আসসালামুআলাইকুম।

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন।

ভাল থাকারই কথা কারণ ট্রিকবিডির সাথে থাকলে সবাই সবসময় ভাল থাকে।

যাই হোকা আর বকবক করব না সোজা কাজের কথায় আসি।

নাম : Xender
প্ল্যাটফর্ম : অ্যান্ড্রয়েড/ iOs
রেটিং : ৪.৩

আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কি ভাবে
অ্যান্ড্রয়েড থেকে iPhone এ আবার iPhone থেকে
অ্যান্ড্রয়েড এ ফাইল ট্রান্সফার করবেন। এর জন্য আমরা
অ্যান্ড্রয়েড এবং iPhone এ Xender এপ ব্যবহার করব। তাই নিচ
থেকে Xender এপ টি ডাউনলোড করে নিন। দুই ডিভাইস এ
মাস্ট Xender ইনস্টল থাকতে হবে।

– ডাউনলোড এন্ড ইনস্টল Xender আপনার অ্যান্ড্রয়েড এবং
iPhone
– আপনার অ্যান্ড্রয়েড এ Xender ওপেন করুন & “Connect
Phone” এ ক্লিক করুন এখন “Create Group” এ ক্লিক করুন এটি
আপনার অ্যান্ড্রয়েড কে WiFi Hotspot তৈরী করবে।

– আপনার iphone এর WiFi ওপেন করুন তাহলে আপনার
অ্যান্ড্রয়েড দিয়া তৈরী WiFi পাবেন,WiFi নাম এইরকম থাকে
“ADYYQW5kcm9pZA” জাস্ট কানেক্ট করুন।

– এখন আপনার iPhone থেকে Xender ওপেন করে
“Connect Friends” এ ক্লিক করুন।

– এখন আপনি সহজে ফাইল আদান প্রদান করতে পারবেন।
– example:-আপনি যদি music সেন্ট করতে চান তবে music
ট্যাব ওপেন করে music এ ক্লিক করে সেন্ট option
পাবেন।

– same ভাবে আপনি অ্যান্ড্রয়েড থেকে ফাইল সেন্ট
করতে পারবেন আপনার iPhone এ।
– ভিডিও দেখুন তাহলে আরো ক্লিয়ার হবে।

Xender apk ডাউনলোড এখানে অল্টারনেটিভ লিংক

Download Xender iOS [istore link]

দয়া করে ছোট ভাইয়াটার সাইটে একবার ঘুরে আসবেন প্লিজ

2 thoughts on "আপনার অ্যান্ড্রয়েড থেকে iPhone এ আবার iPhone থেকে অ্যান্ড্রয়েড এ ফাইল ট্রান্সফার করুন খুব সহজে। [ফুল গাইড-Xender]"

  1. netmad Contributor says:
    Thanks…eta প্রয়োজন ছিল।।
  2. mafujkhan Contributor Post Creator says:
    Welcome ভাইয়া।
    আপনাদের সাহায্য করা আমার কাজ

Leave a Reply