এটা কোন হ্যাকিং বা অবৈধ পন্থা নয়। কেউবা মনে
করেন যে এটা একটি কৌশল বা চুরি করে ২০ টাকা
নেওয়া হচ্ছে। আসলে বিষয়টি তা নয়। এটি একটি
সাময়িক অফার মাত্র। এই অফারটি শুধু মাত্র
গ্রামীনফোণ প্রি-পেইড গ্রাহকদের জন্য
প্রযোজ্য। এই অফারের আওতায় একজন গ্রাহক
সর্বোচ্চ একবারে ২০ টাকা ফ্রি নিতে পারবে। আর
ফ্রি ২০ টাকা দিয়ে সে তার নিজের নম্বর কিংবা অন্য
যেকোন জিপি প্রি-পেইড নাম্বারে FlexiLoad
করতে পারবেন। তবে একাধিক MobiCash একাউন্ট
তৈরী করে (ভিন্ন ভিন্ন নাম্বার থেকে) যতবার ইচ্ছা
একই নাম্বারে কিংবা আলাদা নাম্বারে রিচার্জ করা যাবে।
তবে একই নাম্বারে দ্বিতীয়বার বা পরবর্তী বার
হবে। কেননা FlexiLoad এর নিয়ন অনুযায়ীে একই
নাম্বারে দ্বিতীয়বার রিচার্জের জন্য অন্তত ১০
মিনিট দেরি করতে হয়। যাইহোক এবার দেখে নিন
কিভাবে MobiCash এ রেজিস্ট্রেশন করবেন এবং
২০ টাকা রিচার্জ করবেনঃ-
*
*
*
১।প্রথমে আপনার গ্রামীনফোন সিম দিয়ে ডায়াল করুন, *777#
২। ফিরতি বার্তার অপশন থেকে Create MobiCash Wallet অপশন বেছে নিতে 1 চাপুন।
৩।আপনার প্রছন্দমত ৪ ডিজিটের পিন নাম্বার দিন ।
৪।আবার ঐ একই পিন নাম্বার দিন ।
৫।কিছুক্ষন পর আপনার মোবাইলে একটা ম্যাসেজ আসবে, Congratulations! Bonus Amaount 20.00 BDT credited your wallet……।
এখন আপনার একাউন্ট থেকে টাকা তোলার পালা,
১। প্রথমে আপনার গ্রামীনফোন সিম দিয়ে ডায়াল করুন, *777#
২। ফিরতি বার্তার অপশন থেকে ফ্লেক্সিলোড অপশন বেছে নিতে 1 চাপুন।
৩। পরবর্তী ধাপে আপনার নিজের সিম Prepaid হলে ১, Postpaid হলে ২ চাপুন।
৪।এখন আপনার নিজের সিমে ফ্লেক্সিলোড নিতে চাইলে ১, অন্য সিমে ফ্লেক্সিলোড নিতে চাইলে ২ চাপুন।
৫। তারপর আপনার পিন নম্বর চাবে, পিন কোড দিন। (সাবধান, পিনকোড 3 বার ভূল হলে আপনাকে ব্লোক করে দিবে)
বিঃ দ্রঃ সব সিমে হচ্ছেনা, আপনি ট্রাই করে দেখুন, আপনি পান কিনা। আশা করি পাবেন।
কোনো সমস্যা হলে……… কমেন্টে জানাবেন।
ধন্যবাদ।
আমি এই post টা প্রথম করেিছ
Tipsfo.Tk
কপি করা post
pls ans
www. techtune s.c om.bd/mobileo/tune-id/394782
Mone hocce offer bondo hoye gese…
ar karo jodi hoy plz janaben…