আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? যদিও আমার অবস্থা ভালো নেই, পরীক্ষা চলতাছে। তারপরও এমন ধামাকা ট্রিকস পেলে কি আর পোস্ট না করে থাকা যায়!! তাই আপনাদের মাঝে আবারও হাজির হলাম। আজকের টপিক হলো কিভাবে রবি এবং এয়ারটেল সিমে ফ্রি ইন্টারনেট চালাবেন।
তো কথা না বাড়িয়ে চলুন তাহলে শুরু করা যাক,
প্রথমেই আমাদেরকে একটি ভিপিএন ডাউনলোড করতে হবে।
প্লেস্টোর লিংক,
এবার আমাদেরকে একটা সার্ভার কানেক্ট করতে হবে। সার্ভারটির নাম “রবি & এয়ারটেল ফ্রি ২০২৫”। নিচের দিকে নামতে থাকলেই পেয়ে যাবেন।
এবার পারমিশনটি দিয়ে দিতে হবে।
ব্যাস কাজ শেষ।
স্পিড দেখুন। আমরা অনেকেই জানি যে ফ্রি ইন্টারনেট গুলোর স্পিড খুব বেশি থাকে না। তাই এর থেকে খুব বেশি আশাও করা যাবে না।
বি.দ্রঃ প্রথমবার ভিপিএন কানেক্ট করার সময় অবশ্যই ডাটা অথবা ওয়াইফাই দিয়ে কানেক্ট করে নিবেন। এরপরে এবার থেকে সরাসরিই কানেক্ট করতে পারবেন। (এটা হয়তো অনেকেই জানেন, প্রথমবার কানেক্ট করার জন্য হালকা কিছু এমবি বা ওয়াইফাই এর দরকার হয়।) আর হ্যাঁ সিমে কিন্তু টাকা রাখা যাবে না।
আজ এপর্যন্তই। সবাই ধুমছে কোপাইতে থাকুন। দেখা হচ্ছে পরের আর্টিকেলে।
আর সময়পেলে আমার বন্ধু এবং ছোট ভাইয়ের টেলিগ্রাম গ্রুপটা ঘুরে আসবেন। এখানে সব ধরনের Airdrop এর টিউটোরিয়াল এবং সলিউশন দেওয়া হয়। Income Insights