ঈদ মোবারক ❤️হেয় কি খবর সবার? আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে হেডফোন ছাড়াই বিশ্বের যে কোন প্রান্ত থেকে সারা বিশ্বের সকল রেডিও বেতারের অনুষ্ঠান শুনবেন।

মাত্র একটি ক্লিকে বিশ্বের সকল রেডিও বেতারের অনুষ্ঠান শুনুন। আমরা সাধারণত FM Radio মাধ্যমে অনুষ্ঠান শুনতে চাইলে হেডফোন ব্যবহার করা লাগে। কিন্তু আপনি এই সিস্টেমটি ফলো করলে হেডফোন ছাড়াই রেডিও বেতারের অনুষ্ঠান উপভোগ করতে পারবেন।

এজন্য প্রথমে আপনাকে এইখানে ক্লিক এইখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে Google Earth ? এর মানচিত্র দেখতে পারবেন। এই মানচিত্রে থাকা প্রতিটি সবুজ বিন্দু একটি করে রেডিও বেতার স্টেশন।

 

এখন আপনি যে বেতারের অনুষ্ঠান শুনতে চান মাউস কার্সরটি তার উপরে নিয়ে যান। ধরুন আমি ঢাকা বেতারের অনুষ্ঠান শুনতে চাই তাহলে গোল মাউস কার্সরটি ঢাকার নীল বিন্দুর উপরে নিয়ে যেতে হবে।

আবার যদি পাকিস্তান বেতারের কোন অনুষ্ঠান শুনতে চান তাহলে পাকিস্তান মানচিত্র খুঁজে বের করে সেই বেতারের নীল বিন্দুর উপরে নিয়ে যেতে হবে তাহলে আপনি পাকিস্তান বেতারের অনুষ্ঠান শুনতে পারবেন।

শুধু তাই নয় আপনি সার্চ অপশন থেকে সারা বাংলাদেশের সকল আন-অফিসিয়াল রেডিও চ্যানেল গুলোর অনুষ্ঠান শুনতে পারবেন।

  1. Dhaka FM
  2. RadioSangbad.com
  3. Radio Shadhin
  4. Radio Bhumi
  5. DhakaFM 90.4
  6. SoundSip.com
  7. Bhoot Fm 88.0

 

আপনি চাইলে Play store থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করেও ব্যবহার করতে পারেন।

?️ Radio Garden Apk

সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন Trickbd সাথেই থাকুন এই কামনায়।

◾Visit: https://Minpoints.com

ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ভালোবাসা, ভালোলাগা, অনুপ্রেরণা আমাদের আগামী দিনের পথ চলা।

4 thoughts on "হেডফোন ছাড়াই বিশ্বের সকল FM Radio শুনুন"

  1. এই সাইড সম্পর্কে আগে পোস্ট করা হয়েছিল
  2. Abubokor Rio Contributor says:
    এই রেডিও গার্ডেন নিয়ে এপর্যন্ত ৩ টা পোস্ট দেখলাম?
  3. MD Musabbir Kabir Ovi Author says:
    Ata niye Ami Post korechi
  4. MonaLisa123 Contributor says:
    Phasty technology is so dizzy. We absolutely https://sonicexe.io can do what we want to overdo the Internet devices.

Leave a Reply