Site icon Trickbd.com

[HOT] এবার Robi ও Airtel দিচ্ছে ঘরে বসে বাইক জেতার সুয়োগ……!!!!

Unnamed

Collect By Atik Rahaman Atik


দেশে তরুণদের মন জুগিয়েছে কিওয়ের মোটরসাইকেল। এই বাইক ইতালির বিখ্যাত অটোমোবাইল উৎপাদনকারী প্রতিষ্ঠান বেনেলির ডিজাইনে তৈরি। দেশে কিওয়ের আমদানিকারক প্রতিষ্ঠান স্পিডোজ লিমিটেড। বাইকটিকে বাজারে আরও জনপ্রিয় করতে স্পিডোজ একটি এসএমএস কনটেস্টের আয়োজন করেছে। এই প্রতিযোগিতার বিজয়ী পাবেন কিওয়ে আরকেএস ১৫০ সিসির একটি আকর্ষণীয় বাইক। শুধুমাত্র রবি এবং এয়ারটেল ব্যবহারকারীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।

অংশগ্রহণ করার জন্য রবি বা এয়ারটেল নম্বর থেকে KWYলিখে পাঠাতে হবে 6969 নম্বরে। ফিরতি মেসেজে ২টি সম্ভাব্য উত্তরসহ একটি প্রশ্ন পৌঁছাবে। A অথবা B সঠিক উত্তরটি মেসেজ করলে পেয়ে যাবেন পরবর্তী প্রশ্ন। এভাবে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে স্কোর বাড়াতে হবে। ২১ মার্চ ২০১৭ রাত ১১:৫৯ মিনিটে সবচাইতে বেশি পয়েন্ট অর্জনকারী বিজয়ী হিসেবে বিবেচিত হবেন। সমান স্কোরের ক্ষেত্রে দ্রুততম সময়ে দেয়া সঠিক উত্তর দেয়া প্রার্থী বিজয়ী হিসেবে নির্বাচিত হবেন। এরপরেও যদি অধিক বিজয়ী থাকেন সেক্ষেত্রে লটারি করা হবে।

[B]২৫[/b] মার্চ ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে শুরু হবে তৃতীয় ঢাকা বাইক শো ২০১৭। এই শো এর প্রথম দিনে বিজয়ীর নাম ঘোষণা করা হবে। কিওয়ে বিডি, রবি এক্সাইটা লিমিটেড ও এয়ারটেলের ফেসবুক পেজেও জানা যাবে বিজয়ী ব্যক্তির নাম। মেলার শেষ দিনে কিওয়ে আরকেএস ১৫০ বাইকটি বিজয়ীকে প্রদান করা হবে।

এই প্রতিযোগিতার ডিজিটাল মিডিয়া পার্টনার ডিজিট্রন। ডিজিট্রনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজোয়ান হায়দার বলেন, ইতোমধ্যে কিওয়ে আরকেএস ১৫০ সিসি বাইকটি বাইকপ্রেমীদের মন জয় করেছে। রাস্তায়ও বেশ দাপটের সঙ্গে চলছে। বাইক ফেয়ারকে সামনে রেখে এই ধরণের আয়োজনের সঙ্গী হতে পেরে আমরা আনন্দিত৷৷
✌✌✌✌✌✌✌✌✌✌✌✌
[h2]Like Facebook Page[/h2]