কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন।
ফেজবুকে সকল আপডেট পেতে Trickbd এর অফিশিয়াল ফেজবুক পেজে লাইক দিন।
Like trickbd on Facebook
গত রাতে আমার ফোনে কিছু সমস্যা হচ্ছিল। বুঝলাম Anti virus দিতে হবে। কিন্তু ফোণে কোনন anti virus না থাকায় play store থেকে Dr. web anti virus light ইনস্টল দেই কিন্তু দেখলাম এটা full version না। full version upgrade এর নোটিফিকেশন আসতেছিল। upgrade করে দিলাম। কিন্তু সমস্যা হল এটা ওপেন হতে lisence বা key লাগবে।

অন্য সকল পেইড এপস আর Dr. web v9 এর পার্থক্য :


অন্য সকল পেইড apps Play store থেকে ডাউনলোড করতে Dollar চায় কিন্তু এটা কোনভাবে ডাউনলোড করতে পারলেই এটা ফ্রি হয়ে যায়। কিন্তু Dr. web v9 ডাউনলোড করতে Doller লাগে না কিন্তু এটা ওপেন করতে lisence বা key চায়।আর এই key টা তাদের ওয়েবসাইটে sign up করে ডলার দিয়ে নিতে হয়।

Dr. web কিভাবে সেটআপ করব:


প্রথমে নিচের লিংক থেকে Dr. web ডাউনলোড করে নিন,
Dr.Web v.9 Anti-virus.apk
ইনস্টল দেয়া হলে ওপেন করুন I agree তো টিক দিয়ে accept এ ক্লিক করুন।

এবার এটা ওপেন করলে নিচের মত আসবে,

এবার Dr. web v9 টি বন্ধ করুন আর key টি ডাউনলোড করুন।

পেইড key টি ডাউনলোড করুন ফ্রিতেইঃ


নিচ থেকে Download করুন,
drweb32.key(1kb)
এবার key টি যে ফোল্ডারে ডাউনলোড হয়েছে সেখান থেকে Copy বা cut করে মেমরি কার্ডের sdcard/Android/data/com.drweb/files/এখানে পেস্ট করুন।

key টি verified করুনঃ

এবার আপনার Dr. web v9 ওপেন করুন আগের মেসেজটিই দেখাচ্ছে।

এবার use existing lisence এ ক্লিক করুন, ok তে ক্লিক করুন। এবার নিচের মত The key file is recceived এর মেসেজ পাবেন।

ok দিন। এবার Back এ আসুন আর দেখুন আপনার Dr web v9 ইউজ করতে পারছেন!

এবার নিচের ফাইলটি ডাউনলোড করুনঃ


যাতে ভবিষ্যতে এটি uninstall হয়ে গেলে বা ফোন ফরমেট দিলে আপনি নিজে সেটআপ করতে পারেন

Read Before Install.txt(1kb)

তো আর কি ফ্রি চালতে থাকুন Dr. web v9 anti virus
ভাল থাকুন সুস্থ থাকুন আর সবসময় প্রযুক্তির সাথেই থাকুন।

Leave a Reply