বিমমিল্লাহির রাহমানীর রাহীম

আপনারা সবাই কেমন আছেন, আশা করি খুব ভাল আছেন এবং আগামিতে যেন সব সময়ভালো থাকেন। ট্রিকবিডির পক্ষ থেকেএইকামনা রইলো।

এবার Trickbd কে Facebook এ Like দিয়ে নিন।

Like Trickbd On Facebook

প্রথমেই নিচের লিনক থেকে সরাসরি Exe
File টি নামিয়ে নিন।

→Download

আমরা আমাদের নানা কারণেই ফোল্ডারের নিরাপত্তার কথা ভেবে থাকি। ব্যক্তিগত তথ্য লোকানো, গোপনীয় তথ্য নিরাপদ রাখার জন্য আমরা নানা কাজেই ফোল্ডার

এর নিরাপত্তা নিয়ে ভেবে থাকি। দেখা যায় যে ইন্টারনেটে অনেক খুজাখুজি করেও ভালো মানের কোন ফোল্ডারের নিরাপত্তা সফটওয়্যার পাওয়া যায় না। যেগুলো পাওয়া যায় তা অনেকটা পিসিকে খুব স্লো করে
দেয়।

আজকে আপনাদের মাঝে এমন একটি ফোল্ডার লকার শেয়ার করবো যা ব্যবহারে আপনি কোনপ্রকার অসুবিধার সম্মুখিন হবেন না।

এর নাম Free Folder Hider এটা বেশ কাজের একটা সফটওয়্যার। এর ব্যবহারের ফলে আপনার ফোল্ডারের নিরাপত্তা নিয়ে ভাবতে হবে না। খুব সহজেই এটি ব্যবহার করা যায়। ব্যবহারে কোন প্রকার জটিলতা নেই।এর ব্যবহার বিধিও অনেক সহজ।

সাধারণ নিয়মে পিসিতে ইন্সটল করে নিন।

এবার আপনার পিসির ডেস্কটপে Free Folder Hider নামে একটি আইকন পাবেন। এখানে ক্লিক করে 1234 ডিফল্ড পাসওয়ার্ড দিন। এবার আপনার পাসওয়ার্ড পরিবর্তন করে নিন।

এখানের Add Folder বাটনে ক্লিক করে আপনার গোপনীয় ফোল্ডারটি দেখিয়ে দিন। এভাবে আরোও ফোল্ডার যোগ করুন। আপনি চাইলে My Computer থেকে Folder এর উপর মাউসের রাইট বাটনে ক্লিক করে Hide this Folder এ ক্লিক করে ফোল্ডারটি লক
করে নিতে পারেন।

যেভাবে কাজ করে :

Folder Hider সফটওয়্যারটি আপনার ফোল্ডারকে সেই ড্রাইভের সিস্টেম ফোল্ডারে রাখে সম্পূর্ণ Move করে। যেহেতু সবার পক্ষে সিস্টেম ফোল্ডার চালু করা সম্ভব নয়, তাই আপনার ডাটা থাকবে সম্পূর্ণ নিরাপদ। সিস্টেম ফোল্ডার চালু করলে কন্ট্রেল প্যানেল চলে আসবে। আবারআপনি যখন ফোল্ডারটি আন হাইড করে নিবেন তখন সেই সিস্টেম ফোল্ডার থেকে আপনার আগেরজায়গায় ফোল্ডারটি চলে আসবে।

আজকের মতো এখানেই শেষ করছি।

Masti With Trickbd.Com

Leave a Reply