আপনারা সবাই কেমন আছেন, আশা করি খুব ভাল আছেন এবং আগামিতে যেন সব সময়ভালো থাকেন। ট্রিকবিডির পক্ষ থেকেএইকামনা রইলো।

এবার Trickbd কে Facebook এ Like দিয়ে নিন।

Like Trickbd On Facebook

নিচের লিনক থেকে App টি নামিয়ে নিন।

→Download

নিচে স্কিনশর্ট দেখুন :

উপরের ‘ Reset Pattern’ টা দেখেন এইখানে
আপনি লক সিস্টেমটা পরিবতর্ন করতে
পারেন। তাছাড়া প্রতিবার এই সফটওয়ারের
সেটিং এ ধুঁকতে গেলে আগে এইভাবে আনলক
করে ডুকতে হবে। Backup Pattern এই সিস্টেমে
আপনি আপনার লক মেনুটা সেইভ করে রাখতে
পারেন ছবি আকারে, যাতে পরে ভুলে গেলে

কাজে লাগাতে পারেন। 3 * 3 Points
এইটাতে আপনি বেশি সিকিউরিটির জন্য
পয়েন্টও দিতে পারেন।
এছাড়াও আপনারা আরো বেশ কিছু সেটিংস
পাবেন :

এই সফর্টওয়ারের বেশ কিছু ফিচার
:
পচন্দঅনুযায়ী pattern matching ব্যবহার করে
un-lock করার সিস্টেম।
আপনার পিসি শুধু এক ক্লিকেই লক করতে
পারেন লক করতে চাপুন Win+A।
আপনার নিজের ইচ্ছা অনুযায় ব্যাকগ্রাউন্ড
ছবি পরিবতর্ন করতে পারেন।
অটোলক হয়ে যাবে একটি নিদিষ্ট সময়ের পর
আপনি যদি কাজ করেন আপনার লক করার
দরকার নেই শুধু আগে থেকে সেটিংস এ টাইম
দিয়ে রাখলেই হবে।

কি-বোর্ড লক সিস্টেম।
আপনি নিজেই সতর্কবার্তা লিখতে পারেন
(এই ক্ষেত্রে বাংলা ব্যবহার করবেন না)
pattern ব্যাকআপ রাখতে পারেন।
লক রাখা অবস্থায় আপনি Time and date
দেখতে পারবেন স্কিন এ।
সর্বশেষ খুব সহজেই ব্যবহার করতে পারেন।

Always Stay With Trickbd.com

One thought on "এবার থেকে আপনার পিসি বা ল্যাপটপকে স্মার্ট ফোন এর মত প্যার্টান লক সিস্টেমে লক করুন"

  1. Hoque24 Contributor says:
    Antivairus তো এটাকে vairus হিসেবে ধরছে…..

Leave a Reply