আসসালামু আলাইকুম

 

আপনারা সবাই কেমন আছেন? আশকরি ভালোই আছেন। আজকে আমি Naruto টিভি সিরিজটি, বাংলায় যেভাবে দেখবেন সেটা নিয়ে পোস্ট করতে বসলাম। তাহলে চলুন আর দেরি না করে আজকের পোস্ট শুরু করি।

 

Naruto একটি জনপ্রিয় টিভি সিরিজ। এটি অনেক পুরনো হলেও প্রচুর জনপ্রিয়। আর এটি হচ্ছে সম্পূর্ণ জাপানিজ। কিন্তু বর্তমানে ” Sony yay ” এটির বাংলা ডাব করতেছে। এবং সেখানে ইতিমধ্যেই সিজন 4 কমপ্লিট হয়ে গেছে। এবং ৫ নাম্বার সিজন চলতেছে।

 

Naruto সম্পর্কে সাধারণ তথ্য:

Title-

Naruto

• Episodes: 220

• • Dub Episodes

• Audio track: Bangla and more 7 language

• • Quality: 720p

• Duration: 23 Per Ep.

• • Score: 79

• Genres: Action, Adventure, Comedy, Drama, Fantasy, Supernatural

 

 

Naruto কিভাবে দেখব?

Naruto দেখতে হলে আপনাকে “সম থেকে শুক্রবার” Sony yay চ্যানেলে 9:30 এ টিভির পর্দায় চোখ রাখতে হবে। সেখান থেকে আপনারা দেখতে পাবেন। এখন আপনারা বলবেন যে প্রতিদিন টিভি দেখা বা পর্যাপ্ত সময় পাওয়া যায় না। এজন্য অনলাইনেও আছে, সমস্যা নেই। বিভিন্ন জনপ্রিয় ওয়েবসাইট আছে যেখানে আপনারা দেখতে পারেন। বিশেষ করে ইন্ডিয়ান ওয়েবসাইট গুলো। তবে সেখানে বাংলা ভয়েস পাওয়াই যায় না বললেই চলে। কারণ সেখানে সরাসরি ওরা হিন্দিতে আপলোড করে। “dead toon India” এই ওয়েবসাইট থেকে আপনি পেতে পারেন। তবে এখানে ডাউনলোড করার ক্ষেত্রে অনেক ঝামেলা। এডভারটাইসমেন্ট এ ভরপুর। এতটাই অ্যাড আসে যে বলার বাহিরে। তাই আমি আপনাদেরকে রিকমেন্ট করবো টেলিগ্রাম ব্যবহার করার জন্য। নিচে আমি একটা টেলিগ্রাম গ্রুপ দিয়ে দিচ্ছি, সেখানে প্রতিনিয়ত সব ভাষাই আপলোড করা হয়।

[Telegram channel: click here]

 

টিভিতে দেখা এবং ওয়েবসাইট বা টেলিগ্রামে দেখার মধ্যে পার্থক্য কি?

 

হ্যাঁ দুটির মধ্যে বিশাল পার্থক্য আছে। বিশাল বলার কারণ হচ্ছে, টিভি তো শুধুমাত্র আমরাই দেখি না। অনেক ছোট বাচ্চাকাচ্চারাও দেখে। তাই সেখানে একটু এডাল্ট সিন কেটে দেওয়া হয়। এবং রক্তগুলোও কালো করে দেয়া হয়। অর্থাৎ বলতে পারেন আপনি আসল মজাটাই মিস করতেছেন। এজন্যই আমি বলব টিভিতে না দেখাই উত্তম।

 

তাহলে আজকে এইপর্যন্তই দেখাবে পরবর্তী পোস্টে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, trickbd এর সাথেই থাকুন।

11 thoughts on "“Naruto” anime সিরিজটি এখন দেখুন বাংলায়, সর্বশেষ আপডেট || Naruto Sony yay dub"

    1. Ultimatix LiMoN ミNLミ Author Post Creator says:
      ,☺️
  1. littlesumon Contributor says:
    ভাই ডাবেড দেখে লাভ নাই ফিল পাবেন না।। অরজিনাল ফিল পাইতে হলে জাপানি ভাষায় ই দেখা লাগবে।
    1. Ultimatix LiMoN ミNLミ Author Post Creator says:
      Humm, Ami Naruto 2 bosor agei dekha ses koresi… Tobe dub ta op leveler ,
    2. Forhad Rahman Author says:
      জাপানি ত জানি না, সাবটাইটেল পড়ব না অ্যানিমে দেখব ? যদিও আমার পড়ার গতি যথেষ্ট ফাস্ট, তাও একসাথে দুইকাজ করে ব্রেইনে চাপ, আনন্দের জিনিস রিল্যাক্সে দেখা উচিত ?
  2. Istiak Contributor says:
    Vai apnar fb id ta den
    1. Ultimatix LiMoN ミNLミ Author Post Creator says:
      “Ultimatix annihilation ” এই নামে দেওয়া আছে। ফেইসবুকে এ এই নামে আমি একাই ?…
      ফ্রেন্ড রিকোয়েস্ট দেওয়ার দরকার নেই, ডাইরেক্ট sms দিয়েন।
  3. Istiak Contributor says:
    Vai naruto original version ar hindi version tar moddhe ki different ache i mean seen gula ki kata take?
  4. Ultimatix LiMoN ミNLミ Author Post Creator says:
    Na, টিভিতে যখন দেয় তখন কাট করে দেয়।
  5. Anonymous Contributor says:
    ভাই তো পুরা কপি পেস্ট পোস্ট করেন। original link: https://bangladesh.postsen.com/live-style/186072/Watch-Naruto-anime-series-now-in-bangla-latest-update–Naruto-Sony-yay-dub.html
    1. Ultimatix LiMoN ミNLミ Author Post Creator says:
      ???, কপি আমি করিনি ওরাই করেছে। একটা লাইন পড়লেই বুঝতে পারবে। ওটা ট্রান্সলেট করা ??

Leave a Reply