আস্সালামু আলাইকুম। ট্রিকবিডি তে আপনাকে স্বাগতম জানাচ্ছি আমি চঞ্চল ।

কেমন আছেন সবাই ? আশা করি অনেক অনেক ভালো আছেন। দোয়া করি আল্লাহ যেন আপনাদের সুস্থতা দান করেন। 

 

আজ অনেক দিন আবারও পোস্ট লিখতে বসলাম নতুন একটি টপিক নিয়ে ।

ট্রিকবিডি তে আমার আগের পোস্ট এ উইন্ডোজ এর জন্য একটা এসএমএস বোম্বার শেয়ার করেছিলাম ।

কমেন্ট দেখে বুঝলাম অনেকেই অনেক উপকার পেয়েছেন , আর অনেক খুশি হয়েছেন । 

 

ওই পোস্ট এ বলেছিলাম যে পরের পোস্ট এ দেখাবো যে কিভাবে পাইথন ফাইল থেকে exe ফাইল মানে কম্পিউটার এর এক্সেকিউটাবল অ্যাপ্লিকেশন বানানো যায় । 

 

So,  আমি জানি যে এটা পাইথন কোড ডেভলপারদের প্রচুর কাজে দিবে, আমি এটার ২ টা পর্ব করে পোস্ট করবো , ২ টা ২ ভাবে করা দেখাবো । 

 

এটা করার জন্য আপনাকে অবশ্যই পাইথন  ইনস্টল করে নিতে হবেই । পাইথন দিয়েই পাইথন ফাইল exe বানাবো, ভয় পাবেন না , সহজ ই আছে, আর নেক্সট পার্ট আরো সহজ হবে ।

 

আজকের পর্বে আমরা পাইথন এর pyinstaller মডিউল টা ব্যাবহার করবো । তো চলুন শুরু করা যাক ।

 

Firstly একটা ফোল্ডার তৈরি করে নিন এমনিই একটা নাম দিয়ে , তারপর ওই ফোল্ডার এ আপনার .py ফাইল মানে পাইথন ফাইল টা রাখুন ।

আর অ্যাপ্লিকেশন এর যে লোগো দিবেন সেটা রাখুন । আইকন টা অবশ্যই .ico ফরম্যাট এ রাখতে হবে । 

 

 

Then ওই ফোল্ডার এ cmd অর্থাৎ কমান্ড প্রমোট ওপেন করুন ।

 

 

ওই pip install pyinstaller এটা শুধু প্রথম বার লিখতে হবে , but পরে আর লেখা লাগবে না।

 

 

 

তারপর লিখতে হবে pyinstaller –onefile –icon তারপর আইকন তার নাম দিবেন ,

তারপর পাইথন ফাইল তার নাম দিতে হবে। for example :- 

pyinstaller onefile icon ic.ico acbomb(main).py

 

 

একটু অপেক্ষা করুন until being complete । 

 

 

হয়ে গেলে cmd ক্লোজ করে দিন ,

দেখবেন যে ওই ফোল্ডার এ কিছু নতুন ফাইল আর ফোল্ডার তৈরি হয়ে গেছে , সেখান থেকে dist নামে ফোল্ডার এ চলে যাবেন ।

 

 

তারপর পেয়ে যাবেন আপনার বানানো exe ফাইল টা, এখন এটা সবার সাথে easily শেয়ার ও করতে পারবেন , 

 

 

এই দেখুন finally অ্যাপ্লিকেশন টি ওপেন হয়েছে ।

 

 

ওই অ্যাপ টা রান করতে পাইথন লাগবেনা ,

মানে পাইথন ইনস্টল করা ছাড়াই চলবে ওই পাইথন থেকে বানানো exe ফাইল টা । 

 

আজ এই পর্যন্তই ,Then  নেক্সট পার্ট এ কথা হবে আরো সহজ উপায় নিয়ে , । এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন । 

 

আমার সাথে যোগাযোগ করতে  Click Here  

18 thoughts on "যেভাবে পাইথন ফাইল কে exe তে কনভার্ট করে উইন্ডোজ এর সফটওয়্যার বানাবেন । Part 1"

  1. Anonymous Contributor says:
    ei Virtual box kivabe android e run korbo?
    1. Chanchal Islam Author Post Creator says:
      Nox ba BlueStacks babhar koren
    2. KawႽαᖇ AӀɑო✨ Contributor says:
      Virtual boxএ আপনি চাইলে Android iso ফাইল Install করতে পারেন
    1. Chanchal Islam Author Post Creator says:
      Thanks bro ?
    1. Chanchal Islam Author Post Creator says:
      Thank you
    1. Chanchal Islam Author Post Creator says:
      Thank you so much
  2. MD Musabbir Kabir Ovi Author says:
    ভালোমত দেখানোর জন্য ধন্যবাদ
    1. Chanchal Islam Author Post Creator says:
      U r welcome
  3. Tech Lover Author says:
    Eita to CMD te open holo….
    1. Chanchal Islam Author Post Creator says:
      Hm
    2. Chanchal Islam Author Post Creator says:
      Amar script a terminal a open hwar moyoi code,, apni jdi python diye calculator banan taile calculator e open hbe
    1. Chanchal Islam Author Post Creator says:
      Thanks
  4. Casanova3.0 Contributor says:
    এটা একটা কাজের পোস্ট?

Leave a Reply