Be a Trainer! Share your knowledge.
Home » Operator News » নাম্বার বন্ধ না রেখেও কল আশা বন্ধ কিভাবে করবেন। কিন্তু নিজ থেকে কল করতে পারবেন। সাথে সকল সিম কোম্পানির লাইভ চ্যাট করার নিয়ম।

নাম্বার বন্ধ না রেখেও কল আশা বন্ধ কিভাবে করবেন। কিন্তু নিজ থেকে কল করতে পারবেন। সাথে সকল সিম কোম্পানির লাইভ চ্যাট করার নিয়ম।

আপনার মোবাইলে যে কলগুলো আসে সেগুলো হচ্ছে ইনকামিং কল। সহজ কথায়, কেউ আপনাকে কল দিলে সেটিকে ইনকামিং কল বলা হয়। বিভিন্ন কারণে আমাদের ফোনে কল আসা বন্ধ করার দরকার হয়। আর তাই ইনকামিং কল বন্ধ করার নিয়ম জানা জরুরী। ইনকামিং কল বন্ধ করলে যেকোনো নম্বরে কল যাবে কিন্তু আসবেনা।

এই আর্টিকেলে আমরা ইনকামিং কল বন্ধের প্রয়োজনীয়তা, ইনকামিং কল বন্ধ করার নিয়ম ও পুনরায় চালু করার উপায় সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করবো। সম্পূর্ণ লেখাটি মনোযোগ দিয়ে পড়ার অনুরোধ রইলো।

 

ব্যবসায়ীরা মিটিংয়ে থাকলে কল অফ করে রাখতে পারবেন। রাতে ঘুমাতে গেলেও এই সার্ভিসটি ব্যবহার করা যেতে পারে। এতে অপ্রয়োজনীয় কলে আপনার ঘুমের ব্যাঘাত ঘটবেনা।

 

এছাড়াও আরো অনেক কাজে মোবাইলের ইনকামিং কল বন্ধ করতে হতে পারে। তাহলে কিভাবে ইনকামিং কল বন্ধ করবেন?

 

ইনকামিং কল বন্ধ করার নিয়ম

আপনার সিমের ইনকামিং কল বন্ধ করতে নিচের কোডগুলো ব্যবহার করতে পারেন। মোবাইলের কল অপশনে গিয়ে আপনার অপারেটর অনুযায়ী কোডটি ডায়াল করুন।

 

  1. বাংলালিংকঃ *21*019#
  2. রবিঃ *21*018#
  3. এয়ারটেলঃ *21*016#
  4. গ্রামীণফোনঃ *21*017#
  5. টেলিটকঃ *21*015#

ধরুন, আপনার সিমটি জিপি (গ্রামীণফোন) সিম। এক্ষেত্রে আপনি আপনার ঐ সিমটি থেকে *21*017# ডায়াল করলে আপনার জিপি সিমটির ইনকামিং কল বা কল আসা বন্ধ হয়ে যাবে। তখন সেই জিপি সিমটি থেকে যেকোনো নম্বরে কল যাবে কিন্তু আসবে না।

কিভাবে ইনকামিং কল পুনরায় চালু করবেন?

ইনকামিং কল পুনরায় চালু করতে যেকোনো সিম থেকে ডায়াল করুন ##21#। তাহলেই পুনরায় ঐ সিমের ইনকামিং কল চালু হবে।

এছাড়াও যেকোনো সমস্যার সমধানের জন্য আপনার সিম কোম্পানির অপারেটরের সাথে যোগাযোগ করুন।

লাইভ চ্যাট এর জন্য নিচের লিংক থেকে আপনি কাস্টমার সার্ভিস এর সাথে যোগাযোগ করতে পারবেন।

বাংলালিংক

লিংকে গিয়ে নিচে লাইভ চ্যাট লেখা অপশনে ক্লিক করে তাদের সাথে কথা বলতে পারবেন।

 

এয়ারটেল

এটা তাদের ফেসবুক পেজ সেখানে মেসেজ দিয়ে কাস্টমার সার্ভিসের সাথে কথা বলতে পারবেন। এছাড়াও My Airtel App দিয়েও কথা বলতে পারবেন।

রবি

এই লিংক থেকে লাইভ চ্যাট অপশনে ক্লিক করে কথা বলতে পারবেন।

গ্রামীনফোন

এখানেও একই ভাবে লাইভ চ্যাট অপশনে ক্লিক করে কাস্টমার সার্ভিসের সাথে কথা বলতে পারবেন

টেলিটক

এর ক্ষেত্রে 121 নম্বরে কল অথবা [email protected] এই মেইলে মেইল করে সমস্যার কথা জানতে হবে।

আজকে এই পর্যন্তই।

পোস্ট টি এতক্ষণ পড়ার জন্য ধন্যবাদ।

কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

2 years ago (May 05, 2023)

About Author (32)

Oniichan
contributor

There is no limit of learning. you can learn in any age. I am an article writer. if you like my writing and want me to write for you than hire me?

Trickbd Official Telegram

17 responses to “নাম্বার বন্ধ না রেখেও কল আশা বন্ধ কিভাবে করবেন। কিন্তু নিজ থেকে কল করতে পারবেন। সাথে সকল সিম কোম্পানির লাইভ চ্যাট করার নিয়ম।”

  1. Shoruv Author says:

    onkdin por ekta valo post dekhlam

  2. emanur Contributor says:

    Helpful

  3. Oniichan Contributor Post Creator says:

    Vaia Support korben
    samne insha’Allah emn r o valo post paben.??

  4. ᏝᎥᏦᏂᎧᏁ Author says:

    অসংখ্য ধন্যবাদ ভাই। এই পোস্টটা অনেকদিন ধরে খুঁজতেছিলাম।

  5. Oniichan Contributor Post Creator says:

    Thank You ?

  6. trickbdshanto Contributor says:

    অসাধারন এরকমি নিউজ চাচ্ছিলাম

  7. MD Musabbir Kabir Ovi Author says:

    টেক জগতের এমন খবর জানা উচিত আমাদের

Leave a Reply

Switch To Desktop Version