আসসালমুআলাইকুম প্রিয় TRICKBD এর সকল সদস্যগণ। সবাইকে সালাম জানিয়ে আমি অভি শুরু করছি আজকের পোস্ট, ভুল ত্রুটি ক্ষমা এর দৃষ্টি তে দেখবেন সবাই।

মোবাইল ফোন হলো আমাদের সকলের নিত্যদিনের সঙ্গী বলা হয় এটি ছাড়া চলাই মুশকিল। প্রতিটি মিনিট প্রতিটি সেকেন্ড যেনো মনে হয় এটি ছাড়া আমরা নিরূপায়। যোগাযোগ ব্যবস্থা নির্বিঘ্ন করতে মোবাইল অনেক গুরুত্তপূর্ণ ভ্রুমিকা পালন করে।

আর মোবাইল ফোন চলাচল নির্বিঘ্ন করতে সিম কার্ড এর প্রয়োজন হয়। আর সিম কার্ড এর মাধ্যমে নির্দিষ্ট অপারেটর এর মাধ্যমে মোবাইল পরিসেবা কার্যক্রম পরিচালনা করা হয়। কিন্তু অনেক সময় দেখা যায় সিম কার্ড এর অ্যাকসেস হারিয়ে যায় আমাদের ফোন গুলোতে।

কোনো ফোন কল করতে পারছেন না। আবার আসছেও না। বারবার সিং রিপ্লেস করেও কাজ হচ্ছে না। এমন সময় হুট করেই হলেই ঘাবড়ে যান অনেকেই কিছুতেই সমস্যা এর সমাধান করতে পারেন না।

অনেকেই চিন্তিত হয়ে পড়েন, এমন সমস্যার মধ্যে পড়লে। আজকে তাদের জন্য আমি কিছু টিপস শেয়ার করবো যার ফলে এর সমাধান খুব সহজে নিজেই করতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক কৌশল-

সিম কার্ড কে ভালো মত চেক করুন

অনেক সময় হুট করেই সিম এর অ্যাকসেস চলে যায় আমাদের সিম কার্ড এর সমস্যা এর জন্যে। বিশেষ করে সিম এর পিছনে সাইড এ কিছু বার কোড এর মতো স্লট থাকে যা উঠে যায় দীর্ঘদিন ধরে ব্যাবহার করলে, সেটি তে ঘষা দিয়ে আবার সিম তুলুন ফোনে আসা করছি কিছুটা হলেও সমাধান পাবেন।

সিম কার্ড ট্রে পরিবর্তন করুন

মোবাইল ফোনে সিম কার্ড তোলার সময় পিন দিয়ে খোলার সময় সিম কার্ড ট্রে তে সিম ঢুকাতে হয় অনেক সময় দীর্ঘ খোলামেলা এর জন্ন ট্রে এর মধ্যে ময়লা জমে যায়। যার ফলে সিম কার্ড মাঝে মাঝেই বিচ্ছিন্ন হয়ে যায়।সিম কার্ডের ট্রে থেকে সিম কার্ডটি বের করুন এবন মুছে নিয়ে আবার সেই জায়গায় রাখুন। তারপর ভালো মতো বসিয়ে নিন দেখবেন নেটওয়ার্ক সমস্যা এর সমাধান হয়েছে।

ফোন কে রিস্টার্ট করুন

অনেক সময় দেখা যায় যে কম হার্ডওয়্যার প্রোগ্রামিং সাপোর্টেড ফোন গুলো বেশি চাপ নিতে পারে না। ফোন হ্যাং করে মাঝে মাঝেই সিম এর অ্যাকসেস হারিয়ে যায় দীর্ঘক্ষণ ব্যাবহার করতে করতে। তাই সেই সময় ফোন কে ২ মিনিট বিরতি দিয়ে রিস্টার্ট করুন। দেখবেন নেটওয়ার্ক আবার ফিরে এসেছে।

ফ্লাইট মোড অন অফ করুন

অনেক সময় ফোন কে বন্ধ করে চালু করলেও সিম কার্ড এর নেটওয়ার্ক আসে না এমন সময় ফ্লাইট মোড অন করে ওফ করুন। অনেক সময় সেটিংস এর ঝামেলা এর জন্য নেটওয়ার্ক সমস্যা এর সৃষ্টি হয়। সেই সময় ফ্লাইট মুড অন ওফ করে দেখুন। আশা করি নেটওয়ার্ক আসবে আবারো।

তো যদি এইসব বিষয় ফলো করেন আশা করা যায় যে সবার ফোনের নেটওয়ার্ক সমস্যা এর সমাধান হবে। এই ছিল বিস্তারিত ধন্যবাদ সবাইকে আমার পোস্ট টি পড়ার জন্য TRICKBD এর সাথেই থাকুন।

4 thoughts on "মোবাইলে যদি হুট করেই সিম সাপোর্ট না নেই তখন কী করবেন!! জেনে নিন বিস্তারিত"

  1. Vyyrl Contributor says:
    একদম ভাই! আমিও এগুলাই করি..
    1. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      আচ্ছা ?❤️
  2. rasel2023 Contributor says:
    আমার Samsung galaxy a11 ২০২২সালে অক্টোবর মাসে আপডেট দেওয়ার পর কোন কল দিতে পারছি না,ডাটা চালু হয়, অলরেডি কাস্টমার সার্ভিস এ গেছি তারাও কোনো সুরাহা দিতে পারে নি,কল দিতে গেলে লিখা আসে “your Sim card isn’t fully operational with this device…………”
    বি.দ্র.: মোবাইল সার্ভিসে দেখাইছি,ফ্লাশ দিছি কোনো লাভ হয়নি।
    1. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      এটা হয়তো ফোন এর সমস্যা

Leave a Reply