আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন আজকে আমরা শিখবো যে,

কিভাবে কোন প্রকার থার্ড পার্টি অ্যাপ বা টুলস ছাড়াই খুব সহজেই আমাদের ফোনের সেটিং থেকে ডার্কমোড অন করব এবং যে সকল অ্যাপ এ ডার্কমোড অপশন নাই  সেগুলো আমরা  কিভাবে ডার্ক মোড এ ব্যবহার করতে পারব!

আমি জানি না এটা ট্রিক বিডিতে   কোন পোস্ট আছে কিনা আমি সার্চ করে দেখেছিলাম বাট পাইনি!

তারপরও যদি আগে কোন পোস্ট হয়প থাকে,  তাহলে সেটা পুরনো পোস্ট হয়ে গেছে সে কারণে যারা নতুন আছে তারা এখনো এটা সম্বন্ধে জানে না তারা চাইলে আমার পোস্ট থেকে জেনে নিতে পারবেন।

আর যারা আগে থেকে এ বিষয়ে জানেন তারা পোস্ট থেকে ইগনোর করুন!

কিছু কমেন্টকারীদের উদ্দেশ্যেে, পোস্টে  উল্টাপাল্টা  কমেন্ট করলে প্রতিটা কমেন্টে রিপোর্ট করা হবে!

প্রথমে আপনার ফোনে থেকে সেটিংস ওপেন করে নিবেন এটা আপনারা সেটিং অ্যাপ থেকে ওপেন করে নিতে পারেন অথবা আপনার ফোনের উপরে থাকে যে শাটার বার আছে সেটা নিচে ডাউন করে উপরে setting icon এ  ক্লিক করে সেটিং ওপেন করে নিতে পারেন।

 

তারপর সেটিংস  ওপেন করার পর নিচে এসে দেখতে পারবেন যে এবাউট ফোন অপশন আছে এটা অনেকের অনেক রকম লেখা থাকতে পারে কিন্তু প্রত্যেকটা এখনকার অ্যান্ড্রয়েড ফোনে এই অপশনটি আছে আপনারা এটাতে ক্লিক করে দিবেন।

 

এবাউট ফোন অপশনে ক্লিক করার পর আপনারা এখানে সফটওয়্যার ইনফরমেশন বলে একটি অপশন দেখতে পারবেন আপনার এখানে ক্লিক করে দিবেন।

 

 

সফটওয়্যার ইনফরমেশন অপশনে ক্লিক করার পর আপনারা এখানে বিল্ড নাম্বার Build Number  বলে অপশন দেখতে পারবেন এখানে আপনারা চার থেকে পাঁচ বার একটার পর একটা ক্লিক করতেই থাকবেন।

 

তো দেখতেই পাচ্ছেন আমি চার থেকে পাঁচবার একটার পর একটা ক্লিক করার পর এখানে একটি টোস্ট মেসেজ সো করেছে,  যেখানে বলা হয়েছে ডেভলপার মোড হাসবিন এনাবেল।

এরপর আপনারা ব্যাক করবেন এবং সেটিং এর হোমে চলে যাবেন তারপর এবাউট ফোনের নিচে দেখতে পারবেন,

ডেভলপারের অপশনের অনেক কাজ আছে তো যাই হোক আমি বেশি কিছু বলবো না আপনার এখানে ডেভলপার  অপশনে ক্লিক করে দিবেন

তারপর এখানে এই ইন্টারফেস আসবে এরপর হচ্ছে আপনারা সেটিং এর নিচে স্ক্রল ডাউন করলে দেখতে পারবেন force dark Mode বলে একটা অপশন,

এখানে আমার দেখানো স্ক্রিনশট এর মত সুইচ অপশনে ক্লিক করে দিয়ে তারপরে এটি অন করে নেবেন এখন আপনার কাজ শেষ এখন আপনি দেখতে পারেন যে আপনি যে অ্যাপগুলোতে ডার্ক মোড অন করতে চেয়েছেন সেগুলো ওপেন করে দেখুন ডার্ক মোড এনাবেল হয়ে গেছে।

আমরা সবাই জানি যে ইমু অ্যাপ এ ডার্কমোড অপশন নাই সুতরাং আমি imo অ্যাপ ওপেন করে দেখলাম দেখুন আমার ইমু আপডেট হয়ে গেছে

 

কোথাও কিছু বুঝতে সমস্যা হলে কমেন্টে জানাবেন আমি ঠিক করে দেব!

হ্যাকিং, বাগ বাউন্টি, বিভিন্ন টিপস এন্ড ট্রিকস, এন্ড্রয়েড অ্যাপস সহ সকল প্রিমিয়াম এপস এবং যাবতীয় প্রযুক্তি ইন্টারনেট বিষয়ে ইনফরমেশন পেতে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে ক্লিক করতে পারেন।

সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ।

7 thoughts on "কোনো প্রকার থার্ড পার্টি এপ ছাড়াই আপনার ফোনের যেকোনো এপ কে ডার্কমোড করে চালাবেন যেভাবে।"

  1. Abdullah Junayet Contributor says:
    It’s Work . thanks for sharing
  2. Æbū Rāyhân Contributor says:
    It’s Work . thanks for sharing
  3. ishan Contributor says:
    Infinix hot 9 play তে এই অপশন নাই?
    কপাল খারাপ
  4. mishu.one Contributor says:
    bkash app কে ডার্ক মুড করতে পারলো না এই সিস্টেম..??
  5. vijoy Contributor says:
    Etb Agei Jani
  6. Mimsad Contributor says:
    Thank you so much, bro…

Leave a Reply