আসসালামু আলাইকুম।
প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন, আশা করি খুব ভাল আছেন এবং আগামি তে যেন সব সময় ভালো থাকেন এই কামনা রইলো।
আমার আন্ড্রইড ফোনটি জদি কথা বলতে পারত, আমি dail pad এ যা লিখি তা জদি বলে দিতে পারত তাহলে কেমন লাগত বলনুতো
হ্যাঁ আপনি যদি এই রকম ভেবে থাকেন তাহলে আপনার জন্য এই টিউন
প্রথমে Trickbd কে Facebook এ Like দিয়ে নিন।
এই কাজ টি করার জন্য আপনার যা যা লাগবে —
১। talkback নামের একটি software যেটা আপনি নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এপ্স টির সাইজ মাত্র 1.4 mb
২। আপনার মোবাইল এ text to speech data install থাকতে হবেঅনেক মোবাইল এ আইটা install থাকে আপনার মোবাইলে আছে কিনা তা দেখার জন্য setting>language & input> text to speech output> google text speech output
অথবা অন্ন কোনো speech output থালে select করুন না থাকলে নিএর লিঙ্ক থেকে ivona-text to speech ডাউনলোড করে নিন।
কাজের ধারাঃ
১। উপরে লিখা ২নং এর মত প্রথমে text to speech output থেকে আক্টি speech output select korun এবং exist করে চলে আসেন
২। talkback software টি install করার পর আপনি settings> accessibility >talkback> on করুন বাস আপনার কাজ শেষ।
এবার আপনি যা যা করবেন তাই বলে দিবে আপনার ফোন আপনি talkback এর settings থেকে এর কাস্টমাইজড ও করতে পারবেন
Always Stay with Trickbd.com