আসসালামু আলাইকুম।

প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন, আশা করি খুব ভাল আছেন এবং আগামি তে যেন সব সময় ভালো থাকেন এই কামনা রইলো।

প্রথমে Trickbd কে Facebook এ Like দিয়ে নিন।

Like Trickbd On Facebook

আজকে নিয়ে আসলাম ছোট ছোট সাইজের কাজের কিছু এপ্লিকেশন নিয়ে। যেগুলো আমাদের করা অনেক কাজই সহজ করে দেয়।

Quick Image Resizer:

Reduce Photo

মাত্র ২.৮ মেগার এই সফটওয়্যার দিয়ে অনায়াসে যে কোন ছবির সাইজ কমানো যাবে। ফলে সহজেই আপলোড করা যাবে ফেইসবুক, টুইটার বা ইমেইলে। এছাড়াও এতে রয়েছে ম্যানুয়েলি সাইজ দেয়া পদ্ধতি। ফলে সহজেই নিজের প্রয়োজনীয় সাইজে রিসাইজ করে নিতে পারবেন। এছাড়াও Reduce Size For Facebook button এর মাধ্যমে এক ক্লিকেই যে কোন ছবিকে ফেইসবুকের জন্য অপটিমাইজেশন এবং শেয়ার করা যাবে। চেষ্টা করেই দেখুন। সময় এবং ইন্টারনেট খরচ দুটোই বেঁচে যাবে।

Filename: Reduce picture.apk

Size: 2.8 MB

ডাউনলোড
Internet Speed Meter Lite:

Internet Speed

মাত্র ১.৪ মেগাবাইটের এই এপ্লিকেশন দিয়ে দেখা যাবে মোবাইলের ইন্টারনেটের অবস্থা। কত ডাইনলোড বা আপলোড স্পিড তা সহজেই দেখতে পারবেন। ছোট্ট কিন্তু মজার এবং কাজের জিনিস।

Filename: Internet Speed Meter Lite.apk
Size: 1.1 MB

ডাউনলোড
Expense Manager:

Expmngr downloader

খুব ছোট এবং সহজ একটা এপ্লিকেশন। এর মাধ্যমে সহজেই হিসবে রাখতে পারবেন আপনার প্রতিদিনের টাকা-পয়সা, আয়-রোজকারের হিসেব। ব্যাংক, ব্যক্তিগত কিংবা ব্যবসা যে কোন রকমের হিসেব সহজে রাখার ব্যবস্থা আছে। সবচেয়ে বড় করা কোন দিকে যাওয়ার সময় টুক করে মোবাইলে টুকে রাখতে পারবেন হিসেব। আরো আছে চমৎকার ব্যাকআপ এবং সিংক এর ব্যবস্থা।

Filename: Expmngr downloader.apk
Size: 5.6 MB

ডাউনলোড
সবাইকে ধন্যবাদ। সুস্থ্য থাকুন,ভালো থাকুন এবং সব সময় Trickbd.Com এর সাথেই থাকুন।

One thought on "সাইজে অনেক ছোট কিন্তু কাজের কিছু এন্ড্রয়েড এপ্লিকেশন এখনি ডাউনলোড করে নিন।"

  1. shihabuddin Contributor says:
    bro colouring Kore likhbo kamne???

Leave a Reply