এয়ারটেল সিম ব্যবহারকারীরা শিরোনাম দেখে কি চমকে গেছেন। হুম! চমকে যাওয়ারই কথা। কেননা, এখন থেকে আপনার এয়ারটেল সিমের নেট কানেকশন দিয়ে ফ্রিব্যাসিক্স চালাতে পারবেন। কারণ, এয়ারটেলের নেটওয়ার্ক এখন রবির নেটওয়ার্কের সাথে যুক্ত করা হয়েছে তাই। ফ্রিব্যাসিক্সেটি আগে শুধু রবি, গ্রামীণফোন ও টেলিটক সিমের নেট কানেকশন দ্বারা চালানো যেতো। তাই এয়ারটেল সিম ব্যবহারকারীরা চালাতে পারতোনা। কিন্তু এখন থেকে পারবে। তো এয়ারটেল সিম দিয়ে ফ্রিব্যাসিক্সে চালাতে এখনি আপনার এয়ারটেল সিমের নেট কানেকশন দিয়ে যেকোনো ব্রাউজারে ফ্রিব্যাসিক্স সাইটে অথবা ফ্রিব্যাসিক্স সফটওয়্যারের মাধ্যমে ভিজিট করুন। আর এয়ারটেল সিম দিয়ে ফ্রিতে ফ্রিব্যাসিক্স ব্যবহার করুন।