আস্সালামু আলাইকুন। আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি। ভাল থাকবো না কেন আপনারা পাশে থাকলে। সামনে আমার এস এস সি পরীক্ষা। তাই আমার জন্য দোয়া করবেন। ভুল হলে ক্ষমার চোখে দেখবেন। যাইহোক এবার শুরু করি।
আজ আমি আপনাদের শেখাব কিভাবে আপনার ফোন চুরি হলে ফিরে পাবেন। তো আমার পোষ্টটি ফলো করতে থাকুন।
প্রথমে নিচের এপটি ডাওনলোড করুনঃ
Download Mobile Theft Tracker.apk
নোটঃ ফাইল ডাওনলোড করার সময় (ডাওনলোড পেজে যাবার পর) Create Download Link ক্লিক দিয়ে ডাওনলোড করবেন।
এবার ইন্স্টল করুন। ওপেন করুন। নিচের ছবির মতো আসবে।
এবার আপনি আপনার পাসওয়ার্ড টাইপ করে Ok চাপুন। দুটি বক্সে একই পাসওয়ার্ড দিবেন।
এবার আপনি আপনার দেয়া পাসওয়ার্ড পুনরায় টাইপ করে Ok চাপুন।
নিচের ছবিটি লক্ষ্য করুন এবং Deactive এক ক্লিক করুন।
১ম বক্সে আপনার ফোন নাম্বার টাইপ করুন এবং ২য় বক্সে আপনার নাম্বারে কি লিখে ম্যাসেজ আসবে তাই টাইপ করুন। তারপর Save চাপুন।
এবার আবার Deactive এ ক্লিক করুন। Ok চাপুন।
তারপর দেখবেন Deactive এর বদলে Active লেখা এসেছে।
ব্যাস এবার কেউ যদি আপনার ফোন চুরি করে নিয়ে তার সীমটা লাগিয়ে ফোন করে সাথে সাথে আপনার নাম্বারে তার নাম্বার থেকে এস এম এস আসবে। তারপর আপনি তার ঘাড়টা ধরে ফোন টা নিয়ে নিবেন।
ভাল থাকুন আর থাকুন আমাদের সাথে।
নোটঃ আপনার সেট করা পাসওয়ার্ড টা কাওকে জানাবেন না।
One thought on "আপনার ফোন কেউ আর চুরি করতে পারবে না। চুরি হলে চোরের ঘার ধরে ফোন ফেরত আনুন।"