সময় ই মোবাইল এর পিছনে কাটিয়ে দেয় । অনেকেরই বাচ্চা সারাদিন লুকিয়ে লুকিয়ে ফোন ইউজ করে , তো মূলত তাদের জন্যই আজকের পোস্ট টি করা ,

 

এই ছোট্ট ট্রিক টির মাধ্যমে হোম স্ক্রিন এই দেখতে পারবেন আপনার ফোন টি দিনে কতক্ষণ ব্যবহার করা হচ্ছে , এবং কোন অ্যাপ বা কোন ওয়েবসাইট কতক্ষণ চালানো হয়েছে, এবং সেগুলোর লিমিট ও করে দিতে পারবেন । 

 

তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেই কিভাবে কি করতে হবে । 

 

প্রথমে হোম স্ক্রিন এ একটু টিপ দিয়ে ধরে থাকুন , এরপর কিছু অপশন আসবে যেমন ওয়ালপেপার , আইকন , লেয়াউট, ইত্যাদি , ওখান থাকে আপনারা Widgets অপশন এ চলে যাবেন ।

 

 

 

তারপর একটু নিচে বা সাইড এ স্ক্রল করে এই Digital Wellbeing – Your Screen Time খুঁজে বের করুন। 

 

 

তারপর টিপ দিয়ে ধরে আপনার হোম স্ক্রিন এ নিয়ে ছেড়ে দিন , অবশ্যই হোম স্ক্রিন ফাঁকা রাখবেন বা নতুন পেজ তৈরি করে নিবেন

 

 

ওটা একটু টিপ দিয়ে ধরে নিজের ইচ্ছা মত রিসাইজ করে নিতে পারবেন । 

 

 

এবার এখন যদি ওটার মাঝখানে ক্লিক করেন তো আপনাকে পুরো ডিটেইলস ই দেখিয়ে দিবে । কোন অ্যাপ বা ওয়েবসইট কতক্ষণ ইউজ করেছেন । 

 

 

 

তো ভালো থাকুন সবাই। আজ এই পর্যন্তই , আর একটু কম কম করে ফোন চালাবেন । বেশি আসক্ত হইয়েন না । 

5 thoughts on "এবার আপনার হোম স্ক্রিন এই দেখাবে আপনি দিনে কতক্ষণ ফোন ব্যবহার করেছেন , এবং কি কি ব্যবহার করেছেন।"

  1. MD Musabbir Kabir Ovi Author says:
    ধন্যবাদ ভাইয়া
    1. Chanchal Islam Author Post Creator says:
      U r wlc
    1. Chanchal Islam Author Post Creator says:
      Onekei janena

Leave a Reply